Saturday, November 16, 2024

Logo
Loading...
upload upload upload

Old Phone Exchange:  পুরনো ফোন বদলে নতুন ফোন কিনছেন? অবশ্যই করুন এই কাজগুলি , নাহলেই বিপদ

Sweta Chakrabory | 17:26 PM, Fri Nov 15, 2024

নিউজ ডেস্ক: অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরনো ফোনটি বেচে দেন বা পুরনো ফোনটি বদলে নেন। এতে কিছু টাকা কম পড়ে। তবে মনে রাখবেন পুরনো ফোন বেচার আগে বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। যদি নিজের ব্যক্তিগত তথ্য থেকে অনান্য় প্রয়োজনীয় জিনিস ঠিক করে ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। আপানর ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি জানেন অনেকেই। তাই পুরনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলি অবশ্যই করে রাখুন।

ব্যাঙ্কিং এবং ইউপিআই তথ্য মুছে ফেলুন। আমাদের স্মার্ট ফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেই সব তথ্য মুছে ফেলা প্রয়োজন। ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সবত ডেটা মুছে ফেলতে হবে। ইউপিআই অ্যাপ থাকলে, ডিলিট করে দিন। ফোন থেকে ই-ব্যাঙ্কিং করে থাকলে, ফোন থেকে সমস্ত 'হিস্ট্রি' মুছে দিন। এই সব তথ্য অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সব ধরনের অ্যাপলিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিন। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগ আউট করে দিন। সেটি সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলবেন না। ফোন বিক্রির আগে মনে করে সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডটিও বার করে নেবেন। সেটি থেকে গেলে মেমরিতে যা যা আছে তা অন্যের হাতে চলে যাবে। ফোনে যদি অডিয়ো, ভিডিয়ো, ছবির ব্যাকআপ থাকে, সেগুলিও মুছে দিতে হবে।

upload
upload