ED Raid In Kolkata: বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা
নিউজ ডেস্ক: শহরে ফের ইডি হানা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান।
সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। সাড়ে ৬টা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে।সূত্রের খবর, ইডি আগেও একবার এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে মহেশ কেজরীওয়াল নামের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ী কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন আগে কলকাতায় ঢুকেছে কোটি কোটি টাকা। ভিন রাজ্য থেকে হাত ঘুরে সেই টাকা শহরে এসেছে বলে ইডি সূত্রের খবর৷ আর এই টাকা এসেছে খাস কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে। যাকে কেন্দ্র করেই তদন্তের কারণে দিল্লি থেকে কলকাতায় এসেছেন কয়েকজন ইডি আধিকারিক৷ বৃহস্পতিবার শুরু হয়েছে সেই তল্লাশি অভিযান ৷
Trending Tag
ED Raid In Kolkata: বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা