Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

west bengal day

Dilip Ghosh: ভোটের মুখে আরও একবার বিস্ফোরক দিলীপ ঘোষ


নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ দিবস কবে হল আমরা জানি না। টিএমসি(TMC) চলে গেলে দিনটাও চলে যাবে। পশ্চিমবঙ্গ কবে শুরু হয়েছে ওরা জানেন না। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন, আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন। পয়লা বৈশাখের সকালে প্রাতভ্রমণে বেরিয়ে এবারে পশ্চিমবঙ্গ দিবসকেই একহাত নিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ(dilip ghosh)।

উল্লেখ্য,গত বছরই মুখ্যমন্ত্রী(mamata banerjee) বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন, ‘বাংলা দিবস’ নিয়ে বিধানসভায় আনা প্রস্তাবে রাজ্যপাল স্বাক্ষর না করলেও ১ বৈশাখ দিনটিই ‘বাংলা দিবস’ হিসাবে পালন করা হবে। সেই মত রবিবার পয়লা বৈশাখের দিনে পশ্চিমবঙ্গ দিবসের প্রসঙ্গ তুলে আনেন দিলীপ ঘোষ।

এদিন আলমগঞ্জের কল্পতরু মাঠে প্রাতভ্রমণে যান দিলীপ ঘোষ। জানান নববর্ষের শুভেচ্ছা। এদিন মাঠে নেমে আবার খোলা ব্যাটে নানা প্রশ্নের জবাব দিয়েছেন দিলীপ। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গে মমতা বা অভিষেকের(abhisekh banerjee) বক্তব্য। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তৃণমূল নেতার খোঁচার সপাট জবাব।

অভিষেক বলেছিলেন ডিসেম্বরে আবাসের টাকা ঢুকবে টিএমসি জিতলে। আর এবার সেই প্রসঙ্গ তুলেই দিলীপ ঘোষ বললেন,দু তিনবার তো জেতাল। টাকা কোথায় যাবে, সবাই জেনে গেছে। বিজেপি(BJP) জিতলে সবাই সব প্রকল্পের সুবিধা পাবে। টিএমসি জিতলে কয়েকটা পরিবার। পাশাপাশি মমতা উত্তরবঙ্গে বলেছেন কেন ভোটদান বিজেপিকে, সে প্রসঙ্গেও তিনি সপাটে জবাব দিয়ে জানিয়েছেন, হ্যাঁ। বিজেপিকে ভোট দিয়ে বাড়ি পেয়েছেন। শৌচালয় পেয়েছেন। ফ্রিতে রেশন-ভ্যাকসিনও পেয়েছেন। মমতাকে ভোট দিয়ে কী পেয়েছেন। রাস্তাও পাননি ঠিকমতো।

এ প্রসঙ্গেই তিনি আরও বলেন,"রাস্তা করেছেন? মাঠ ফাঁকা করে দিয়েছেন লুঠ করে। ভাগ ওরা সবাই পাচ্ছে। রাস্তা তো ওনার(মমতা বন্ধ্যোপাধ্যায়) চোদ্দপুরুষ করেছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য লুঠ করেছে। আর ওদের মত কাটমানিখোররা আজ টিএমসির নেতা এখানে। কটা রাস্তা হাটার মত আছে? সারা রাত পার্টি করে। সকালবেলায় ঘুমায়। ওরা কী করে জানবে? রাস্তায় তো নামুক একবার।"

উল্লেখ্য এ প্রসঙ্গের সূত্র ধরেই দিলীপ ঘোষ আরও বলেন, উত্তরবঙ্গে উনি(মমতা বন্ধ্যোপাধ্যায়) পড়ে থাকুন। বসে থাকুন। শুয়ে থাকুন। উত্তরবঙ্গের আর জঙ্গলমহলের মানুষ ওনাদের শিক্ষা দিয়েছিল। ওনাদের কিছু উপায় নেই। জেতার চান্স কোথাও নাই। এখন মানুষের মন গলাবার চেষ্টা করছেন। উনি গোয়াও গেছিলেন। আসামেও গেছিলেন। কী হলো। ওখানকার লোক দেখিয়ে দিয়েছে টিএমসির কী ওজন আছে। মানুষ টিএমসি কে ছাড়তে শুরু করে দিয়েছে। আর পিছন দিকে তাকাবে না। দেখার আছে কোথায় যায়।

অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ(kirti azad) সম্প্রতি বলেছিলেন দিলীপ ঘোষের সঙ্গে লোক না,কতগুলো কুকুর হাঁটে। এবার কীর্তি আজাদের সেই মন্তব্য তুলে বললেন ,"একদিন আমার সঙ্গে হাঁটুন না উনি। লোক আছে কী না বুঝে যাবেন। আমার লোকেরা তো আমায় তাড়া করে না। আমাকে পালাতে হয় না নিজের লোকের চাপে। উনি নাচানাচি করে বাঁদর খেলা যেমন দেখায়, লোক জড়ো করার চেষ্টা করছেন। ঘোড়ায় চাপছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে হাঁটছেন। এটা কী ধরণের গণতন্ত্র? উনি দাড়িয়েছেন না ওনার স্ত্রী দাড়িয়েছেন।"

Sweta Chakrabory | 21:27 PM, Sun Apr 14, 2024
upload
upload