Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

south africa

T20 World Cup: ৫৬ রানেই গুটিয়ে গেল রশিদদের ইনিংস, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক: অভিজ্ঞতার অভাব, বড় ম্যাচে নার্ভ ফেল, ব্যাটিং দুর্বলতা, টসে জিতে ফিল্ডিং নেওয়ার ভুল সিদ্ধান্ত কারণ যাই হোক এবারের মতো স্বপ্নের দৌড় শেষ আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে খড়-কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন গুরবাজরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার মানতে হল রশিদ খানদের। একপেশে সেমিফাইনালে ৯ উইকেটে জিতে কাপের কাছাকাছি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan)।

বৃহস্পতিবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। অনেকে মনে করছেন, সেটাই বোধ হয় ভুল হল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনারদের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন। আফগানিস্তান প্রথমে বল করে অল্প রানে প্রোটিয়াদের আটকে দিলে, নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারতেন। কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য। তিনি দলের বোলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে। রশিদ জানেন তাঁর দলের শক্তি বোলিং। তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ পবেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু দলের ব্যাটিং বিপর্যয় যে এভাবে হবে তা ভাবতে পারেনি আফগান অধিনায়ক।

এদিন শুরু থেকেই প্রোটিয়া পেসারদের সুইংয়ের দাপট সামলাতে পারলেন না রহমানুল্লা গুরবাজেরা। চার রানে প্রথম উইকেট পড়ে। গুরবাজ এদিন তিন বল খেলে শূন্য রানে আউট হন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র দুই রান করে ফেরেন। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক গুলবদিন করেন ৯ রান। আজমাতুল্লা ওমরজাই ১০ রান করে ফেরেন। পাওয়ার প্লে-র মধ্যে একটি দল যদি ৫ উইকেট হারায় তা হলে ম্যাচে ফেরা কঠিন হয়। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেননি আফগানি ব্যাটাররা। মাত্র ১১.৫ ওভারেই গুটিয়ে যায় তারা। করে ৫৬ রান। বল হাতে তিনটে করে উইকেট নেন মার্কো জেনসন, তাবরেজ শামসি। দুটো করে উইকেট নেন কাগিসো রাবাডা ও অনরিখ নকিয়া। স্লোয়ার ও পিচের স্পিন নিয়ে বাজিমাত করে প্রোটিয়ারা।

আফগানিস্তানের ইনিংস ১০০ পেরোলেও লড়াই করার জায়গায় থাকতে পারতেন রশিদরা। কিন্তু এত কম রানে আটকে যাওয়ার পর আর কিছু করার ছিল না। দক্ষিণ আফ্রিকার (South Africa vs Afghanistan) জয় ছিল সময়ের অপেক্ষা। রান তাড়া করতে নেমে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওপেনার কুইন্টন ডি কক ব্যর্থ হন। তিনি মাত্র পাঁচ রান করে ফেরেন। ফজলহক ফারুকির বলে তিনি বোল্ড হন। ৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

Sweta Chakrabory | 11:47 AM, Thu Jun 27, 2024

Drinking Water Crisis: নিয়তি অবশেষে ট্রিগার টানলো! এবার থেকে কিনে খেতে হবে পানীয় জল?

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসাবে ঘোষণা করা হয়েছে। কারন কেপটাউন এর সরকার ১৪ এপ্রিল, ২০২৪ এর পরে জল সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে। এরপরেই সেখানে সরকারী সরবরাহে জলে স্নান করা নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি যারা জল অপচয় করেন, এরকম দশ লক্ষ মানুষের জল-সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি চলছে। ঠিক করা হয়েছে ভারতে যেভাবে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল কেনা হয়, একইভাবে কেপটাউনে জলের ট্যাঙ্কার থাকবে যেখানে ২৫ লিটার জল পাওয়া যাবে, বেশি জল চাইলে বা জল লুটপাটকারীদের মোকাবেলা করার জন্য পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হবে।

তবে বিশ্বে এই দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন যে কাউকেই করতে হতে পারে, তাই অল্প পরিমাণে জল ব্যবহার করে, এখন থেকেই জলের অপচয় বন্ধ করা উচিত। একসময় রেলপথে লাতুরেতে (মহারাষ্ট্র) জল পাঠানো হত। পৃথিবীর মাত্র ২.৭% জল পানযোগ্য। আশেপাশের সব বাঁধের জলের স্তর কমে যাওয়ায় ভূগর্ভস্থ জলের স্তর গভীর হয়েছে। তাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণ করা উচিৎ।

আমারা চাইলে খুব সহজেই এটি একটি তালিকার মাধ্যমে মেনে চলতে পারি, যেমন :-

● প্রতিদিন গাড়ি/বাইক ধোবেন না।

● উঠান/সিঁড়ি/মেঝে ধোয়া এড়িয়ে চলুন বা ধোয়ার সময় কম জল ব্যবহার করুন।

●একটানা ট্যাপ চালু রাখবেন না |

● অন্যান্য অনেক ভাল ব্যবস্থা করে জল সংরক্ষণ করুন |

● ঘরে ফুটো ট্যাপ ঠিক করুন।

● গাছের টবে ন্যূনতম জল দিন।

●রাস্তায় জল ছিটাবেন না।

কারন জলই জীবন। বর্তমানে বিশ্বে দ্রুত গতিতে দূষণ ছড়াচ্ছে। ব্যাপক হারে গাছ কাটার ফলে, নদনদী জলাধার সব শুকিয়ে মরুভূমির বালিয়াড়ি তে পরিণত হচ্ছে। মাটির তলে জল স্তর বহু নিচে চলে গেছে। তাই এখন থেকে হ্রাস না ধরলে নিজেরা না শুধরলে ভবিষ্যতে পানীয় জলের ঘাটতিতে ভুগবে সকলেই।

Sweta Chakrabory | 22:10 PM, Fri Apr 05, 2024
upload
upload