Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Ruby to Beleghata Metro: অবশেষে রুবি ছাড়িয়ে বেলেঘাটার দিকে ছুটল মেট্রো

Sweta Chakrabory | 20:49 PM, Fri Mar 29, 2024

নিউজ ডেস্ক: অবশেষে রুবি ছাড়িয়ে বেলেঘাটার দিকে ছুটল মেট্রো। সম্প্রতি নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। তবে এই মেট্রোর বাণিজ্যিক পরিষেবা কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী জুলাইয়ে ওই অংশে পরিষেবা চালু করা হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হলেও আপাতত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

তবে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে ৩২ কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (কলকাতা মেট্রোর দীর্ঘতম করিডর) মোট ৯.৯ কিমি অংশে মেট্রো ছুটবে। সেক্ষেত্রে যে কোনও যাত্রী মেট্রো পথে দক্ষিণেশ্বর বা হাওড়া ময়দান থেকে বেলেঘাটায় (মেট্রোপলিটন) চলে আসতে পারবেন।

পাশাপাশি নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ বাসে করে ওই অংশটা আসতে যতটা সময় লাগে, তার থেকে অনেকটা কম সময়ই মেট্রোয় চলে আসতে পারবেন যাত্রীরা। ফলে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ মেট্রো ব্যবহার করবেন বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহল।

upload
upload