Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

swami narayan temple

Abudhabi Swaminarayan Temple: অযোধ্যার পর এবার আরবে উড়বে ধর্মের পতাকা

নিউজ ডেস্ক: অযোধ্যার রামমন্দিরের ঘোর এখনও কাটেনি। তার এক মাসের মধ্যেই আরও একটি বিশাল মন্দির উপহার হিন্দু সমাজের জন্য। শুধু দেশে মধ্যে নয় দেশের বাইরের উড়ছে এখন হিন্দুত্বের পতাকা। তবে মন্দিরের নির্মানকারী সংগঠন এই মন্দিরকে উন্মুক্ত রাখতে চান সকল ধর্মের মানুষের জন্য। আরব দুনিয়ার এটি প্রথম মন্দির। রক্ষণশীল আরব আমিরশাহীর আবুধাবিতে প্রথমবার খুলতে চলেছে হিন্দু মন্দির ৷ ইতিমধ্যেই মন্দিরের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ট্রেন্ড করছে আবু ধাবীর স্বামীনারায়ণ মন্দিরের ছবি। নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তার আগে মন্দিরের কাজ কতদূর এগিয়েছে তা ঘুরে দেখেন দেশের কূটনীতিক ও বহু বিশিষ্ট মানুষ ৷ সাদা মার্বেল ও গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে "বোচাসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ" সংস্থা মন্দিরের ছবি ও ভিডিয়ো এসেছে প্রকাশ্যে ৷ এই মন্দিরে রামায়ন, মহাভারত, কৃষ্ণ জীবনাবলী ও পৌরাণিক নানা উপাখ্যান মুর্তি রূপে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের কারুকাজ দেখলে মনে হলে যেন ভারতের সোনালী অতীতেত কোন রাজআমলের মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে তাঁর দ্বিতীয় সফর চলাকালীন দুবাই অপেরা হাউস থেকে ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে এই মন্দিরের শিলান্যাস করেছিলেন ৷

মন্দিরটি নির্মাণ করা হয়েছে ১৩ একর জমির উপরে ৷ আবুধাবি থেকে মন্দিরের দূরত্ব 30 মিনিটের ৷ এই মন্দিরে থাকবে শিব, কৃষ্ণ ও আইয়াপ্পার মূর্তি। মন্দিরটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ করা গম্বুজ । মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে সুন্দর উদ্যান ও জলের ফোয়ারা দিয়ে ৷ মন্দির প্রাঙ্গনের সামনেই রয়েছে শিশুদের খেলার পার্ক। রাজস্থান ও গুজরাত থেকে আনা পাথর খোদাই করে নকশা করেন প্রায় তিন হাজার কারিগররা। পৌরাণিক নানা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে পাথরের মুর্তির মাধ্যমে। ভারতীয় সংস্কৃতিও ধরা পড়েছে মন্দিরের নানা নকশায় ৷ এই মন্দির সাধরণ মন্দির নয়। আরব দুনিয়ায় মন্দির তৈরি করা কম বড় কথা নয়। আরব দুনিয়ার একাধিক শহর দীর্ঘদিন মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল। এমনকি এখনও আরব মুলুকের বহু দেশে প্রকাশ্যে অন্য ধর্ম পালনে নিষেধ রয়েছে। ফলে আমিরশাহীতে মন্দির এক নয়া দিগন্তের পথ প্রশস্ত করতে পারে।

Editor | 12:35 PM, Mon Feb 12, 2024

Baps Swaminarayan Temple: মোদীর হাত ধরেই প্রথম হিন্দু মন্দিরের দরজা খুলবে আবুধাবিতে ,উদ্বোধন এ মাসেই

নিউজ ডেস্ক: বসন্ত পঞ্চমীর পূণ্য লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে আবুধাবির প্রথম হিন্দু মন্দিরের।অযোধ্যার রাম মন্দিরের পর এবার আবুধাবিতে তৈরি হল চোখ ধাঁধানো হিন্দু মন্দির।আমিরশাহিতে মুরিয়েকা এলাকায় অবস্থিত এই মন্দির আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পূজোর দিনেই হবে উদ্বোধন।মন্দিরে পুজিত হবেন রাম, সীতা, কৃষ্ণ, আয়াপ্পান এবং স্বামীনারায়ণের।

এই মন্দিরে সকল ধর্মের মানুষ প্রবেশ করতে পারবেন পৌরাণিক নানান উপাখ্যানের পাশাপাশি মেসোপটেমিয়া ও চিনের সভ্যতার নানা নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেওয়ালে একসঙ্গে ১০ হাজার পূণ্যার্থী এই মন্দিরে উপাসনা করতে পারবেন রাজস্থান এবং গুজরাটের দুই হাজার শিল্পী মার্বেল তৈরি জন্য ২৪২ টি স্তম্ভে কারুকার্য ফুটিয়ে তোলার কাজ করেছেন পৌরাণিক কাহিনীতে থাকা পশু পাখির সঙ্গে জ্যোতিষ বিদ্যার সংক্রান্ত মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে স্তম্ভগুলিতে এই মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে কুড়ি হাজার টন পাথর ও মার্বেল মন্দির প্রার্থনা কক্ষ, কমিউনিটি সেন্টার, লাইব্রেরি, শিশুদের খেলার জায়গা ও অ্যাম্পিথিয়েটার থাকছে।

আরব আমিরশাহির আবুধাবিতে প্রথমবার কোনও হিন্দু মন্দিরের দরজা খুলতে চলেছে। ৭০০ কোটি টাকা ব্যয়ে ১৮ লক্ষ ইট দিয়ে তৈরি করা হয়েছে এই হিন্দু মন্দির।জানানো হয়,সাদা মার্বেল ও গোলাপী বেলেপাথরে তৈরি এই মন্দির ঐক্য, শান্তি, সম্প্রীতির বার্তা বহন করছে।ইতিমধ্যেই সেই নবনির্মিত মন্দিরের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।বলা হচ্ছে মন্দিরটি পশ্চিম এশিয়ার সবথেকে বড় পাথরের তৈরি মন্দির গুলির মধ্যে একটি।

ভারতীয় দূতাবাসের তরফে জানা গেছে মন্দির দেখে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মুগ্ধ হয়েছেন।মন্দির নির্মাণের যাবতীয় দায়িত্ব নিয়েছে BAPS স্বামীনারায়ণ সংস্থা।  ২৭ একর জমিতে তৈরি BAPS হিন্দু মন্দির পরিদর্শনে সদ্য গিয়েছিলেন বিশ্বের ৪২ টি দেশের কূটনীতিকরা। রবিবার আমিরশাহিতে ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীরের উদ্যোগে বিশ্বের তাবড় কূটনীতিকরা সেই মন্দির ঘুরে দেখলেন।

প্রায় ২০০০ শিল্পী দ্বারা ৩ বছরেরও বেশি সময় ধরে তৈরি এই মন্দিরের চারপাশে মোট সাতটি শৃঙ্গ রয়েছে। প্রতিটি শৃঙ্গ সংযুক্ত আরব আমিরশাহির এক একটি আমিরকে চিহ্নিত করে। জানা গেছে উত্তর রাজস্থান থেকে আনা গোলাপি পাথর ব্যবহার করা হয়েছে এই মন্দিরে।কারণ হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আরবের প্রচণ্ড গরমেও এই মন্দিরের কোনও ক্ষতি হবেনা। পাশাপাশি আবু ধাবির হিন্দু মন্দিরটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে, ভূমিকম্প হলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা সাতের ঘরে পৌঁছে গেলেও মন্দিরের কোনও ক্ষয়ক্ষতি হবে না।

মন্দিরের অভ্যন্তর দেখেও যেন তাক লেগে যাওয়ার জোগাড়। অ্যাম্পিথিয়েটার থেকে শুরু করে রয়েছে গ্যালারি। বইপ্রেমীদের জন্য গ্রন্থাগারের ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বরে।পাশাপাশি মন্দিরের ভিতরে রয়েছে দুটি কমিউনিটি হল। দুটি হল মিলিয়ে পাঁচ হাজার লোক একসঙ্গে বসতে পারবেন।এছাড়াও মন্দির চত্বরে রয়েছে একটি ফুড কোর্টও। রয়েছে বাগান এবং শিশুদের জন্য আলাদা খেলার জায়গা।

এই মুহূর্তে মন্দিরের ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেবেন এবং ১৪ ফেব্রুয়ারি মন্দিরের কর্মসূচিতে অংশ নেবেন।

Editor | 14:11 PM, Tue Feb 06, 2024
upload
upload