Sunday, November 10, 2024

Logo
Loading...
upload upload upload

virat kohli

Duleep Trophy: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘরোয়া ক্রিকেট খেলবেন বিরাট ও রোহিতরা

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু দলীপ ট্রফি (Duleep Trophy)। দলীপের জন্য ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি, ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-ডি— এই চারটি দল নির্বাচন করা হবে। সূত্র অনুযায়ী, সেই দলে থাকবেন রোহিত ও বিরাট। এর আগেই ভারতীয় ক্রিকেট (India Cricket) বোর্ড স্পষ্ট করে দিয়েছিল, জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই ছবিই এবার দেখা যাবে।

রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়াও দলীপে খেলতে দেখা যাবে ভারতের দুই ‘অবাধ্য’ ক্রিকেটার শ্রেয়স আয়ার ও ঈশান কিসানকেও। এছাড়াও থাকবেন শুভমন গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেলের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারেরা। তবে রোহিত, কোহলিরা দলীপের (Duleep Trophy) শুরু থেকেই খেলবেন, নাকি ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের ম্যাচে অংশ নেবেন, তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের বিপক্ষে নামার আগে বোর্ডের তরফে জাতীয় দলের জন্য ছোটখাটো এক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সেই শিবির চূড়ান্ত হলে কোহলি-রোহিতদের প্ৰথম রাউন্ডেই খেলতে দেখা যাবে।

তবে জানা গিয়েছে, বাকি ক্রিকেটারেরা (India Cricket) খেলায় অংশ নিলেও এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে জসপ্রীত বুমরাকে। তিন ফরম্যাটেই তিনি দলের প্রধান বোলার। সেই কারণে বুমরাকে বেশি ধকল দিতে চাইছেন না নির্বাচকরা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়ত বিশ্রাম দেওয়া হবে ভারতীয় পেসারকে। কারণ, আগামী চার মাসে পর পর ১০টি টেস্ট খেলবে ভারত। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের পরে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ রয়েছে রোহিত, কোহলিদের।

উল্লেখ্য, এবারের দলীপ ট্রফি (Duleep Trophy) হওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। তবে যেহেতু জাতীয় দলের সমস্ত তারকারা অংশ নেবেন এবং এই ভেন্যুতে আকাশপথে পৌঁছনো সম্ভব নয়, তাই বোর্ডের তরফে নতুন ভেন্যু বাছা হয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে। তবে এখনও সেই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করেনি বোর্ড।

Sweta Chakrabory | 17:49 PM, Mon Aug 12, 2024

Surya Kumar Yadav: ভারতের টি-২০ ক্রিকেটে সূর্য-উদয়! ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য

নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন (Team India) গুরু গম্ভীরের যুগ। বৃহস্পতিবার দলের নতুন কোচ গৌতম গম্ভীরের পরামর্শ নিয়েই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ, তাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হল সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক করা হল শুভমন গিলকে। একইসঙ্গে একদা নাইট মেন্টর গম্ভীরের হাত ধরেই শ্রীলঙ্কা সফরে একদিনের দলে ফিরলেন বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। দলে জায়গা করে নিলেন নাইট রাইডার্সের ভরসা হর্ষিত রানাও।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের (Team India) শ্রীলঙ্কা সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই পরবর্তী অধিনায়ক ভাবা হয়েছিল। কিন্ত গুরু গম্ভীরের আস্থা রয়েছে সূর্যকুমারের উপর, তাই তাঁকেই অধিনায়ক করা হল। বিসিসিআই-এর দাবি, এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘর গোছাতে চাইছেন নির্বাচকরা। ফিটনেস নিয়ে হার্দিকের যে সমস্যা আছে, সেটা নিয়েই সবথেকে বেশি চিন্তা নির্বাচক কমিটির। তিনি অত্যন্ত চোটপ্রবণ। চোটের কারণে অতীতে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন। সেই পরিস্থিতিতে ৩৩ বছরের হলেও সূর্যকে ভারতের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচকরা নাকি জানতে পেরেছেন যে হার্দিকের থেকে সূর্যের অধীনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতীয় খেলোয়াড়রা। স্কাইয়ের সঙ্গে রোহিতের অধিনায়কত্বের ধরনের মিল আছে।

বিশ্বকাপের দলে না থাকা ছ’জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। এই চার জনের মধ্যে শুভমন, রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন। আরও যে তিন জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন তাঁরা হলেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। একদিনের দলে ফিরেছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল।  জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা হর্ষিত রানা।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হলেও এক দিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। ৫০ ওভারের দলে নেই হার্দিকও। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট। তাঁরা এক দিনের ক্রিকেটে খেলবেন। রোহিত থাকায় এক দিনের দলের (Team India) অধিনায়ক তিনিই। কোহলিও শ্রীলঙ্কা সফরে খেলবেন বলে জানিয়েছেন। তবে দলে রাখা হয়নি রবীন্দ্র জাদেজাকে। একদিনের দলে ফিরেছেন কুলদীপ যাদব।

এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

Sweta Chakrabory | 09:33 AM, Fri Jul 19, 2024

T20 World Cup 2024: ওয়াংখেড়েতে জনপ্লাবন, বন্দেমাতরম-এর সুরে উদ্বেলিত মেন ইন ব্লু! কী বললেন রোহিত-কোহলি?

নিউজ ডেস্ক: সকাল থেকে রাত বৃহস্পতিবার ক্রিকেট আবেগে ভাসল দেশ। দিল্লি থেকে মুম্বই চলল বিশ্বজয়ের (T20 World Cup 2024) বন্দনা। রাজধানীর রাজপথে চলল ভাঙরা। মেরিন-ড্রাইভে জনসমুদ্রে ভাসলেন রোহিত, কোহলি,  হার্দিক, বুমরারা। সকাল ৬.০৭ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে রোহিত শর্মাদের বিশেষ বিমান। সেখান থেকে হোটেলে যেতেই সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। একটু বিশ্রাম নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যায় ভারতীয় দল (Team India)। মোদি-সাক্ষাতের পর মুম্বই চলে যায় তারা। সেখানে হুডখোলা বাসে রোড শো এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান। গোটা একটা দিন কার্যত ঘোরের মধ্যে কাটে ক্রিকেটারদের। দেশবাসীর অফুরান ভালবাসায় ভরে গেল তাঁদের মন।

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষ করেই বিমান সংস্থা ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই রওনা দেন রোহিতেরা। সেই বিমানের ‘কল সাইন’ রাখা হয় ‘ভিটিআই ১৮৪৫’। বিমানের ‘ফ্লাইট নম্বর’ ছিল ‘ইউকে১৮৪৫’। কোহলি ১৮ নম্বর জার্সি পরে খেলেন। রোহিতের জার্সি নম্বর ৪৫। দুই ক্রিকেটারকেই সম্মান জানানো হয়।

ভারতীয় (Team India) ক্রিকেটারদের বিমান নামার অনেক আগে থেকে রাস্তার দখল নিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। ভারত অধিনায়কের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন।  জনসমুদ্র পেরিয়ে হুডখোলা বাসে ওঠেন ভারতীয় ক্রিকেটারেরা। রাস্তা জুড়ে ছিল প্রচুর মানুষ। তাঁদের সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করতে থাকে পুলিশ। জনসমুদ্রের মধ্যে দিয়ে রোহিতদের হুডখোলা বাসের এগোতে সমস্যা হচ্ছিল। ধীর গতিতে বাস এগোচ্ছিল। বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। রোহিতদের দেখতে রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়েছিলেন।

ফিরে এসেছিল ২০১১-এর সেই রাত। এখানেই বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনির দল। এবার রোহিত-ব্রিগেড। থিকথিক করছিল ভিড়। বন্দেমাতরমের সুরের মূর্চ্ছনায় আরবসাগরের পাড় তখন উদ্বেলিত। মাঠের মাঝে একটি মঞ্চ করা হয়েছিল। তার সামনে চেয়ারে বসে ক্রিকেটারেরা। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকেরা। ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গান তাঁরা। তাতে গলা মেলান দর্শকেরা। এর পর একে একে রোহিত, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাকে ডেকে নেন সঞ্চালক। প্রত্যেকে বিশ্বজয়ের মুহূর্তের কথা তুলে ধরেন। শেষে ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করে গোটা দল। র‌্যাকেটে করে বল ছুড়ে দেওয়া হয় দর্শকদের দিকে। এদিনই বিশ্বজয়ের পুরস্কার স্বরূপ ১২৫ কোটি টাকার চেক ভারতীয় দলের হাতে তুলে দেয় বিসিসিআই। এই টাকা দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বিশ্বকাপ ট্রফি (T20 World Cup 2024) দেশবাসীকে উৎসর্গ করেলেন রোহিত। তিনি বলেন, “আমরা যেমন ১১ বছর অপেক্ষা করেছি তেমন দেশবাসীও করেছে। ওরা আমাদের হাতে ট্রফি দেখতে চেয়েছিল। সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। এই জয় শুধু আমাদের নয়, দেশবাসীর জয়।” মুম্বই যে কখনও তাঁকে খালি হাতে পাঠায়নি সে কথাও জানিয়েছেন রোহিত। ট্রফি জিতে তাই মুম্বইয়ে ফিরে উচ্ছ্বসিত তিনি। প্রশংসায় ভরিয়ে দিলেন হার্দিক, সূর্যকুমার, বুমরা, কোহলি-সহ পুরো দলকে। বৃহস্পতিবার সকালে দেশে ফিরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই অভিজ্ঞতার কথাও জানিয়ে রোহিত বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওঁর খেলায় খুব আগ্রহ। ওঁর সঙ্গে কথা বলে খুব ভাল লাগল।”

এবার বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতে চোখের জল ধরে রাখতে পারেনি কোহলি। গত শনিবারের কথা বলতে গিয়ে কোহলি বলেন, ‘‘২০১১ সালে এই মাঠে যখন বিশ্বকাপ জিতেছিলাম, খুব আনন্দ হয়েছিল। তখন আমার বয়স ২১ কী ২২। তখন দলের সিনিয়রদের চোখে জল দেখেছিলাম। তাঁদের কান্নার গুরুত্ব বুঝতে পারিনি। মনে আছে সচিন তেন্ডুলকরকে কাঁধে নিয়ে ঘুরেছিলাম আমরা। তাও মনে হয়েছিল, আমরা তো সহজেই বিশ্বকাপ জিতলাম। এ বার উপলব্ধি করলাম একটা বিশ্বকাপ জেতা কত কঠিন। নিজে কেঁদে বুঝলাম ২০১১ সালে সিনিয়রেরা কেন কেঁদে ছিল। আমি আর রোহিত শর্মা ১৫ বছর ধরে এক সঙ্গে খেলছি। আমরা দু’জনেই এক বার করে বিশ্বকাপ জিতেছি। দেশকে আরও একটা বিশ্বকাপ দেওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা করেছি। পারিনি। এ বার জেতার পর দু’জনেই কাঁদছিলাম। কাঁদতে কাঁদতেই আমরা পরস্পরকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তটা আমার ক্রিকেটজীবনের অন্যতম সেরা।’’

Sweta Chakrabory | 11:47 AM, Fri Jul 05, 2024

T20 World Cup 2024: বুধবার রাতে দেশে ফেরার সম্ভাবনা টিম ইন্ডিয়ার, কেমন কাটছে রোহিত-বিরাটদের?

নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে বার্বাডোজেই আটকে রয়েছে বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। কখনও বিচে আনমনে, কখনও বা হোটেলের লনে অনুরাগীদের অটোগ্রাফ বিলিয়ে সময় কাটছে রোহিত-বিরাটদের। বিসিসিআই সূত্রে খবর, খুব শীঘ্রই দেশে ফিরবে টিম ইন্ডিয়া ((Team India)। ভারতীয় দল বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। রাতে দিল্লিতে নামতে পারেন রোহিতেরা।

সোমবার জানা গিয়েছিল যে, ক্রমেই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় বেরিল। সেটি পরিণত হয়েছে ‘অতি ভয়ঙ্কর ক্যাটেগরি ৪’ ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। ইতিমধ্যেই বার্বাডোজের সৈকতে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড়। শোনা যাচ্ছে, ওয়েরিল দ্বীপপুঞ্জের কাছে বিশাল ঝড় হচ্ছে। এই পরিস্থিতিতে টেনশন বাড়ছে টিম ইন্ডিয়ার (Team India)। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি বদলাবে। এদিন রাত বা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল শুরু হতে পারে বলে খবর।  বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে হোটেলেও সব জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের দাপট বাড়ায় কবে বার্বাডোজ় থেকে দল বেরাতে পারবে, তা বোঝা যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে। ক্রিকেটার ও তাঁদের পরিবারকে কীভাবে নিরাপদে দেশে ফেরানো যায়, সে দিকেই নজর রয়েছে বোর্ডের।

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের (Team India) তারকা ব্যাটার বিরাট কোহলির ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়ো দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই ভিডিয়োয় রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি হাতে হোটেলের লনে দেখতে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, তিনি নাকি ফোটোশ্যুটের জন্য যাচ্ছেন। পাশাপাশি বিরাট কোহলিকে দেখতে পাওয়া যাচ্ছে, একজন খুদে ফ্যানকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি। তাঁদের সঙ্গে ছবিও তুলছেন কিং কোহলি।  প্রসঙ্গত, টিম ইন্ডিয়াকে বার্বাডোজের হোটেল হিলটনে রাখা হয়েছে। এই হোটেলটি সমুদ্রের একেবারে কাছেই অবস্থিত। তবে রোহিতরা নিরাপদেই রয়েছেন।

Sweta Chakrabory | 15:14 PM, Tue Jul 02, 2024

T20 World Cup 2024: বিরাট-রোহিত দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের, “জয়-বীরুর” জুটিতে সিলমোহর দিলেন রোহিতের মা

নিউজ: ডেস্ক: তিনি রত্নগর্ভা। নাম তাঁর পূর্ণিমা শর্মা। বিশ্বকাপজয়ী ভারতীয় টি-২০ ক্রিকেট (T20 World Cup 2024) দলের অধিনায়ক রোহিত শর্মার মা তিনি এতদিন ছিলেন পর্দার আড়ালেভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন।সেই ছবির উপর লেখা,“সর্বকালের টি-টোয়েন্টির দুই সেরা ক্রিকেটার মেয়ে কাঁধে সারাদেশ তাঁর পিছনে ভাই তাঁর পাশে।”

ইন্টাগ্রামে পোস্ট করলেন রোহিতের মা (Rohit Sharma)

ছবিতে দেখা যাচ্ছে রোহিত শর্মার কাঁধে রয়েছে তাঁর মেয়ে এবং বিরাট কোহলি জাতীয় পতাকা জড়িয়ে তাঁর পাশে। দুজনের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি। এই ছবি অনেক ইঙ্গিত বহন করছে। এক দশকের বেশি সময়ের বিশ্বকাপের ট্রফির খড়া কাটিয়ে আবেগের বন্যায় ভেসেছে পুরো ক্রিকেট দল থেকে শুরু করে গোটা দেশ। ওয়ানডে থেকে শুরু করে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ, সবেতেই ফাইনালে হারের কষ্টটা এতদিন জমাট বেঁধে ছিল। টি-২০ বিশ্বকাপের ফাইনালেসাউথ আফ্রিকাকে পরাজিত করতেই সেই আবেগ গলে কান্নায় পরিণত হয় গোটা দলের। ক্রিকেট দুনিয়ার সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Rohit Sharma)। দেশের প্রয়োজনে কঠিন পরিস্থিতিতে বহু ম্যাচ জিতিয়েছেন ১৬ বছর একসঙ্গে খেলেছেন। দুজনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। তবু দুজনের কপালে একসঙ্গে জোটেনি বিশ্বকাপ। একদিকে কোহলি যেমন স্ত্রীকে ফোন করেছিলেন, তেমন রোহিত ডাগআউটে জড়িয়ে ধরেছিলেন স্ত্রীকে। আসলে তাঁদের খারাপ সময়ে পাশে থেকেছেন তাঁরা স্ত্রীদের অবদান, ত্যাগ নেহাত কম নয়। অনুষ্কা শর্মাই বিরাট কোহলিকে ফিটনেসের মন্ত্র শিখিয়েছিলেন। অনুষ্কা শর্মা, ঋতিকা সাজদেরা মাঠে লড়াই করেন না ঠিকই, কিন্তু মাঠের বাইরে তাদের অবদান কম নয়।

আবেগে ভাসলেন ভারতের ক্রিকেটাররা  (T20 World Cup 2024)

রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনের ঝুলিতেই একটি করে বিশ্বকাপ রয়েছে কিন্তু একসঙ্গে বিশ্বজয় করা হয়নি তাঁদের।১৬ বছর একসঙ্গে খেলার পর এবার একসঙ্গে (T20 World Cup 2024) বিশ্বকাপ জিতলেন। তাঁদের লেখা উপন্যাসে মুখবন্ধ জুড়ে দিলেন রোহিতের মা। ওই ইনস্টাগ্রাম পোস্টের কয়েকটি শব্দ তাঁদের ক্যারিয়ারকে প্রতিফলিত করে। বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা শিশুর মত মাটিতে শুয়ে পড়েছিলেন। জয়ের স্বাদ চেখে দেখেছেন পিচের মাটি খেয়ে। বিরাট কোহলি আবার শিশুর মত মাঠ জুড়ে দৌড়ে বেরিয়েছেন। সতীর্থদের সঙ্গে নাচে মেতেছেন। শেষ ওভারে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন যিনি, সেই হার্দিককে কম কটাক্ষের শিকার হতে নি। তাঁর চোখেও ছিল জল। এমনকি বিশ্বকাপ জয়ের পরেই আর আন্তর্জাতিক স্তরে  টি-২০ খেলবেন না বলে জানিয়ে দেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি

Pankaj Kumar Biswas | 15:10 PM, Tue Jul 02, 2024

Virat Kohli: স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা! স্ত্রীর বার্তার জবাব দিলেন বিরাট


নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে বিরাট কোহলির। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা শর্মা। বিশ্বকাপ জয়ের রাতেই অনুষ্কার ভালোবাসা মাখা পোস্ট এসেছিল বিরাটের (Virat Kohli) জন্য। এবার সোশ্যাল মিডিয়াতেই তাঁর জবাব দিলেন কোহলি। স্ত্রীকে নিয়ে লিখলেন মনের কথা। 

এদিন বিশ্বকাপ জয়ের পরেই অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের (Virat Kohli) একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সেই পোস্টে অনুষ্কা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এ বার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।” নিজের শরীরের দিকে খেয়াল রাখেন বিরাট। তিনি যে জল পান করেন তা বিদেশ থেকে আসে। বিশেষ ভাবে তৈরি সেই জলের কথাই হয়তো বোঝাতে চেয়েছেন অনুষ্কা।

আর অনুষ্কার এই পোস্টের পরেই বিরাট রবিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করেছেন। আনুষ্কাকে (Anuska Sharma) সব সময় পাশে থাকার কৃতিত্ব দিয়ে বিরাট লিখলেন, “তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।” প্রসঙ্গত, এবারে ফাইনালের (T20 World Cup 2024 ) দিন মাঠে উপস্থিত থাকতে পারেননি অনুস্কা (Anuska Sharma)। বিরাটও যে জয়ের পর বউকে খুব মিস করছিল, তা স্পষ্ট ছিল হাবেভাবে। সতীর্থ খেলোয়াড়রা যখন কাছের মানুষগুলোর আলিঙ্গনবদ্ধ, তখন তিনি ভিডিয়ো কলে অনুষ্কা-ভামিকা-অকায়দের সঙ্গে।

উল্লেখ্য, এদিন ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট (Virat Kohli), রোহিতেরা। আনন্দে কাঁদছিলেন তাঁরা। সেই কান্না দেখে বিরাট-ঘরনি অনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা। অনুষ্কা সমাজমাধ্যমে সেই কথা জানিয়ে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দিয়ে লেখেন, “টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।”

Sweta Chakrabory | 11:12 AM, Mon Jul 01, 2024

Virat Kohli: বিরাটের সাফল্যে বিশেষ পরামর্শ স্ত্রী অনুষ্কার

নিউজ ডেস্ক: বিরাটের জীবনে অনুষ্কার প্রবেশের পর এমন সাফল্য প্রথম বার। এতদিন প্রচুর সমালোচনা সইতে হয়েছে বিরাট কোহলিকে। পিতৃত্বকালীন ছুটি কেন নেবেন? এই সিরিজ কেন খেলবেন না? বিরাট কেন বিশ্রামে! মাঠে কেন অনুষ্কা? গ্যালারিতে অনুষ্কা ছিল বলেই…। দিনের পর দিন এমন কটাক্ষের মুখে পড়তে হয়েছে। পেশাদার জীবনের বাইরে প্রত্যেকেরই যে একটা ‘জীবন’ থাকে, সেটাই যেন ভুলে যান অনেকে। দিনের শেষে একটা আশ্রয় দরকার। বিরাটের কাছে অনুষ্কা তেমনই। একই ভাবে অনুষ্কার কাছে বিরাট। 

দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল, গত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল। ক্যাপ্টেন বিরাট কিংবা ক্রিকেটার বিরাটের সাফল্য ঢাকা পড়ে যাচ্ছিল সাময়িক ব্যর্থতায়। ২০১৩ সালের পর অবশেষে আইসিসি ট্রফি জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির। অথচ এ বারের টুর্নামেন্টে শুরু থেকে কিছুতেই তাল-ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। কোচ-ক্যাপ্টেন, সতীর্থরা ভরসা রেখেছিলেন। বলেছিলেন, সেরাটা ফাইনালের জন্য তুলে রাখা। বিরাট কোহলি সেটাই করে দেখিয়েছেন। ফাইনালের মঞ্চে বিরাট ইনিংস। বোলারদের দাপট। দ্বিতীয় বার টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ভারত। এই ফরম্যাটে প্রথম বার ট্রফির স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে জিতেছেন সেরার পুরস্কার। এরপরই বিরাট ঘোষণা করেন, তরুণ প্রজন্মকে দায়িত্ব দিয়ে এ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াচ্ছেন।

ট্রফি জয়ের আনন্দাশ্রু, একটা ফরম্যাটে জাতীয় দলের জার্সিকে বিদায় দেওয়া। মিশ্র অনুভূতিতে ভাসলেন বিরাট কোহলি। এমন সময় আশ্রয় দরকার। অনুষ্কা শর্মা হাত বাড়িয়ে দিয়েছেন দূর থেকেই। ভিডিয়ো কলে কথা হয়েছে। ইনস্টাগ্রামে বিরাট কোহলি এবং টিমের জন্য গর্বিত অনুষ্কা পোস্টও করেছেন। বিরাটকে বিশেষ পরামর্শও দিয়েছেন তাতে। পোস্টে বিরাটকে মেনশন করে লিখেছেন, ‘মানুষটাকে বড্ড ভালোবাসি। তোমাকে আমার আশ্রয় বলতে গর্ব হয়।’ অনুষ্কাও হয়তো একইরকম আবেগেতাড়িত হয়ে পড়েছিলেন। তাই মজার ছলে যোগ করেন, ‘এবার যাও, আমার হয়ে সেলিব্রেট করার জন্য এক গ্লাস রঙচঙে জল খাও।’

Sweta Chakrabory | 15:33 PM, Sun Jun 30, 2024

Indian Premier League: আইপিএল এ নতুন রূপে ধোনি

নিউজ ডেস্ক: শুরু হচ্ছে ১৭তম আইপিএল। অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু। শুক্রবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচের আগে বরাবরের মতোই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারের আইপিএল এ রয়েছে বিশেষ বদল।

কাগজে কলমে, টিম লিস্টে ধোনির নামের পাশে ক্যাপ্টেন লেখা থাকবে না, তিনি টস করতেও আসবেন না। কারন, চেন্নাই সুপার কিংসের ব্যাটন তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এ প্রসঙ্গে, সিএসকের তরফ থেকে বিবৃতিতে সরকারি বলা হল, ‘এমএস ধোনি নেতৃত্ব তুলে দিলেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।’ আসলে সেই ট্র্যাডিশন সমানে চলছে।

উল্লেখ্য রুতুরাজ ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ের মধ্যে আইপিএলে ৫২ টি ম্যাচ খেলেছেন। পাঁচবার আইপিএল জেতার পাশাপাশি সুপার কিংসকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাবও এনে দিয়েছেন ধোনি। সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের একাংশের কাছে আজকের ম্যাচ ধোনি বনাম কোহলির।

অন্যদিকে সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া বিরাট কোহলি মাঠে নামার জন্যে মুখিয়ে আছেন। দু’মাস বাদে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন। খেলেননি ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ পাঁচ টেস্টের সিরিজও। সম্প্রতি উইমেন্স প্রিমিয়ার লিগ জিতেছে আরসিবি। এর ফলে সব মিলিয়ে বিরাটদের কাঁধে দায়িত্ব যেন আরও বেড়েছে। এখন শুধু খেলায় চোখ রাখার পালা।

Sweta Chakrabory | 19:09 PM, Fri Mar 22, 2024

Anushka Pregnancy:জল্পনার অবসান!দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বিরুষ্কা-নিশ্চিত করলেন এ বি ডি 

নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতীয় দলের। কিন্তু তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার হয়ে দেখা যায় নি মাঠে। বরং ব্যক্তিগত কারণে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন তিনি। খেলা থেকে হঠাৎ এই বিরতি নিয়ে বা বিরাট কোহলির অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনা চলছে সেই সময় থেকেই।শনিবার এই জল্পনায় সিলমোহর দিলেন কিং কোহলির কাছের বন্ধু এবি ডিভিলিয়ার্স ৷ তিনি জানালেন, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বিরাট এখন পরিবারকে সময় দিচ্ছেন ৷

প্রসঙ্গত,ম্যাচ শুরুর দিনদুয়েক আগে এক বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়েছিলো যে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের দুটি টেস্টে খেলবেন না বিরাট। একই সাথে সংবাদমাধ্যম ও ক্রিকেটজনতার কাছে আবেদন করা হয়েছিলো অযথা গুজব ছড়িয়ে বিরাটের গোপনীয়তা ভঙ্গ না করার জন্য। দিনকয়েক আগে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা থেকে ঝটিকাসফরে দেশে ফিরেছিলেন কোহলি, তারপর আবার তাঁর সরে দাঁড়ানোর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছিলো অনুরাগীদের মধ্যে।তবে এর মধ্যে সুখবর নিশ্চিত করল বিরাট বন্ধু এ বি ডি।
এদিন বিরাট কোহলির ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে ডি'ভিলিয়ার্সের জনপ্রিয় একটি অনুষ্ঠানের ক্লিপিংস পোস্ট করা হয় ৷ এবি ৩৬০ লাইভ কিউ এন এর একটি সেশনে এবি বলেন, "বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন, তাই বিরাট তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ তবে এই প্রশ্নোত্তর পর্বটি এবিও স্বাভাবিকভাবেই তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি বলেন, "আমার বিরাটের সঙ্গে কথা হচ্ছিল। তখনই জানতে পারি এই সুখবরের কথা। অনুষ্কা দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য।"
এর আগে ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফর ছিলো ভারতের। অ্যাডিলেডে একটি মাত্র টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন কোহলি। প্রথম সন্তান ভামিকার জন্মের সময় ছিলেন স্ত্রী অনুষ্কার পাশে। ১১ জানুয়ারি জন্ম নেন বিরুষ্কার প্রথম সন্তান ভামিকা। এবার ইংল্যান্ড সফরের সঙ্গে দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হওয়ার যোগ যে রয়েছে তা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই। শেষমেশ সত্যি হলো সেই অনুমান।যদিও এ বিষয়ে বিরাট বা অনুষ্কা, দুজনের কেউই এখনও অবধি নিজেদের সোশ্যাল মিডিয়ায় সন্তানের আগমনের সুখবর জানান নি। তবে পোস্টের অপেক্ষায় রয়েছেন বিরুষ্কার অনুরাগীরা।

Editor | 13:53 PM, Mon Feb 05, 2024
upload
upload