Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

voter slip

Election Commission on Jalpaiguri: লাগবেনা ভোটার কার্ড! ভোটার স্লিপ থাকলেই ভোট দেওয়া যাবে

নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে ঝড়ে বিপর্যস্তদের জন্য নির্বাচনে নয়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফা নির্বাচন রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তাই বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির (Jalpaiguri) বাসিন্দাদের জন্য ভোটার কার্ড ছাড়াই ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার ব্যবস্থা করল কমিশন।

উত্তরবঙ্গের কালবৈশাখী-বিধ্বস্ত জেলাগুলির সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পক্ষ থেকে দুর্যোগ কবলিত এলাকার ভোটারদের আশ্বস্ত করে এ কথা জানানো হয়েছে। অর্থাৎ নির্বাচনের দিন ভোটের লাইনে শুধু ভোটার স্লিপ নিয়ে দাঁড়ালেই ভোট দিতে পারবেন ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বাসিন্দারা।

উল্লেখ্য সম্প্রতি উত্তরবঙ্গে কয়েক মিনিটের 'মিনি টর্নেডো-তে বিপর্যস্ত হয়ে পড়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে ঘরছাড়া হয়েছে অনেক পরিবার। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরগুলিতে থাকা বিভিন্ন দরকারি কাগজপত্রও খুঁজে পাচ্ছেন না বেশিরভাগ মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন পরিচয়পত্র নিয়ে লোকসভা ভোট দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। তাঁদের সেই চিন্তার অবসান ঘটাল ভারতের জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India).

এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের একজন আধিকারিক সাংবাদিকদের জানান, এটা একটি বিপর্যয় এবং এর ফলে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষের ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি তাঁরা প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছেন। এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের ভোটার আইডেন্টিটি কার্ড (voter cards)হয় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা হারিয়ে গেছে। আমরা তাঁদের আশ্বস্ত করতে চাই যে এর জন্য চিন্তা করার কোনও কারণ নেই। তাঁরা শুধুমাত্র ভোটার স্লিপ (voters' slip) দেখিয়েই ভোটদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

Sweta Chakrabory | 13:50 PM, Wed Apr 03, 2024
upload
upload