Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

tamilnadu

PM Modi on ISRO issue: ইসরোর রকেটের উপর চিনের পতাকা! বিজ্ঞাপনের নিন্দা করে সরব বিজেপি

নিউজ ডেস্ক: ইসরোর রকেটের উপর চিনের পতাকার ছবি। সম্প্রতি ইসরোর এক বিজ্ঞাপনী পোস্টার ঘিরে নয়া বিতর্কে তামিলনাড়ুর ডিএমকে সরকার। বুধবারই থুদুকুড়ি জেলার কুলশেখরপট্টিনম শহরে ইসরোর নয়া রকেট উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই রকেট উৎক্ষেপণ কেন্দ্রর বিজ্ঞাপনী পোস্টারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছবির সঙ্গে, চিনের পতাকা ব্যবহার করেছে ডিএমকে। ইসরোর বিজ্ঞাপনে তামিলনাড়ু সরকারের মস্ত এই ভুল ধরতে পেরেই তুলোধনা করল কেন্দ্রের বিজেপি সরকার। ঘটনার পিছনে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনা চিনের প্রতি ডিএমকের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে তারা।

বিজ্ঞাপন নিয়ে পাল্টা সাফাই দিতে ভোলেনি এমকে স্ট্যালিনের দলও। পাশাপাশি এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ডিএমকে সরকারের সমালোচনা করে বলেন, 'ভারতের বিজ্ঞানীদের অসম্মান করা হয়েছে। ভারতের সাফল্যকে অপমান করা হয়েছে। ডিএমকে নেতারা কি অন্ধ? সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ওরা। ইসরোর ক্রেডিট ছিনিয়ে নিতে ওরা রকেটের গায়ে চিনের পতাকা লাগিয়ে দিল?' শুধু প্রধানমন্ত্রীই নন, ডিএমকে-কে তুলোধোনা করেছেন বিজেপির সভাপতি কে আন্নামালাইও৷

প্রসঙ্গত, এই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য ছিল মহাকাশ বন্দর গঠনে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কৃতিত্বকে তুলে ধরা৷ বিজ্ঞাপনটি জারি করেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অনিতা রাধাকৃষ্ণান। যা বহুল প্রচলিত স্থানীয় দু’টি পত্রিকায় ছাপা হয়। পত্রিকা প্রকাশিত হতেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই উঠল বিতর্কের ঝড়৷ কারণ ওই বিজ্ঞাপনে ইসরোর রকেটের গায়ে ভারত নয়, দেখা যায় চিনের পতাকা৷ এই কাণ্ডের ফলে সকলের নিন্দা ও বিতর্কে নাম জড়িয়েছে ডিএমকের।

Sweta Chakrabory | 17:43 PM, Thu Feb 29, 2024
upload
upload