Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Suvendu Adhikari: শুভেন্দুর মাথায় রাম মন্দিরের প্রতিরূপ-রামেন্দু সিনহা রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা

Sweta Chakrabory | 18:26 PM, Fri Mar 08, 2024

নিউজ ডেস্ক: রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যরের জের। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার হুগলি জেলার তারকেশ্বরের বাসিন্দাদের সাথে টিএমসি বিধায়ক রামেন্দু সিনহা রায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। টিএমসি বিধায়ক রাম মন্দির নিয়ে যে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদেই মিছিলে খালি পায়ে মাথায় রাম মন্দিরের একটি প্রতিরূপ নিয়ে মিছিলে যোগ দিয়েছিল বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারী কে দেখে বহু মানুষ জয় শ্রীরাম স্লোগান দিয়ে মিছিলে যোগ দিয়েছিল।

উল্লেখ্য কদিন আগেই রাম মন্দির নিয়ে এক সভায় বিধায়ক রামেন্দু সিনহা রায় বলেছিলেন "রাম মন্দির অপবিত্র এবং কোনও হিন্দু রাম মন্দিরে পূজা করতে যাবে না"। এ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন উত্তরপ্রদেশ বা রাজস্থানে এই মন্তব্য করলে তাকে বেঁধে ফেলা হত। কিন্তু যেহেতু তার মা মমতা, তাই ভুয়া হিন্দু পুলিশের কারণে সে রক্ষা পায়। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানায় এফআইআর দায়ের করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে সন্দেশখালির শেখ শাহাজাহানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শাহজাহানকে সমর্থন দিচ্ছেন রাষ্ট্রপ্রধান, গুন্ডা-মাফিয়াদের বাঁচাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কে যাচ্ছেন? এটা সবাই জানেন।

প্রসঙ্গত, তারকেশ্বর বিধানসভার বালিগড়ির একটি স্কুল মাঠে ব্রিগেড চলোর সমর্থনে জনগর্জন সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । সেখানেই তারকেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অপবিত্র এই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায় । ওটা শুধু একটা শো-পিস তৈরি হয়েছে ।" এরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিয়ো ক্লিপ । এরপর তা নিয়েই রাজনৈতিক ময়দানে নেমে পড়ে বিজেপি। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এটি পোস্ট করে প্রতিবাদ জানান।

upload
upload