Wednesday, November 13, 2024

Logo
Loading...
upload upload upload

Siliguri News: এবার শিলিগুড়িতে ঘুরে বেড়াবে সিংহ দম্পতি, থাকছে পর্যটকদের জন্য সিংহ সাফারি

Editor | 17:43 PM, Mon Feb 12, 2024

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান। এবার শিলিগুড়িতে ঘুরে বেড়াবে সিংহ। পর্যটকদের জন্য দারুন সুখবর। শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে আগমন হল পশুরাজ সিংহ দম্পতির। ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে সোমবার বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় ওই সিংহ দম্পতি। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর ও আনা হয়। সিংহকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর। পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সিংহীর। তার জন্ম ২০১৮ সালে। এখন তার বয়স পাঁচ বছর। প্রতিদিন পাঁচ থেকে আট কেজি করে মাংস দেওয়া হবে সিংহ দুটোকে। বেঙ্গল সাফারি পার্কে আসার আগে ওই সিংহ দম্পতির একসঙ্গে থাকার অভ্যেস হয়েছে। বেঙ্গল সাফারি রয়্যাল বেঙ্গল প্রজননে নজির স্থাপন করেছে। তাই এবার রয়্যাল বেঙ্গলের পর সিংহর প্রজননেও সফলতা আসবে বলেই আশাবাদী শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জানা গিয়েছে নতুন বছরের শুরুতেই রয়্যাল বেঙ্গল, গন্ডার, হাতি সাফারির পাশাপাশি পশুরাজ সিংহ সাফারির মজা উপভোগ করতে পারবে পার্কে আসা পর্যটকরা। সিংহ সাফারির জন্য বেঙ্গল সাফারি পার্কে ৯৬ একরের উপর আলাদা এনক্লোজার তৈরি করা হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাণীগুলোর যাতে সড়কপথে বেশি সমস্যা না-হয় সেজন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে। পশু বিশেষজ্ঞ ও পশু চিকিৎসক-সহ বনাধিকারিকদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়েছিল। প্রথমে ত্রিপুরা থেকে অসম নিয়ে যাওয়া হয়। সেখানে একরাত বিশ্রামের পর তাদের বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। আপাতত কোয়ারান্টিনে রাখা হবে এই সিংহ দম্পতিকে। দিন কয়েক পর তাদের আনা হবে পর্যটকদের সামনে। আর সিংহের আগমনে পার্কে পর্যটকদের আরও ঢল নামবে বলেই আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। এর ফলে পর্যটক আগমন বাড়লে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অর্থনৈতিক দিকও বেশ প্রসস্থ হবে বলেই আশাবাদী শিলিগুড়ি প্রশাসন।

upload
upload