Bengal safari: বেঙ্গল সাফারিতে শীঘ্রই হবে সিংহ দর্শন
বেঙ্গল সাফারিতে পর্যটকদের সিংহ দর্শনের আরও কিছুদিনের অপেক্ষা! জু অথোরিটির পর্যবেক্ষণে একাধিক নির্দেশিকা জারি। সিংহের সহজাত স্বভাবের সঙ্গে সাদৃশ্য রেখে এনক্লোজারে পরিকাঠামোগত সংস্কারের নির্দেশ। উত্তরবঙ্গ বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারির বনভূমিতে সিংহ গর্জনে দাপট কায়েম করছে পশুরাজ জুটি। তবে এখনও পর্যন্ত পর্যটকদের সামনে আনা হয়নি। জানা গিয়েছে বৃহস্পতিবার বেঙ্গল সাফারিতে রাজ্য জু অথরিটি টিম পর্যবেক্ষণের পর সিংহের এনক্লোজারে তাদের সহজে তো স্বভাবের বৈশিষ্ট্য গুলিকে নজরে রেখে বেশ কিছু পরিকাঠামো গত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিকাঠামো কত সংস্কার সম্পন্ন হতে আরো প্রায় এক মাসের মতো সময় লাগতে পারে। সরি পরিকাঠামো কত সংস্কার সম্পন্ন হলেই পর্যটকদের সম্মুখে আনা সম্ভব হবে পুরুষ ও স্ত্রী সিংহ জুটিকে। কত ১২ ই ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে এসে পৌঁছায় সিংহ জুটি। এরপর সেন্ট্রাল যুব অথরিটি নির্দেশিতাকে মান্যতা দিয়ে এক মাস কোয়ারেন্টাইন পর্বে রাখা হয়। বর্তমানে পরীক্ষামূলকভাবে সাফারি সিংহের এনক্লোজারে ক্রলের ভেতর অন ডিসপ্লেতে সিংহ জুটিকে আনা হচ্ছে। দেখা গিয়েছে সিংহ জুটির অধিকতর সময় শেড অর্থাৎ ছাউনির নিচে থাকতে পছন্দ করছে।বনের রাজ হলেও স্বভাবে আমোদ প্রিয় সিংহ। সেক্ষেত্রে সাফারির কিছু ছাউনি তৈরীর নির্দেশ দেওয়া হয় এদিন জু অথরিটির তরফে। এনক্লোজারে আরও বেশ কিছু পরিকাঠামোগত আধুনিকীকরণ নির্দেশ রয়েছে। ফলে এই সমস্ত পরিকাঠামোগত সংস্কার সম্পন্ন হলে সাফরির অন ডিসপ্লে তে পর্যটকদের দেখার সুযোগ মিলবে সিংহ দ্বয়কে। ফলে আরো প্রায় এক মাসের কাছাকাছি অপেক্ষা করতে হবে সিংহ দর্শনে পর্যটকদের। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই আলিপুর চিড়িয়াখানা থেকে আরো একটি সিংহ আনয়নের বিষয়ে চিন্তাভাবনা চূড়ান্ত করছে রাজ্য বড় দপ্তর বলে অরণ্য ভবন সূত্রের খবর।
Trending Tag