Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

spots news

Bollywood Celebrities: টি-টোয়েন্টি জয়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তায় ভরালো বলিউড


নিউজ ডেস্ক: ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। ২০০৭ সালে শেষ বার টি২০ বিশ্বকাপে জিতেছিল ভারত। ২০১১ সালে আইসিসি এক দিনের বিশ্বকাপে জয়ী হয় মহেন্দ্র সিংহ ধোনির দল। তার পর দীর্ঘ খরা। তবে শনিবার রাতে আবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতল ভারত। আর এই জয়ের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছে রোহিত শর্মার দল। রাভিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান, একের পর এক সেলেবরা টি-টোয়েন্টি জয়ে তাঁদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।

এদিন বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরে বলিউড স্টার রাভিনা ট্যান্ডন তার এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আশ্চর্যজনক! অনেক অনেক অভিনন্দন! টিম ইন্ডিয়া জানে না যে তারা দেশকে কতটা খুশি করেছে! ভারত মাতা কি জয়!!!!!!” রাভিনা ট্যান্ডনের পাশাপাশি বলিউড (Bollywood Celebrities) ডিভা কাজল লিখেছেন, ''আমি এখনও চিৎকার করছি এবং আমার মুখ থেকে হাসি সরাতে পারছি না...। আমি খুশি এবং গর্বিত!'' অন্যদিকে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, ''টিম ইন্ডিয়া,আজ বিশ্ব কাপ নয়,ঐতিহাসিক জয়।'' একইসঙ্গে অনিল কাপুর এবং রশ্মিকা মান্দানা এক্স-এ বিসিসিআই-এর সেলিব্রেটরি পোস্টটি “চ্যাম্পিয়নস!” লিখে শেয়ার করেছেন। আর বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “কী দল! প্রতিটি খেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিরাট কহলি, ভারতের হয়ে তার শেষ টি-টোয়েন্টি খেলে প্রত্যেক ভারতীয়কে অনেক আনন্দ দিয়ে গেল।''

অন্যদিকে আবেগাপ্লুত আয়ুষ্মান খুরানা ভারতকে শুভেচ্ছা (T20 World Cup 2024) জানিয়ে লিখেছেন, “কি ম্যাচ! এই ভারতীয় দল কোটি কোটি ভারতীয়কে আনন্দ দিয়েছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! আমাদের প্রজন্ম সবচেয়ে ভাগ্যবান যে ভারতকে তিনবার বিশ্বকাপ জয়ী হিসেবে আবির্ভূত হতে দেখল।'' শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনি লেখেন, ''ইন্ডিয়া চ্যাম্পিয়নস।'' অজয় দেবগন লিখেছেন, ''এ জয়ের আনন্দ শব্দ বর্ণনা করা যায় না। অভিনন্দন টিম ইন্ডিয়া। এই জয় আমাদের হৃদয়ে গেঁথে গেছে।'' এছাড়াও অনুপম খের, চিরঞ্জীবী, মোহনলাল, শশী থারুর সহ আরও অনেক সেলেবরাই ভারতের জয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

Sweta Chakrabory | 15:19 PM, Sun Jun 30, 2024

D Gukesh:ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসাবে ক্যান্ডিডেটসে নামছেন গুকেশ

নিউজ ডেস্ক: ভারতীয় দাবায় ইতিহাস গড়তে চলেছেন ডি গুকেশ। ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসাবে ‘ফিডে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা ২০২৪’ নামতে চলেছেন তিনি। এর আগে কোনও ভারতীয় গ্র্যান্ড মাস্টার এত অল্প বয়সে ক্যান্ডিডেটসে নামেন নি।

২০১৯ সালের জানুয়ারি মাসে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন গুকেশ। তিনি ১৭ বছর বয়সে এই প্রতিযোগিতায় নামবেন। যদি গুকেশ ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন তাহলে তিনি হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার যিনি লড়বেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

১৯৫৯ সালে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার হিসাবে এই প্রতিযোগিতায় নেমেছিলেন ববি ফিশার। তখন তাঁর বয়স ছিল ১৬। গুকেশ ১৭ বছর বয়সে এই কীর্তি করবেন। ক্যান্ডিডেটসে গুকেশের অংশ নেওয়া শুধু তাঁর ব্যক্তিগত মাইলফলক নয়, ভারতীয় দাবার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ঘটনা।

Sweta Chakrabory | 08:23 AM, Mon Apr 01, 2024
upload
upload