Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

terrorism

Amarnath Yatra: অমরনাথ যাত্রায় হামলার ছক, এবার খলিস্তানীদের ময়দানে নামাচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রা ভণ্ডুল করতে চাইছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) । এমনই সতর্কবার্তা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সূত্রের খবর,পাকিস্তানের তরফে এবার ময়দানে নামানো হয়েছে খালিস্তানি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালকে। অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) বড় কোন নাশকতার ছক রয়েছে এই জঙ্গি সংগঠনের। অন্যদিকে পাকিস্তানের কোনওইসলামিক জঙ্গি সংগঠনকেওসাহায্য করার জন্য ব্যবহার করা হতে পারে বলে সূত্রের খবর।

গোয়েন্দা রিপোর্টে হামলার ইঙ্গিত (Amarnath Yatra)

জানা গিয়েছে, অমরনাথ যাত্রা (Amarnath Yatra) বন্ধ করার জন্য পূর্ণ্যার্থীদের শিকার বানানোর চেষ্টা করছে আইএসআই (ISI) এবং খালিস্তানপন্থী জঙ্গি সংগঠনগুলি এই হামলায় পাঞ্জাবের গ্যাংস্টার, মৌলবাদী সংগঠন এবং বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে কাজে লাগানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গোয়েন্দাদের আর আশংকা খালিস্তাপন্থী সংগঠনগুলিকে ইসলামিক মৌলবাদী সংগঠনগুলি অস্ত্রশস্ত্র এবং জঙ্গি ট্রেনিং দিয়ে করে সাহায্য করতে  পারে। রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, দিল্লির এক বিজেপি নেতা এবং হিন্দুত্ববাদী নেতাদের উপর হামলা হতে পারে।

পাকিস্তানকে জবাব কবে? উঠছে প্রশ্ন (ISI)

গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) ভিন্ন ঘটানোর জন্য ওত পেতে বসে আছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি প্রাথমিক টার্গেট পুণ্যার্থীরা সম্প্রতি পাঠানকোটে সাতজন জঙ্গির অনুপ্রবেশ ঘিরে পাঞ্জাব ও জম্মুতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের তরফে বেশ কয়েক বছর পর এবার সরাসরি সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের (ISI) তরফে যে বৃহত্তর চক্রান্ত চলছে, তা ভালোভাবেই আঁচ করতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে কেন মোদি প্রশাসন জঙ্গিদের বাড়বড়ন্ত হলেওপাকিস্তানের বিষয়ে রক্ষণাত্মক মেজাজে চলে গিয়েছেন এর আগে পাক সাহায্যপ্রাপ্ত বড় ধরনের কোন হামলা হলেই সার্জিক্যাল জবাব দিত ভারত। কিন্তু মোদি ৩.০ সরকারের আমলে পরপর হামলা হলেও, ভারতের তরফ থেকে কোন সার্জিক্যাল জবাব আসেনি। যদিও অনেকে মনে করছেন, পাকিস্তানকে খুব শীঘ্রই ভারতের তরফে যোগ্য জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে জানিয়েছেন, “পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা নেয় নি। তাঁরা যে ভাষায় চাইছে, সেই ভাষায় জবাব দেওয়া হবে।”

অমরনাথ যাত্রা ঠেকাতে ব্যর্থ জঙ্গিরা  

প্রসঙ্গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনা যাত্রা এই যাত্রা চলবে ৫২ দিন ধরে।১৯ আগস্ট যাত্রা শেষ হবে।শেষ ২৮ দিন ধরে অমরনাথে (Amarnath Yatra) চার লক্ষের বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। পাকিস্তান আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইলেও অমরনাথ যাত্রায় কোনও প্রভাব পড়েনি। এবং যাত্রায় এখন পর্যন্ত কোন ধরনের বড় সমস্যার সৃষ্টি করতে পারেনি জঙ্গিরা প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ হিন্দু বাবা অমরনাথের দর্শন করতে আসেন। এ বছরও তার অন্যথা হয়নি

 

 

 

Pankaj Kumar Biswas | 18:35 PM, Sat Jul 27, 2024

Infiltration: সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, টার্গেট ছিলেন অমরনাথ যাত্রীরা?

নিউজ ডেস্ক: সীমান্তে ফের অনুপ্রবেশ (Infiltration) রুখে দিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) কুপওয়ারা জেলার কেরন সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশ করার চেষ্টা করে ভিনদেশিরা। সূত্র মারফৎ খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনা। তাতে তিন জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

সেনার এক আধিকারিক জানান, ১৩-১৪ জুলাই রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অনুপ্রবেশকারীরা সচরাচর যেসব রাস্তায় এ দেশে ঢোকে, সেই সব রুটে তল্লাশি চালানো হয়। তখনই গুলি ছুড়তে শুরু করে অনুপ্রবেশকারীরা। পাল্টা গুলি চালায় সেনাও। তাতে তিন জঙ্গির মৃত্যু হয়। ২৬৮তম ইনফ্যান্ট্রি ব্রিগেড, কেরন সেক্টরের ব্রিগেডিয়ার এনআর কুলকার্নি বলেন, “গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়েছিলাম এলাকায় অশান্তি পাকাতে ভারতে অনুপ্রবেশ করছে জঙ্গিরা।” তিনি বলেন, “আমাদের কাছে খবর ছিল জঙ্গিকা এলাকায় অশান্তি পাকানোর পাশাপাশি অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারীদের ওপর হামলা চালাতে পারে। ১২ জুলাই আমাদের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে নিশ্চিত খবর দেয়। জম্মু-কাশ্মীর পুলিশও এ বিষয়ে খবর পায়। তার পরেই চালানো হয় অভিযান।”

তিনি বলেন, “বিদেশি জঙ্গিরা কেরন সেক্টর দিয়ে এ দেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। এই অঞ্চলটি ঘন জঙ্গলে ঢাকা। অনেকগুলি নালাও রয়েছে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে (Jammu & Kashmir) অনুপ্রবেশ করার তালে ছিল জঙ্গিরা।” তিনি বলেন, “সেনা, বিএসএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানেই মিলেছে সাফল্য। ১৩-১৪ জুলাই চালানো হয় অভিযান। কয়েকজন খতম হয়। বাকিরা সম্ভবত ফিরে গিয়েছে।” ব্রিগেডিয়ার বলেন, “ওই এলাকায় আমরা নজরদারি চালিয়ে যাচ্ছি। ঘন জঙ্গল এবং কম দৃশ্যমানতার সুযোগ নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা।“

পাক মদতপুষ্ট ওই জঙ্গিরা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল বলেও জানান কুলকার্নি। তিনি বলেন, “ওদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সুসজ্জিত ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে।” তিনি বলেন, “বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলার পর তিন জঙ্গির মৃত্যু হয়। ওই এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা (Infiltration) জানতে চলেছিল অভিযান। প্রচুর পরিমাণে অস্ত্রও উদ্ধার হয়েছে এই অভিযানে (Jammu & Kashmir)।”

Sweta Chakrabory | 09:37 AM, Tue Jul 16, 2024

SCO: শাহবাজ জিনপিংকে এড়াতে এসসিও-র বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক: বিদেশ মন্ত্রক শুক্রবার ঘোষণা করেছে জুলাই মাসেরপ্রথম সপ্তাহে সাংহাই কো-অপারেশন (SCO) অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবে ভারত। এই বৈঠকে ভারতীয় মিশনের নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জুলাই কাজাস্তানের রাজধানী আস্তানায় এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে

এসসিও-র বৈঠকে যাচ্ছেন জয়শঙ্কর (SCO)

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল শনিবার সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় বলেন,“বিদেশ মন্ত্রী এসসিওর বৈঠকে আমাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। গত বছর ভারত এসিওর সভাপতিত্ব করেছিল। এবার (SCO) সভাপতিত্ব করবে কাজাস্তান। সে দেশের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়ে প্রস্তাব দিয়েছেন একটি সমবায় বিনিয়োগ তহবিল গঠন করা হবে। এছাড়াও এবারের এসসিও সামিটে বাণিজ্য, জলবায়ু, শান্তি-শৃঙ্খলা সহ আর বেশ কয়েকটি বিষয় আলোচনা হবে।”

কাজাখস্তানকে সহযগিতার আশ্বাস ভারতের  

জানা গিয়েছে ২৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজাস্তানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেন আস্তানায় পরবর্তী শীর্ষ সম্মেলনের জন্য তিনি তাঁর সম্পূর্ণ সহযোগিতা আশ্বাস দেন। আলোচনা চলাকালীন দ্বিপাক্ষিক কৌশলগত ভিত্তিগড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন কাজাস্তানের নেতৃত্বে এই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা উল্লেখযোগ্য ভাবে অগ্রসর হবে। দ্বিপাক্ষিক কথোপকথনের পর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,“কাজাস্তানের রাষ্ট্রপতি মহামান্য কাসিম জোমার্ট টোকায়েভের সঙ্গে ভালো কথোপকথন হয়েছে নির্বাচনে সাফল্যের জন্য উষ্ণ শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ। কাজাস্তানের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আসন্ন এসিও (SCO) শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য ভারতের তরফের পূর্ণ সমর্থন থাকবে।

এসসিওর গুরুত্ব

প্রসঙ্গত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থার মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্য চি, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান সদস্য দেশ হিসেবে অংশীদারিত্ব নিয়ে থাকে। ২০২৩ সালে ভারতের সভাপতিত্বকালীন সময়ে ইরানকে একটি পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দেওয়া হয়। এছাড়াও বেলারুশ একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এই সংস্থার অন্তর্ভুক্ত হয়েছে। এসসিইওর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও সন্ত্রাস দমন বিষয়ে নানা সময় আলোচনা হয়েছে। এই সংস্থার সদস্য দেশগুলি বিশ্বের ৪০% মানুষ ও ৬০ শতাংশ ভূখণ্ড ও জিডিপির ৩০% কভার করে

 

 

Pankaj Kumar Biswas | 15:20 PM, Sat Jun 29, 2024

Chinese telecom gear: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে বাজেয়াপ্ত চীনা টেলিকম সরঞ্জাম!


নিউজ ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে জঙ্গি মৃত্যুর পর সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চীনা টেলিকম সরঞ্জাম-"আল্ট্রা সেট" (Chinese telecom gear)। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর প্রশ্ন উঠছে যে, জঙ্গিদের কাছে কীভাবে এই চীনা টেলিকম যন্ত্র গুলি এল? তবে কী সন্ত্রাসবাদে এই জঙ্গিদের সঙ্গে চীনের কোনও যোগসাজশ (China-Pakistan nexus) রয়েছে! এই সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা।

এ প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, জঙ্গিদের দ্বারা ব্যবহৃত এই মোবাইল হ্যান্ডসেটগুলি, প্রাথমিকভাবে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে এটা পরিষ্কার ইঙ্গিত (China-Pakistan nexus) করছে যে জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তান থেকেই অস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করছে। রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরে দুটি পৃথক এনকাউন্টারে জঙ্গিদের কাছ থেকে এই চীনা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এই বিশেষ হ্যান্ডসেটগুলি পাকিস্তান সেনাবাহিনীর জন্য শুধুমাত্র চীনা কোম্পানি দ্বারা কাস্টমাইজ করা হয়েছে বলেও জানা গিয়েছে। 

জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া টেলিকম যন্ত্রগুলি একটি বিশেষ রেডিও সরঞ্জামের সঙ্গে সেল ফোনের ক্ষমতাকে একত্রিত করে যা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল (GSM) বা কোড-ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস (CDMA) এর মতো প্রথাগত মোবাইল প্রযুক্তির উপর নির্ভর করে না। এ প্রসঙ্গে কর্মকর্তারা বলেছেন যে, ডিভাইসটি বার্তা প্রেরণ এবং অভ্যর্থনার জন্য রেডিও তরঙ্গে কাজ করে। প্রতিটি "আল্ট্রা সেট" (Chinese telecom gear) সীমান্তের ওপারে অবস্থিত একটি স্টেশনের সাথে সংযুক্ত। তবে দুটি "আল্ট্রা সেট" একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না। এছাড়াও জানা গিয়েছে যে চীনা স্যাটেলাইটগুলি মূলত নিজেদের মধ্যে বার্তাগুলি বহন করার জন্যই ব্যবহার করা হয়।

Sweta Chakrabory | 13:33 PM, Mon Jun 24, 2024

Shantanu Thakur: বাংলায় জঙ্গি সংগঠন লস্করের আত্মপ্রকাশ! কেন্দ্রীয় মন্ত্রী পেলেন জঙ্গি সংগঠনের হুমকি চিঠি


 


 

কেন্দ্রীয় মন্ত্রীকে জঙ্গিদের হুমকি!

 


 

কেন্দ্রীয় মন্ত্রীকে লস্কর এ তৈয়বার (Lashkar E Tayyaba) হুমকি ভরা চিঠি! মারাত্মক অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগণায় (North 24 Parganas)। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanau Thakur)  কাছে সোমবার একটি চিঠি আসে। শান্তনু ঠাকুর এবারও বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তার কাছে যে হমকি চিঠি এসেছে তাতে লেখা যদি বাংলায় এনআরসি লাগু করা হয় তাহলে হাফিজ সঈদের নির্দেশ মাফিক লস্করের প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। ঠাকুরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে।  

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) শান্তনু ঠাকুরের কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা ছিল শ্রদ্ধেয় শান্তনু বাবু আশা করি ভালো আছেন যাই হোক আপনাকে জানাচ্ছি যে পশ্চিম বাংলায় যদি এনআরসি (NRC) এবং এনআরসি-র ফলে যদি মুসলমানদের ওপর কোন রকম অত্যাচার হয়, তাহলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে এবং আপনাদের ঠাকুরবাড়ি(Matua Thakurbari) উড়িয়ে দেওয়া হবে। কেউ আপনাদের ঠাকুরবাড়িকে বাঁচাতে পারবে না লস্কর-এ-তৈয়বার নাম শুনেছেন তো? আমরা লস্কর-এ-তৈয়বার সদস্য আপনাদের হাফিজ সঈদের নির্দেশ মত আমরা পশ্চিমবাংলায় এনআরসি লাগু করলে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেব চিঠির প্রেরক হিসেবে নজরুল ইসলাম, সাহেব আলী ফজর আলী নাম লেখা এবং ঠিকানা হাদিপুর, দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা উল্লেখ করা হয়েছে। চিঠিটি যথেষ্ট সন্দেহজনক। আপাতদৃষ্টিতে দেখলে টাইপরাইটারে টাইপ করা মনে হয়। ০৫ এপ্রিল শুক্রবার এই চিঠি প্রেরণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।   যদিও চিঠির ভিতর ০৭ ফেব্রুয়ারি উল্লেখ করা আছে।  

শান্তনু ঠাকুর জানিয়েছেন তিনি বিষয়টি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চলেছেন। এবং সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন। পাশাপাশি বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। এই ঘটনা পুলিশকে জানানো হলে গাইঘাটা থানার পুলিশ ঠাকুরবাড়িতে উপস্থিত হয়। তাঁরা শান্তনু ঠাকরের সঙ্গে এবিষয়ে কথা বলেন।

তবে এ রাজ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈয়বা সক্রিয় থাকলে খুবই চিন্তার বিষয়। বিজেপি সহ বিরোধী দলগুলির দীর্ঘ সময় থেকে অভিযোগ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিকে সেফ করিডর হিসেবে ব্যবহার করে থাকে জঙ্গি সঙ্গঠনের সদস্যরা। ঘাপটি মেরে তাঁরা তাদের কাজকর্ম চালায়। ভোটব্যাঙ্কের কথা ভেবে তদন্তের সুরাহা হয় না বলে অভিযোগ বিজেপির। এই রাজ্য থেকে একের পর এক নাশকতামূলইক কাজকর্ম হলেও রাজ্য পুলিশ তদন্তে অনীহা দেখায়। ফলে কেন্দ্রীয় এজেন্সি আদালতের নির্দেশে তদন্ত করছে। তাতেও শাসক দলের কর্মীরা বাধা দেয়।

এর আগেও এই রাজ্যে পিএফআই, সিমি, জামাতের মত নিষিদ্ধ সংগঠনের অস্তিত্ব মিলেছে। এবার সরাসরি কেন্দ্রিয় মন্ত্রীকে হুমকির মত ঘটনা চিন্তার বিষয় বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত দেগঙ্গা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের খুব দূরে নয়। কিন্তু লস্কর পাকিস্তান থেকে চালিত হয়। পাকিস্তানের এই উগ্রপন্থী সংগঠন বাংলায় কিভাবে তাদের শাখা বিস্তার করল তা চিন্তার বিষয়।

 

Editor | 16:37 PM, Mon Apr 08, 2024
upload
upload