Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

tmc bjp clash

December Deadline: ডিসেম্বরে ভেঙে যাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিজিৎ

নিউজ ডেস্ক: ময়নার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী তৃণমূল (TMC)এবছরের মধ্যে ভেঙে যাবে। এপ্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি (BJP) প্রার্থীদের জয়ী করুন তাহলে তৃণমূল কংগ্রেস নিজে থেকেই ভেঙে যাবে ডিসেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মেয়াদ আমি দেখছি না।” ডিসেম্বরের কথা বলেও বিকল্প ডেডলাইনও দিয়েছেন প্রাক্তন বিচারপতির থা বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Avijit Gangopadhyay)। প্রসঙ্গত ২০২২ সালে ডিসেম্বর ডেড লাইন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।এই বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতাও (LOP) তার পাশেই ছিলেন।

প্রসঙ্গত তৃণমূল ভেঙে যাওয়ার যে ডেডলাইন দিয়েছেন অভিজিৎ বাবু তার পরবর্তী সম্ভাব্য ডেডলাইনও দিয়ে রেখেছেন তিনি। এ বছরের ডিসেম্বরে পর্যন্ত না মিললে দেড় বছর পর ২০২৬-এর বিধানসভা নির্বাচন ভোটের কথা বলে রাখলাম এই দুর্বৃত্তদের আর একদিনও ক্ষমতায় রাখা যাবে না এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে।  

২০২২-এর শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গিয়েছিল ডিসেম্বর তত্ত্ব সে বছর বেশ কয়েকটি তারিখের উপর জোর দিয়েছিলেন বিরোধী দলনেতা পরে শুভেন্দু অধিকারী বশ্য বলেছিলেন ডেড লাইনের বিষয়টি সংবাদ মাধ্যমের ব্যাখ্যা। এই দিনগুলি রাজনীতি ও সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দিন ছিল।

Editor | 12:48 PM, Wed Apr 10, 2024

TMC BJP Clash: শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা  

ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মাঠের দিঘী এলাকা। মাঠের দিঘী এলাকায় তৃণমূল ও বিজেপির মারামারিতে আহত হয়েছেন দু পক্ষের প্রায় সাতজন। যাদের মধ্যে তৃণমূলের তিনজন এবং বিজেপি চারজন বলে দাবি করা হয়েছে দলের তরফ থেকে।

 স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তৃণমূল বিজেপি একে অপরের মধ্যে গন্ডগোলে জড়িয়ে পড়ে রবিবার সকালে। আর সেই ঘটনায় আহত হয়েছে মোট সাতজন। ক্যানিং হসপিটালে ভর্তি করা হয়েছে বিজেপির দুই কর্মীকে। যাদের মধ্যে সুব্রত দাস নামে এক মন্ডল সভাপতি অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে তৃণমূলের দুজনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ক্যানিংয়ের মহাকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল এর নেতৃত্বে ব্যাপক পুলিশ যায় ওই এলাকায়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

 বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ সর্দারের অভিযোগ, সরকারি অনুমতি নিয়ে ওই এলাকায় একটি কর্মী সভার করা পরিকল্পনা করছিল আমাদের দলের কর্মীরাই। আর সেখানেই তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে আক্রমণ চালিয়েছে। প্রশাসন কে বারবার জানিয়েও তারা কোনভাবেই আহত দলীয় কর্মীদের উদ্ধারে এগিয়ে আসেনি।

অন্যদিকে তৃণমূলের ক্যানিং পূর্বকেন্দ্রের বিধায়ক শওকাত মোল্লা বলেন, আমাদের দলীয় কর্মীরা মোটরসাইকেলে করে বাড়িতে যখন ফিরছিল তখনই বিজেপির লোকজন তাদেরকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। সেই থেকে গন্ডগোলের সূত্রপাত। ঘটনা আমাদের কয়েকজন কর্মীও আহত হয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কি কারণে ঘটনাটা ঘটেছে।

Editor | 15:48 PM, Sun Mar 24, 2024

CV Ananda Bose At Dinhata: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার দিনহাটা, আজই দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল

নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। আর ভোটের মুখেই ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল কোচবিহারের দিনহাটায়। বুধবার দুপুরেই দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংঘর্ষের ঘটনায় একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি সামাল দিতে সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটে দিনহাটার এসডিপিও-র।

উল্লেখ্য তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় রাজ্যের পুলিশ প্রধান তথা ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজভবন সূত্রে জানা গেল, পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে বুধবার দুপুরেই দিনহাটা যাবেন তিনি। সাড়ে ১১ টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে বিমানবন্দরে যাবেন বোস। বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকে গাড়িতে যাবেন দিনহাটা।

জানা গিয়েছে, মঙ্গলবার দিনহাটা নগর নিগম এলাকায় লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এদিন সংঘর্ষ বাধে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় তৃণমূল কর্মী-সমর্থকদের। জানা গিয়েছে, এদিন নিবেননগর থেকে প্রচার সেরে ব্যাটাগুড়ি ফিরছিলেন কোচবিহারে বিজেপি-র প্রার্থী। সেই সময় দিনহাটায় উদয়নের জন্মদিনের উৎসব চলছিল। অভিযোগ, নিশীথের কনভয় থেকে তৃমমূল কর্মীদের উপর হামলা চালানো হয়, তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামলাতে গিয়ে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র-সহ আহত হয় অনেকে। ঘটনার পরেই আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য এর মধ্যেই পরিস্থিতি এতটাই ঘোরালো যে তৃণমূলের তরফে বুধবার ২৪ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। যাকে ঘিরে থমথমে গোটা দিনহাটা।

Sweta Chakrabory | 12:07 PM, Wed Mar 20, 2024
Alipurduar: আলিপুরদুয়ারে তৃণমূলের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বিতর্ক 

আলিপুরদুয়ার (Aliporeduar) ২ ব্লকের মাঝের ডাবরি (Dabri) গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ( Trinamool Congress) অঞ্চল অফিস উদ্বোধন ঘিরে বিতর্ক তৈরি হল। বেলা ১২ টা নাগাদ এই অফিসের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কমিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। এই অফিস উদ্বোধনের পরেই সিপিএমের (CPIM) পক্ষ থেকে অভিযোগ তোলা হয় নির্বাচনী বিধি ( Model Code of Conduct)  ভঙ্গ করে এই অফিস উদ্বোধন করেছে শাসক দল । নির্বাচন কমিশনের কাছে সিপিএম অভিযোগও জানায়।

সিপিএমের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস বলেন, “ওটা পুরনো গ্রাম পঞ্চায়েত অফিস। সরকারি সেই অফিস দখল করে পার্টি অফিস করেছে তৃণমূল কংগ্রেস। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।” এদিকে অভিযোগের পরেই ব্যবস্থা নেয় জেলা নির্বাচন কমিশন। এম সি সি কর্তারা গিয়ে ওই অফিস থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা বোর্ড খুলে নেয়। যদিও প্রশাসনিক কর্তারা কেউই এই বিষয়ে কোন মন্তব্য করেন নি। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা বলেন, “  ওখানে অফিস উদ্বোধন করতে গিয়েছিলাম । সমস্যা থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা বেআইনি কাজকে প্রশ্রয় দেই না। ”

Editor | 15:22 PM, Tue Mar 19, 2024

Sandeshkhali Incident: সন্দেশখালি প্রসঙ্গে এবার বিস্ফোরক মহাগুরু! রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

নিউজ ডেস্ক: এখনও উত্তাপের আঁচ রয়েছে সন্দেশখালিতে। তারইমধ্যে সন্দেশখালি নিয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুক্রবার সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে যান মিঠুন। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে ‘খুব বড় সত্য বেরিয়ে আসবে’ বলে দাবি করেন মহাগুরু। সন্দেশখালির আসল ঘটনাকে কোনওভাবেই চেপে রাখা যাবে না, সত্য উদঘাটন হবেই বলেই দাবি করলেন তিনি। প্রসঙ্গত, বেশ কিছু এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। তার মাঝেই শুক্রবার সন্দেশখালির পথে রওনা হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। সন্দেশখালি যাওয়ার আগে রামপুরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির প্রতিনিধিরা। কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দলের সেই বিক্ষোভ উঠে গিয়েছে ইতিমধ্যেই। সন্দেশখালিতে যেতে না পেরে ফিরে যাচ্ছেন তাঁরা। রামপুর থেকে সরাসরি তারা রাজভবনের উদ্দেশে রওনা দিয়েছে। রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিস্থিতির কথা জানাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। রিপোর্ট দেওয়া হবে জেপি নড্ডাকেও। উল্লেখ্য এর আগে সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গেরুয়া শিবিরের ৬ সদস্য্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছিল সন্দেশখালি। তবে শুক্রবারও সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছেন তাঁরা। এরপরে বিজেপির প্রতিনিধি দল জানান, ২ জনকে অন্তত যেতে দেওয়া হোক সন্দেশখালিতে। কিন্তু তাতেও রাজি হয়নি পুলিশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে উত্তেজনা। রাস্তায় বসে প্রতিবাদ দেখানোর পর প্রতিনিধি দল ঘটনাস্থল ছাড়ে।

Editor | 15:34 PM, Fri Feb 16, 2024
upload
upload