Sweta Chakra... | 13:57 PM, Tue Oct 08, 2024
RG Kar Hearing Breaking: আরজি কর মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে
Sweta Chakra... | 11:04 AM, Mon Sep 09, 2024
RG Kar BREAKING: সিল বন্ধ খামে আরজি কর কাণ্ডের তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই
Sweta Chakra... | 11:39 AM, Thu Aug 22, 2024
Buddhadeb Bhattacharjee: সকালে প্রাতঃরাশ সেরেই অসুস্থ, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল ৮০
Sweta Chakra... | 11:47 AM, Thu Aug 08, 2024
Astra Mark 1: বিমান বাহিনীর অস্ত্র ভান্ডারে এবার দেশীয় দুরপাল্লার মিসাইল
Pankaj Kumar... | 16:58 PM, Wed Aug 07, 2024
RSS বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি আরএসএসের
Pankaj Kumar... | 16:41 PM, Wed Aug 07, 2024
Paris Olympics 2024: প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছ ইতিহাস গড়লেন মানিকা বাত্রা, জাগালেন পদকের আশা
Pankaj Kumar... | 12:50 PM, Tue Jul 30, 2024
Amarnath Yatra: অমরনাথ যাত্রায় হামলার ছক, এবার খলিস্তানীদের ময়দানে নামাচ্ছে পাকিস্তান
Pankaj Kumar... | 18:35 PM, Sat Jul 27, 2024
Terrorist Attack: জঙ্গিদের ছবি প্রকাশ্যে এল, মাথার দাম পাঁচ লাখ টাকা
Pankaj Kumar... | 18:32 PM, Sat Jul 27, 2024
Meerut Police: নির্ভয়ার স্মৃতি ফিরল মেরঠে, গ্রেফতার হাসিন, শাহরুখ, একরামউদ্দিন এবং মহসিন
Pankaj Kumar... | 15:46 PM, Sat Jul 27, 2024
BJP Protest: “অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের”, ফিরহাদের বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিধানসভা
Pankaj Kumar... | 15:23 PM, Sat Jul 27, 2024
Bengal safari: বেঙ্গল সাফারিতে শীঘ্রই হবে সিংহ দর্শন
বেঙ্গল সাফারিতে পর্যটকদের সিংহ দর্শনের আরও কিছুদিনের অপেক্ষা! জু অথোরিটির পর্যবেক্ষণে একাধিক নির্দেশিকা জারি। সিংহের সহজাত স্বভাবের সঙ্গে সাদৃশ্য রেখে এনক্লোজারে পরিকাঠামোগত সংস্কারের নির্দেশ। উত্তরবঙ্গ বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারির বনভূমিতে সিংহ গর্জনে দাপট কায়েম করছে পশুরাজ জুটি। তবে এখনও পর্যন্ত পর্যটকদের সামনে আনা হয়নি। জানা গিয়েছে বৃহস্পতিবার বেঙ্গল সাফারিতে রাজ্য জু অথরিটি টিম পর্যবেক্ষণের পর সিংহের এনক্লোজারে তাদের সহজে তো স্বভাবের বৈশিষ্ট্য গুলিকে নজরে রেখে বেশ কিছু পরিকাঠামো গত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিকাঠামো কত সংস্কার সম্পন্ন হতে আরো প্রায় এক মাসের মতো সময় লাগতে পারে। সরি পরিকাঠামো কত সংস্কার সম্পন্ন হলেই পর্যটকদের সম্মুখে আনা সম্ভব হবে পুরুষ ও স্ত্রী সিংহ জুটিকে। কত ১২ ই ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে এসে পৌঁছায় সিংহ জুটি। এরপর সেন্ট্রাল যুব অথরিটি নির্দেশিতাকে মান্যতা দিয়ে এক মাস কোয়ারেন্টাইন পর্বে রাখা হয়। বর্তমানে পরীক্ষামূলকভাবে সাফারি সিংহের এনক্লোজারে ক্রলের ভেতর অন ডিসপ্লেতে সিংহ জুটিকে আনা হচ্ছে। দেখা গিয়েছে সিংহ জুটির অধিকতর সময় শেড অর্থাৎ ছাউনির নিচে থাকতে পছন্দ করছে।বনের রাজ হলেও স্বভাবে আমোদ প্রিয় সিংহ। সেক্ষেত্রে সাফারির কিছু ছাউনি তৈরীর নির্দেশ দেওয়া হয় এদিন জু অথরিটির তরফে। এনক্লোজারে আরও বেশ কিছু পরিকাঠামোগত আধুনিকীকরণ নির্দেশ রয়েছে। ফলে এই সমস্ত পরিকাঠামোগত সংস্কার সম্পন্ন হলে সাফরির অন ডিসপ্লে তে পর্যটকদের দেখার সুযোগ মিলবে সিংহ দ্বয়কে। ফলে আরো প্রায় এক মাসের কাছাকাছি অপেক্ষা করতে হবে সিংহ দর্শনে পর্যটকদের। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই আলিপুর চিড়িয়াখানা থেকে আরো একটি সিংহ আনয়নের বিষয়ে চিন্তাভাবনা চূড়ান্ত করছে রাজ্য বড় দপ্তর বলে অরণ্য ভবন সূত্রের খবর।
Lion Couple controversy: সিংহের নাম আকবর সিংহীর নাম সীতা! রিপোর্ট চাইল আদালত
নিউজ ডেস্ক: বেঙ্গল সাফারিতে সিংহ ও সিংহীর নাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিংহীর নাম সীতা আর সিংহের নাম আকবর। হিন্দু ধর্মের দেবীর নামে সিংহীর নাম। আর হিন্দু বহু রাজার হত্যাকারী বিদেশী আক্রমণকারী বাবরের বংশধর আকবরের নামে রাখা হয়েছে। আরে এতেই হিন্দুদের ভাবাবেগে আঘাত এবং নৈতিকতার প্রশ্ন তুলেছেন বাংলার মানুষ। ইচ্ছাকৃত ভাবে না ভুলবশত এই কাজ করা হয়েছে জানতে চাইছেন মানুষ। ইচ্ছাকৃত হলে দোষীদের শাস্তি দেওয়া হোক অনিচ্ছাকৃত হলে অবিলম্বে এই নাম বদল করা হোক দাবি উঠেছে।
এরই মাঝে রাজ্যের কাছে এবিষয়ে রিপোর্ট চাইল হাই কোর্ট। ১৬ ফেব্রুয়ারী সাফারি পার্কে সিংহীর নাম সীতা রাখায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল মেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর রাজ্য সরকারকে রিপোর্ট জমা করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার ফের মামলার শুনানি রয়েছে।
প্রসঙ্গত চলতি মাসেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে আগমন হয় পশুরাজ সিংহ দম্পতির। ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে সোমবার বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় ওই সিংহ দম্পতি। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর ও আনা হয়। সিংহকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। আকবর নামের ওই সিংহের বর্তমানে তার বয়স সাত বছর। পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সিংহীর। তার জন্ম ২০১৮ সালে। এখন তার বয়স পাঁচ বছর। প্রতিদিন পাঁচ থেকে আট কেজি করে মাংস দেওয়া হয় সিংহ দুটোকে। বেঙ্গল সাফারি পার্কে আসার আগে ওই সিংহ দম্পতির একসঙ্গে থাকার অভ্যেস হয়েছে। বেঙ্গল সাফারি রয়্যাল বেঙ্গল প্রজননে নজির স্থাপন করেছে। কিন্তু যত সমস্যা ওই সিংহের নাম নিয়ে আকবরের সঙ্গে সীতার বাসে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। বিষয়টি ইচ্ছাকৃত ভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে একাংশ বঙ্গবাসী।
প্রসঙ্গত নতুন বছরের শুরুতেই রয়্যাল বেঙ্গল, গন্ডার, হাতি সাফারির পাশাপাশি পশুরাজ সিংহ সাফারির মজা উপভোগ করতে পারবে পার্কে আসা পর্যটকরা। তবে অনতিবিলম্বে সিংহ কিংবা সিংহীর নাম বদল করতে হবে এই দাবি জোরালো হয়ে উঠছে। সাফারির জন্য বেঙ্গল সাফারি পার্কে ৯৬ একরের উপর আলাদা এনক্লোজার তৈরি করা হয়েছে।
Siliguri News: এবার শিলিগুড়িতে ঘুরে বেড়াবে সিংহ দম্পতি, থাকছে পর্যটকদের জন্য সিংহ সাফারি
নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান। এবার শিলিগুড়িতে ঘুরে বেড়াবে সিংহ। পর্যটকদের জন্য দারুন সুখবর। শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে আগমন হল পশুরাজ সিংহ দম্পতির। ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে সোমবার বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় ওই সিংহ দম্পতি। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর ও আনা হয়। সিংহকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর। পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সিংহীর। তার জন্ম ২০১৮ সালে। এখন তার বয়স পাঁচ বছর। প্রতিদিন পাঁচ থেকে আট কেজি করে মাংস দেওয়া হবে সিংহ দুটোকে। বেঙ্গল সাফারি পার্কে আসার আগে ওই সিংহ দম্পতির একসঙ্গে থাকার অভ্যেস হয়েছে। বেঙ্গল সাফারি রয়্যাল বেঙ্গল প্রজননে নজির স্থাপন করেছে। তাই এবার রয়্যাল বেঙ্গলের পর সিংহর প্রজননেও সফলতা আসবে বলেই আশাবাদী শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জানা গিয়েছে নতুন বছরের শুরুতেই রয়্যাল বেঙ্গল, গন্ডার, হাতি সাফারির পাশাপাশি পশুরাজ সিংহ সাফারির মজা উপভোগ করতে পারবে পার্কে আসা পর্যটকরা। সিংহ সাফারির জন্য বেঙ্গল সাফারি পার্কে ৯৬ একরের উপর আলাদা এনক্লোজার তৈরি করা হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাণীগুলোর যাতে সড়কপথে বেশি সমস্যা না-হয় সেজন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে। পশু বিশেষজ্ঞ ও পশু চিকিৎসক-সহ বনাধিকারিকদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়েছিল। প্রথমে ত্রিপুরা থেকে অসম নিয়ে যাওয়া হয়। সেখানে একরাত বিশ্রামের পর তাদের বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। আপাতত কোয়ারান্টিনে রাখা হবে এই সিংহ দম্পতিকে। দিন কয়েক পর তাদের আনা হবে পর্যটকদের সামনে। আর সিংহের আগমনে পার্কে পর্যটকদের আরও ঢল নামবে বলেই আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। এর ফলে পর্যটক আগমন বাড়লে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অর্থনৈতিক দিকও বেশ প্রসস্থ হবে বলেই আশাবাদী শিলিগুড়ি প্রশাসন।