Saturday, December 21, 2024

Logo
Loading...
upload upload upload

women asia cup 2024 final

India vs Sri Lanka: শেষ চার ওভারে ৭ উইকেট! ৪৩ রানে হারল শ্রীলঙ্কা


নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20 match) সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে নিল ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়ে আপাতত ১-০-তে এগিয়ে গেল ভারত (India vs Sri Lanka)। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৬১ রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় ৮ ওভারে ৭৮ রান। ফলে সহজেই তা করে নেয় ভারত। 

সিরিজের প্রথম টি২০ ম্যাচে (T20 match) ভারতীয় দল করেছিল ২১৩/৭। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এদিনের ম্যাচে দারুণ খেলেছেন। তিনি দলের হয়ে সর্বাধিক ২৬ বলে ৫৮ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও দুটি ছক্কা। যদিও বৃষ্টির জন্য ম্যাচ শুরু হয়েছিল দেরিতে। পরে ভারত ব্যাট করতে নামার তিন বল পরেই ফের শুরু হয়ে যায় বৃষ্টি। তাতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হয় ওভার কমিয়ে। ৮ ওভারে ভারতের লক্ষ্য হয় ৭৮ রান। প্রায় ১০ রান প্রতি ওভার লক্ষ্য ছিল যশস্বী জয়সওয়ালদের সামনে। কিন্তু তা ভারতকে বিপদে ফেলতে পারেনি। নেমেই চার মারেন যশস্বী। উল্টো দিকে থাকা সঞ্জু স্যামসন প্রথম বলেই আউট হয়ে যান।

তবে সূর্যকুমার, যশস্বী ছাড়াও এদিন ভারতকে ম্যাচ (T20 match) জেতানোয় বিশেষ ভূমিকা রাখে হার্দিক। ৯ বলে ২২ রান করেন তিনি। এছাড়াও শুভমন গিল ১৬ বলে ৩৪ রান করেন। গিলের ইনিংসে রয়েছে ছয়টি চার ও একটি ছয়। মোট কথা হার্দিক পটেল, রবি বিষ্ণোই এবং অক্ষর পটেল সকলে মিলেই এদিন চাপে ফেলে দেয় শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka)।

তবে টি-টোয়েন্টি সিরিজে (T20 match) প্রথম দুটি ম্যাচ ভারত জিতলেও মহিলা এশিয়া কাপের ফাইনালে এসে থমকে যায় ভারতের বিজয়রথের চাকা। আয়োজক দেশ শ্রীলঙ্কার কাছে ফাইনালে আট উইকেটে হেরে (Women Asia Cup 2024 Final) রানার্স হয়ে দেশে ফিরছেন হরমনপ্রীতরা। সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে গুঁড়িয়ে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানার ওপেনিং জুটিতে ৬.২ ওভারে এসেছিল ৪৪ রান। তবে ১৯ বলে ১৬ রান করে আউট হয়ে যান শেফালি। এরপরেও স্মৃতি একটা প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো এদিন কাউকে সেভাবে পাওয়া গেল না। শেষমেশ আট বল হাতে রেখে ম্যাচ শেষ করে শ্রীলঙ্কা। এরইসঙ্গে টি-২০ ক্রিকেটে জিতে শ্রীলঙ্কা পেল প্রথম মেয়েদের এশিয়া কাপ।

Sweta Chakrabory | 13:59 PM, Mon Jul 29, 2024
upload
upload