Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Paralympics 2024: চলতি প্যারালিম্পিক্সে রেকর্ড ভাঙল ভারত! পদক তালিকায় কত নম্বরে দেশ?


Sweta Chakrabory | 18:11 PM, Wed Sep 04, 2024

নিউজ ডেস্ক: সর্বকালের সবথেকে বড়, ৮৪ জনের ভারতীয় অ্যাথলিট এবারের প্যারালিম্পিক্সের জন্য কোয়ালিফাই করেছিলেন। আশা ছিল প্যারালিম্পিয়ানের সংখ্যা বাড়ায় পদক সংখ্যাও বাড়বে। তৈরি হবে ইতিহাস। ঠিক তেমনটাই ঘটল প্যারিসে (Paris Paralympics 2024)। চলতি প্যারালিম্পিক্সে ২০টি পদক এসে গেল ভারতের ঘরে। এই পদকের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। পদক তালিকায় ১৯ নম্বরে রয়েছে ভারত।
তবে প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) নামার আগেই ভারতের প্যারালিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান দেবেন্দ্র ঝাঝারিয়া জানিয়েছিলেন এবার পদকের টার্গেট ২৫। টোকিওতে এসেছিল ১৯টি। সেই পারফরম্যান্স দেখার পর এবার বেশি পদকের আশা করাটা ভুল ছিল না। চলতি প্যারালিম্পিক্সে সেটার প্রমাণ মিলল।
প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) ৪ সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৩টি সোনা, ৭টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত রয়েছে ১৯ তম স্থানে। শীর্ষে রয়েছে চিন। তাদের মোট পদক সংখ্যা ১১৫। দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন, তাদের মোট পদক ৬১। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পদকের পার্থক্য অনেক বেশি।
প্রসঙ্গত, এর আগে টোকিও প্যারাঅলিম্পিক্সে ভারত মোট ১৯টি পদক জিতেছিল। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এটিই এক মরশুমের সর্বোচ্চ পদক সংখ্যা ছিল। কিন্তু প্যারিস প্যারাঅলিম্পিক্সে (Paris Paralympics 2024)সেই রেকর্ড ভাঙল ভারত। আগামী দিনে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশাবাদী বিভিন্ন মহল। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্যারাঅলিম্পিক্সে ভারত মোট ৫১টি পদক জিতেছে। যার মধ্যে ১২টি সোনা। ১৯টি রুপো আর ২০টি ব্রোঞ্জ রয়েছে।
দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জর দেশকে পদক এনে দিয়েছেন। আরও দু’টি পদক পেতে পারত ভারত। ভাগ্যশ্রী মাহাভরো ও অবনী লেখারা অল্পের জন্য পদক জিততে পারেননি। তবে এখনও চার দিন বাকি রয়েছে প্যারালিম্পিক্সে। আরও কয়েকটি প্রতিযোগিতায় নামবে ভারত। প্যারালিম্পিক্স শেষ হতে হতে ২৫টি, এমনকি ৩০টি পদকও জিততে পারে দেশ। সেই আশা করছেন সকলে।

google-add
google-add
google-add

ক্রিকেট

ফুটবল

google-add

বাংলার খেলা