Saturday, September 21, 2024

Logo
Loading...
upload upload upload

water scarcity

Raju Bista: প্রচারে গিয়ে তৃনমূলকে তুলোধোনা রাজু বিস্তার 

 নিউজ ডেস্ক: জনগণের থেকে ট্যাক্স (Tax) নিয়ে জনগণকে জল না দিলে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের ইঞ্জিনিয়ারদের ওপর আইনের ডান্ডা চলবে। বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফাঁসিদেওয়ার (Fasidewa) গ্রামীণ এলাকায় জনসংযোগ যাত্রা করেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ।

ভোট প্রচারে এলাকাবাসী মুখে জলের কষ্টের কথা শোনার পর রাজু বিস্তা PHE ইঞ্জিনিয়ারদের এই ভাষায় সতর্ক করেন। কেন একথা বললেন রাজু বিস্তা এদিন ভোট প্রচারে ফাঁসিদেওয়া ব্লকের চটহাট, লেউসিপাকুরি, জালাসনিজনমতারা সহ বিস্তীর্ণ এলাকা চষে বেড়ান রাজু বিস্তা। প্রায় প্রতিটি জায়গাতেই বাসিন্দারা বিদায়ী সংসদের কাছে এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার(Water Scarcity) কথা তুলে ধরেন।

একথা শোনার পর রাজু বিস্তার বলেন, “গ্রামের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রয়োজনীয় টাকা রাজ্যের তৃণমূল সরকারকে দিয়েছে। কিন্তু সেই টাকায় দুর্নীতি (Scam) হয়েছে। PHE ইঞ্জিনিয়াররা মানুষের ঘরে জল পৌঁছে দেননি। তাই আমি বলছি জনগণের টাকায় জনগণকে জল দিতে হবে। তা নাহলে ওই ইঞ্জিনিয়ারদের উপর আইনের ডান্ডা চলবে। আমি যতটা ভদ্র ভাবে কথা বলি কাজের ক্ষেত্রে তার থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ করি।”

গরু চুরি নিয়েও সরব বিজেপি প্রার্থী ভারত-বাংলাদেশ সীমান্ত (Border) লাগোয়া ফাঁসিদেওয়ার গ্রামগুলিতে প্রতিদিনই গরু চুরির (Cattle Smugling) অভিযোগ রয়েছে। প্রায় প্রতি রাতেই গৃহস্থের গোয়াল থেকে গরু চুরি হয়ে যাচ্ছে। এদিন প্রচারে বিদায়ী সাংসদকে গ্রামবাসীরা তাদের এই সমস্যার কথাও জানান।

এ প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, “প্রতিদিনই ফাঁসিদেওয়ার এই ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু চুরি হয়। পুলিশ এর সঙ্গে যুক্ত না থাকলেই এটা সম্ভব নয়। যেভাবে গরু চুরি সহ অন্যান্য চুরির ঘটনা বেড়েই চলেছে তাতে এই জেলাকে চুরির জেলা হিসেবে ঘোষণা করতে হবে। তাই পুলিশ প্রশাসনকে আমি এ ব্যাপারে সতর্ক করছি, গরু চুরি বন্ধ করার ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য।”

Sweta Chakrabory | 17:17 PM, Thu Apr 04, 2024

Chakdah: চাকদা পোড়াডাঙ্গায় ১২৩ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের শিলান্যাস

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ১২৩ কোটি টাকা ব্যয় করে নদিয়া জেলার চাকদা ব্লকের চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পোড়াডাঙ্গায় এক বিঘে জমিতে শুরু হতে চলেছে জল প্রকল্পের। চাকদা শহরের জন্য অমৃত ২.০ প্রকল্পের অধীনে ভূপৃষ্ঠ জল সরবরাহ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।  

১২ ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে শুভ ভিত্তি প্রস্তুত স্থাপন করেন। চাকদা পৌরসভার উদ্যোগে শিলান্যাস এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল জল প্রকল্পের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস, উপ পৌর প্রধান দেবব্রত, চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক সমিরন কৃষ্ণ মন্ডল, চাকদা পৌরসভার একাধিক কাউন্সিলাররা, চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। এছাড়াও এই প্রকল্পের সাথে যেইসব ইঞ্জিনিয়াররা যুক্ত আছেন তারা সকলেই। পৌরসভার সমস্ত কর্মচারী বৃন্দ তথা এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ। 

এই জল প্রকল্প খুব দ্রুত সম্পূর্ণ হবে এবং আগামী দিনে সমস্ত পৌর নাগরিকদের গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল খুব তাড়াতাড়ি বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। উপকৃত হবে চাকদা পৌরসভার সমগ্র ওয়ার্ডের বাসিন্দারা। চাকদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আগে পুরনো জলের ট্যাংকে রয়েছে। পাশাপাশি ইতিমধ্যে আরো পাঁচটি ওয়ার্ডে নতুন পাঁচটি বৃহৎ আকারে জলের ট্যাংকি অর্থাৎ রিজার্ভার করা হয়েছে বলে জানালেন চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস। চাকদার বিভিন্ন এলাকার মানুষরা পানীয় জলের সংকটে ভুগছে। পানীয় জলের সমস্যা দ্রুত মিটবে। এই প্রকল্প চালু হওয়ার মধ্যে দিয়ে, জানালেন চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক সমীরন কৃষ্ণ মন্ডল। 

Editor | 11:45 AM, Sat Mar 16, 2024
upload
upload