Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

Malda Ration News: খাওয়ার অযোগ্য! রেশনের চাল নিয়ে উঠছে অভিযোগ , ফের তৃণমূলকে নিশানা বিজেপির

Editor | 15:47 PM, Thu Feb 15, 2024

নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে। জানা গিয়েছে,রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম বৃহস্পতিবার রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন। রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে। কিন্তু,সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ,ওই ডিলার বরাবরই পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকে। যে আটা দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য। ডিলারকে বলতে গেলে কোন কর্নপাত করেন না। পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তিনি জানান এ বিষয়ে তার কিছু করার নেই। সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করছে বিজেপি। বিজেপির অভিযোগ এই ভাবেই তো রাজ্য-জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে। কেন্দ্রের দেওয়া রেশন তৃণমূলের নেতা-মন্ত্রীরা চুরি করে নিচ্ছে। বদলে এই ভাবে পশুর খাবার দেওয়া হচ্ছে মানুষকে। যদিও তৃণমূলের দাবি রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। গ্রাহকদের অভিযোগ সঠিক হয় তবে প্রশাসন ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমান। যে রেশন নিয়ে রাজ্যে এত শোরগোল এবার সেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে শোরগোল গোটা এলাকায়।

upload
upload