Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Belur Math: পঞ্চমীতেই বোধন বেলুড় মঠে, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর নির্ঘণ্ট


Sweta Chakrabory | 17:31 PM, Tue Oct 08, 2024

নিউজ ডেস্ক: আজ মহাপঞ্চমী। প্রতিবারের মত এবছরেও বেলুড় মঠে নিয়ম মেনে হবে দুর্গা পুজো। নিয়ম অনুযায়ী আজ থেকেই পুজো শুরু বেলুড় মঠে (Belur Math)। মঙ্গলবার সন্ধে সাড়ে ৬ টায় বোধন হবে মায়ের। আসলে বেলুড় মঠে যে কোনও পুজো ও আচার অনুষ্ঠান হয় বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে। তাই অন্যান্য পুজোর থেকে বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট অনেকটাই আলাদা।
এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ১০, ১১, ১২ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেলুড় মঠে মা দুর্গার পুজো হবে।

এক নজরে দেখে নেওয়া যাক পুজোর সময় সূচি-
মহাসপ্তমী ২৪ শে আশ্বিন ( ১০ অক্টোবর ২০২৪) বৃহস্পতিবার । দেবীর পুজো অনুষ্ঠিত হবে ভোর ৫.৪০ মিনিটে। মহাঅষ্টমী ২৫ আশ্বিন ( ১১ অক্টোবর ২০২৪) শুক্রবার। পুজো আরম্ভ ভোর ৫:৩০ মিনিট। মহাঅষ্টমীতে কুমারী পুজো সময় সকাল ৯। কুমারী পুজোর পর সন্ধিপুজো অনুষ্ঠিত হবে বেলা ১১. ৪৩ মিনিট থেকে ১২ টা ৩১ মিনিট পর্যন্ত। মহানবমী ২৬ আশ্বিন ( ১২ অক্টোবর) শনিবার। পুজো আরম্ভ ভোর ৫.৩০ মিনিট। মহা নবমীতে সকাল ন’টায় হোম। আর বিজয়া দশমী ২৭ আশ্বিন ( ১৩ অক্টোবর) রবিবার।

বেলুড় মঠের (Belur Math) পক্ষ থেকে জানান হয়েছে, দেবী দুর্গার আরাধনার এই তিনদিন মঠে আগত ভক্ত ও দর্শকরা দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন৷ পুজোর তিনদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর সন্ধ্যারতি সম্পন্ন করা হবে৷ যাঁরা বেলুড় মঠে গিয়ে দুর্গাপুজো দেখতে চান, তাঁরা সেটা পারবেন। কারণ সাধারণ মানুষের প্রবেশের অনুমতি আছে। আর প্রতিবারের মতো এবারও ইউটিউব চ্যানেলেপুজোর লাইভ স্ট্রিম করা হবে। এছাড়াও ডিডি বাংলায় পুজো সম্প্রচার হবে।

১৯০১ সালে বেলুড় মঠে প্রথম দুর্গা পুজো অনুষ্ঠিত হয় স্বামীজীর হাত ধরে। থেকে প্রতিবছর বেলুড় মঠে (Belur Math) জন্মাষ্টমীর সকালে প্রথা মেনে অনুষ্ঠিত হয়ে আসছে দেবীর কাঠামো পুজো।জেলা সারা বাংলা এমনকি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দুর্গাপুজো বলতে বেলুড় মঠের দুর্গাপুজোর প্রতি আলাদা আকর্ষণ।

google-add
google-add
google-add

Health And Environment

Science And Tech

google-add

Education

google-add

Politics

google-add
google-add
google-add

State News

google-add
google-add