Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Police recovers Mobile: মালদা জেলা পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া ৯৮ টি মোবাইল

Editor | 16:06 PM, Sat Feb 03, 2024

নিউজ ডেস্ক: মালদা জেলা পুলিশের বড়সড় সাফল্য। চুরি যাওয়া বিভিন্ন নামিদামি কোম্পানির ৯৮ টি মোবাইল ফোন উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের গাজোল থানার পুলিশ দুইজন সন্দেহভাজন যুবককে হাতেনাতে পাকড়াও করে।ধৃতদের নাম বছর ২৮ এর মহঃ সুকুরুদ্দিন ও বছর ৪১ এর সালিম শেখ, দুজনের বাড়ি কালিয়াচক এলাকায়। তাদের কাছ থেকে তল্লাশি চালাতেই উঠে আসে বিভিন্ন নামিদামি কোম্পানির ৯৮টি মোবাইল ফোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে মালদহের গাজোল থানার পুলিশ শুক্রবার দুপুরে গাজোল টোল প্লাজায় নাকা চেকিং চালায়।নাকা চেকিং এর সময় বাসের মধ্য থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ।এরপর শুরু হয় তল্লাশি। তাদের তল্লাশিতে উঠে আসে আসল তথ্য।
পুলিশি জেরায় ধৃত ওই দুই যুবক জানিয়েছে, বিহারের কিশানগঞ্জ থেকে মালদহের কালিয়াচকে মোবাইল ফোন গুলি বিক্রির উদ্দেশ্যেই বাসে করে নিয়ে যাচ্ছিল তারা। জানা গেছে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করবে মালদা জেলা পুলিশ।তবে এই ঘটনার তল কত গভীর পর্যন্ত ছড়িয়ে আছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।এর পাশাপাশি এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেদিকেও নজর দিয়েছে পুলিশ প্রশাসন। তবে মালদা পুলিশের এমন তৎপরতায় খুশি মালদাবাসী।

upload
upload