Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Lilua Incident: মর্মান্তিক ! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের, আগুনে জখম মেয়ে ভর্তি হাসপাতালে

Sweta Chakrabory | 18:01 PM, Mon Feb 26, 2024

নিউজ ডেস্ক: মর্মান্তিক ঘটনা। ঘুমের মধ্যেই লিলুয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো শাশুড়ি-জামাইয়ের। আগুনে জখম মেয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। হাওড়ার লিলুয়া থানার চকপাড়া শান্তিনগরের ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। আগুন লাগার কারণ জানতে ফরেনসিক তদন্ত হবে বলে জানান পুলিশ কমিশনার।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি কমলা সানা। মৃতেরা হলেন মধুসূদন সানা ( জামাই ) এবং শাশুড়ি আঙুর বালা দলুই। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তাপস আদক বলেন, দরমার বাড়ি ছিল। ঘরে বিদ্যুতের আলো নেই। লম্ফ বা হারিকেন থেকে সম্ভবত আগুন লাগতে পারে। আগুন দেখতে পেয়ে পাড়ার ছেলেরাই পাতকুয়া থেকে জল নিয়ে ছাদ থেকে জল ঢেলেছে। এরপরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকলকেও খবর দেওয়া হয়। এরই মধ্যে দুজন ঘরের ভেতর পুড়ে মারা যায়। সম্পর্কে তাঁরা শাশুড়ি-জামাই। মেয়ে বেঁচে গিয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চকপাড়া নতুন পল্লীতে। অগ্নিকাণ্ডে বাড়িটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। বালি ফায়ার স্টেশনের আধিকারিক শুভাশিস নাথ বলেন, আগুন লাগার খবর পেয়েই প্রথমে লিলুয়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি আসে। পরে বালি ফায়ার স্টেশন থেকেও আরেকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুনে দু'জন অগ্নিগ্ধ হন। আর একজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

এদিকে, রবিবার গভীর রাতে লিলুয়ার চকপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার সকালে বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায় ত্রাণ সামগ্রী, প্রশাসনিক সাহায্য ইত্যাদি নিয়ে সেই বিপদে পড়া পরিবারের পাশে এসে দাঁড়ান।

upload
upload