Saturday, September 21, 2024

Logo
Loading...
upload upload upload

water scarcity in bengal

Chakdah: চাকদা পোড়াডাঙ্গায় ১২৩ কোটি টাকা ব্যয়ে জল প্রকল্পের শিলান্যাস

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ১২৩ কোটি টাকা ব্যয় করে নদিয়া জেলার চাকদা ব্লকের চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পোড়াডাঙ্গায় এক বিঘে জমিতে শুরু হতে চলেছে জল প্রকল্পের। চাকদা শহরের জন্য অমৃত ২.০ প্রকল্পের অধীনে ভূপৃষ্ঠ জল সরবরাহ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।  

১২ ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে শুভ ভিত্তি প্রস্তুত স্থাপন করেন। চাকদা পৌরসভার উদ্যোগে শিলান্যাস এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল জল প্রকল্পের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস, উপ পৌর প্রধান দেবব্রত, চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক সমিরন কৃষ্ণ মন্ডল, চাকদা পৌরসভার একাধিক কাউন্সিলাররা, চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। এছাড়াও এই প্রকল্পের সাথে যেইসব ইঞ্জিনিয়াররা যুক্ত আছেন তারা সকলেই। পৌরসভার সমস্ত কর্মচারী বৃন্দ তথা এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ। 

এই জল প্রকল্প খুব দ্রুত সম্পূর্ণ হবে এবং আগামী দিনে সমস্ত পৌর নাগরিকদের গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল খুব তাড়াতাড়ি বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। উপকৃত হবে চাকদা পৌরসভার সমগ্র ওয়ার্ডের বাসিন্দারা। চাকদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আগে পুরনো জলের ট্যাংকে রয়েছে। পাশাপাশি ইতিমধ্যে আরো পাঁচটি ওয়ার্ডে নতুন পাঁচটি বৃহৎ আকারে জলের ট্যাংকি অর্থাৎ রিজার্ভার করা হয়েছে বলে জানালেন চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস। চাকদার বিভিন্ন এলাকার মানুষরা পানীয় জলের সংকটে ভুগছে। পানীয় জলের সমস্যা দ্রুত মিটবে। এই প্রকল্প চালু হওয়ার মধ্যে দিয়ে, জানালেন চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক সমীরন কৃষ্ণ মন্ডল। 

Editor | 11:45 AM, Sat Mar 16, 2024
upload
upload