Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

tihar jail

Anubrata Mondal: এক মুহূর্তও আর দিল্লিতে থাকতে চান না! আজই ঘরে ফিরছেন অনুব্রত


নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় অবশেষে স্বস্তি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। ২ বছর পর সপ্তাহের প্রথম দিনেই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। জেল থেকে বেরিয়ে এক মুহূর্তও আর দিল্লিতে কাটাতে চান না অনুব্রত। আজই রাজ্যে ফিরতে চান। সঙ্গে ফিরবেন তাঁর মেয়ে সুকন্যাও। তবে ইডি তাঁর জামিন আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। শেষ পর্যন্ত কী হয়, বেলা গড়ালেই তা জানা যাবে।

উল্লেখ্য, ২ বছর তিনি গরুপাচার কাণ্ডে জেল-বন্দি। তবু তিনি স্বমহিমায় আসীন পার্টির গুরুত্বপূর্ণ পদে। পার্টি সুপ্রিমোকেও একাধিকবার 'বীরভূমের বাঘের' (Anubrata Mondal) হয়ে কথা বলতে শোনা গিয়েছে। বীরভূমে তাঁর অনুরাগীরা মুক্তি কামনায় একের পর এক যাগ-যজ্ঞ করেছেন। এবার তাঁদের প্রার্থনা সার্থক করে ঘরে ফিরছেন অনুব্রত। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেলেও, শনিবার সন্ধেয় অনুব্রতর আইনজীবীর হাতে এসেছে অর্ডারের কপি। পরদিন রবিবার থাকায় কোনও কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেলমুক্তিতে কিছুটা দেরি হতে পারে। এর আগে জেল থেকে মুক্তি পান অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তিনি দিল্লিতেই রয়েছেন। আজ বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যাও।

তবে মুক্তির আগে তাঁকে (Anubrata Mondal) ১০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুব্রতর আইনজীবী ১০ লক্ষ টাকার বন্ড জমা দিয়েছেন। ইডি ও সিবিআই-র তরফে দুটি মামলাতেই জামিন পেয়েছেন অনুব্রত, তাই দুই মামলারই বেইল বন্ড বা জামিন বন্ড ও প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট বোলপুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে (Anubrata Mondal)। সেই থেকে তিহাড় জেলেই বন্দি তিনি। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল। তবে সম্প্রতি সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এরপর গত শুক্রবার ইডি মামলাতেও জামিন পান তিনি। অবশেষে পুজোর আগেই বোলপুরের নিজের বাড়িতে ফিরতে চলেছেন বীরভূমের 'বাঘ' অনুব্রত।

Sweta Chakrabory | 11:58 AM, Mon Sep 23, 2024

Dev VS Hiran: ভোটের পর তিহাড়ে যেতে হবে দেব কে- হিরণের মন্তব্যের পাল্টা জবাব দেবের

নিউজ ডেস্ক: হাতে গুনে আর মাত্র কয়েকদিন বাকি লোকসভা ভোটের(lok sabha vote), আর এরই মধ্যে আবারও দেবের নিশানায় হিরণ। ভোটের প্রচারে বেড়িয়ে এর আগে একাধিকবার দেব কে নিশানায় এনেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি ফের প্রচারে নেমে ঘাটালের তৃণমূল তারকা প্রার্থী দেব কে নিয়ে মন্তব্য করলেন হিরণ। গরু পাচারের টাকা খেয়েছেন দেবও। ভোটের পর তাঁকেও তিহাড়ে যেতে হবে। ভোটপ্রচারে(election campaign) বেরিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিজেপি প্রার্থী। আর তার কিছু ক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব।

 বৃহস্পতিবার লোকসভা ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে সবং ব্লকের ৭ নম্বর নারায়ণবাড় অঞ্চলে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী হিরণ। সেখানে ভোটপ্রচারের সময় তিনি বলেন, ‘‘দেব ভোট শেষ হলেই কলকাতায় পালিয়ে যান। এ বারে ভোটের পরে কেউ পালাতে দেবে না। এ বার ভোটের পরে আপনাকে সবাই জবাব দেবে। ভোটের আগে আপনাকে সিবিআই-ইডি গ্রেফতার করছে না। কারণ আমরা চাই, নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে হোক। ভোটের আগে কেউ কাউকে অ্যারেস্ট করবে না। কিন্তু ভোটের পরে আপনাকে তিহাড়ে জেলে(tihar jail) যেতে হবে। কারণ, গরু চুরির টাকা নিয়েছেন আপনি।’’

যদিও হিরণের আক্রমণকে বরাবরই হালকাভাবে নিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী(TMC candidate), এবারও তার অন্যথা হলো না। সেই একই কায়দায় হিরণের মন্তব্যের জবাব দিলেন দেব(Dev)। শনিবার বিকেলে তিনি সবং ব্লকের তেমাথানি বাজার, চাঁদকুড়ি বাজার, বড়সাহারা কালীমন্দির, খড়িকা বাসস্ট্যান্ড, দশগ্রাম বাসস্ট্যান্ড, দেহাটি বাসস্ট্যান্ড-সহ বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখানে দেব বলেন, ‘‘হিরণ কে? উনি বিজেপি প্রার্থী। ভগবান তো নন। আমার কাছে মানুষই ভগবান। তাঁরা ভোটটা দিয়ে তাঁকে বুঝিয়ে দেবেন, তিনি কত ভোটে হারবেন। ভগবান হচ্ছে মানুষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়(hiran chatterjee) নন।’’

যদিও দেবকে (Dev) হারিয়ে ঘাটাল জয় করতে আত্মবিশ্বাসী বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এখন পালা শুধু অপেক্ষার। সমস্ত জল্পনার অবসান হবে ৪ জুনেই।

Sweta Chakrabory | 12:32 PM, Sun Apr 14, 2024
upload
upload