Wednesday, November 13, 2024

Logo
Loading...
upload upload upload

Local Trains Cancelled: আবারও যাত্রী দুর্ভোগ! টানা ২০ দিন একাধিক ট্রেন বাতিল শিয়ালদা নর্থ লাইনে

Sweta Chakrabory | 14:34 PM, Tue Apr 16, 2024

নিউজ ডেস্ক: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা শিয়ালদা(Sealdha) শাখায়। টানা ২০ দিন ধরে দমদম স্টেশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার থেকে আগামী ২০ দিন বাতিল রাখা হবে একাধিক ট্রেন(Train Cancelled). পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদমের পাঁচ নম্বর প্লাটফর্মে কাজ চলবে। সেকারনে শিয়ালদা লাইনে টানা ৭ মে পর্যন্ত বেশ কয়েকটি লোকাল বাতিল থাকবে। ফলে ফের একবার যাত্রী ভোগান্তির সময় আসতে চলেছে।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ২০ দিনে শিয়ালদহ শাখার মোট ২৪টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক ঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা-

৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ,৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ,৩৩৩১১ বারাসত-হাসনাবাদ,৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট,৩৩২৮২ হাসনাবাদ-দমদম,৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত,৩০১৪৫ বিবাদি বাগ-কৃষ্ণনগর সিটি,৩৩২৩১ দমদম-ব্যারাকপুরম,৩৩২৭১ দমদম-গোবরডাঙা ,৩৩২৩২ ব্যারাকপুর-দমদম,৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম,৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ,৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর,৩০৩৩২ হাবরা-মাঝেরহাট,৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ,৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা,৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট,৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর,৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত,৩০১১৬ ব্যারাকপুর-বিবাদি বাগ,৩০১১৩ বিবাদি বাগ-ব্যারাকপুর,৩০৩১২ বারাসত-মাঝেরহাট

কেবলমাত্র ট্রেন বাতিলই নয় বহু ট্রেনের ক্ষেত্রে যাত্রাপথ সংক্ষেপিত করা হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ। ১৮ এপ্রিল থেকে ৭ মে যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষেপিত হচ্ছে সেই ট্রেনের তালিকা–

৩০৩৪৬ বনগাঁ-মাজেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩২৪ হাসনাবাদ-মাজেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩৩১ মাজেরহাট-হাবরা লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। ৩০৩৪৪ বনগাঁ-মাজেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৭১১ লক্ষীকান্তপুর-মাজেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩১৭ মাজেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ হয়ে আপ কর্ড লাইন দিয়ে চলাচল করবে। ৩০১৪২ গেদে-মাজেরহাট লোকাল রহড়া পর্যন্ত যাবে।

উল্লেখ্য কদিন আগেই দমদম স্টেশনের নন ইন্টারলকিং কাজের জন্য টানা কয়েকদিন ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যযাত্রীরা। তবে রক্ষণাবেক্ষণের কাজ মিটে গেলেও যাত্রী ভোগান্তি মেটেনি। বাতিল ট্রেন ছাড়াও, ট্রেন(Local Train) দেরিতে চলারও সমস্যা ছিল। এবার সেই দমদম স্টেশনে ফের রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়তেই আবারও ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী সাধারণ।

upload
upload