Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

ration scam

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! ইডির প্রশ্নের মুখে পড়ে কী বললেন ঋতুপর্ণা?


নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আবারও নয়া মোড়। মঙ্গলবার ইডি সূত্রে জানানো হয়েছে রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরই ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

রেশন দুর্নীতি কাণ্ডে গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান অভিনেত্রী। পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে থেকে বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেছিলেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তদন্তকারীদের দিতেই তিনি এসেছেন। ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছিল। কারন, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি। কিন্তু এর দুসপ্তাহের মধ্যেই এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাওয়ার কথা জানালেন ঋতুপর্ণা।

এ প্রসঙ্গে অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির (Ration Scam), তা তিনি জানতেন না। আইনজীবী মারফত তিনি ইডির আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে শুধু ঋতুপর্ণাই নয়, এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন।

উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর (Rituparna Sengupta)। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা। আর এবার রেশন দুর্নীতিতে নাম জড়িয়ে ইডির মুখোমুখি অভিনেত্রী।

Sweta Chakrabory | 14:03 PM, Tue Jul 02, 2024

Ration Scam: রেশন দুর্নীতিতে ১০ হাজার কোটি টাকার কেলেঙ্কারির! ইডির তদন্তে বালুর পর সামনে আরও বড় নাম!



নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) আবারও চাঞ্চল্যকর দাবি ইডির৷ রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু বর্তমানে জেলে। এই আবহে এবার আদালতে রেশন-মামলায় ১০ হাজার কোটির দুর্নীতির কথা জানাল ইডি। এর মধ্যে ১ হাজার কোটির মালিকানাও জেনে গিয়েছে তাঁরা। তবে রেশন দুর্নীতির বাকি ৯ হাজার কোটি টাকার উৎস কী এবার সেদিকেই নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বাকি এই ৯ হাজার কোটির দুর্নীতি (Ration Scam) করেছে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা আরও একাধিক রাইস ও আটা মিল এবং এই সমস্ত রাইস মিল ও আটা মিলগুলির মালিকদের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে এই সকল প্রভাবশালী ব্যক্তিত্বের নাম পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এই সকল প্রভাবশালী আটা এবং রাইস মিলের মালিকদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি ৷ মূলত তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন যে, ওই সকল রাইস মিল এবং আটা মিলের মালিকরা তাঁদের টাকা কোথায় পাঠাতেন? কার কার কাছে যেত সেই টাকা৷

শুক্রবার বিশেষ ইডি আদালতে রেশন মামলায় (Ration Scam) ধৃত বাকিবুর রহমান, তৃণমূল নেতা শঙ্কর আঢ্যদের জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানেই ১০ হাজার কোটির দুর্নীতির কথা ফাঁস করে ইডি (ED)। প্রসঙ্গত, এর আগে এই বাকিবুরকে জেরার সময়ই উঠে এসেছিল বালুর নাম। এরপর তাঁর গ্রেফতারি হয়। তবে এবার ইডির এই তদন্তে আবারও নতুন কোনও মোড়ের দেখা মিলবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

Sweta Chakrabory | 16:45 PM, Sat Jun 22, 2024

Rituparna Sengupta: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজির টলি অভিনেত্রী ঋতুপর্ণা


নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন অভিনেত্রী। যদিও ঋতুপর্ণা সিজিওতে (CGO Complex) পৌঁছনোর আগেই সেখানে পৌঁছন তাঁর হিসাবরক্ষক। ইডি সূত্রে খবর, বেশকিছু হিসাব সংক্রান্ত কাগজপত্র নিয়ে দফতরে পৌঁছছেন তিনি। এদিকে এদিন অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীরাও। যদিও জিজ্ঞাসাবাদ যেখানে করা হবে সেখানে আপাতত আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি বলেই ইডি সূত্রে খবর।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি ইডি। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি।

এ প্রসঙ্গে ঋতুপর্ণার (Rituparna Sengupta) হিসাবরক্ষক জানিয়েছিলেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব চেয়েছিল ইডি, তা তিনি, অর্থাৎ হিসাবরক্ষকই দেখাশোনা করেন। তাই হিসাব বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে তিনি এসেছেন। অভিনেত্রীও পরে সিজিওতে (CGO Complex) আসবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন হিসাবরক্ষক। সেই মতো কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী এসে পৌঁছন সিজিওতে।

যদিও গত ৫ জুন সকালে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু অভিনেত্রী (Rituparna Sengupta) সেদিন বিদেশে ছিলেন। তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন, তাঁর পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই মতো এবার হাজিরা দিলেন অভিনেত্রী। তবে উল্লেখ্য, রেশন দুর্নীতির আগে ২০১৯ সালে রোজভ্যালি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময়ও ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী।

Sweta Chakrabory | 16:11 PM, Wed Jun 19, 2024

Malda Ration News: খাওয়ার অযোগ্য! রেশনের চাল নিয়ে উঠছে অভিযোগ , ফের তৃণমূলকে নিশানা বিজেপির

নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে। জানা গিয়েছে,রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম বৃহস্পতিবার রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন। রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে। কিন্তু,সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ,ওই ডিলার বরাবরই পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকে। যে আটা দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য। ডিলারকে বলতে গেলে কোন কর্নপাত করেন না। পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তিনি জানান এ বিষয়ে তার কিছু করার নেই। সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করছে বিজেপি। বিজেপির অভিযোগ এই ভাবেই তো রাজ্য-জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে। কেন্দ্রের দেওয়া রেশন তৃণমূলের নেতা-মন্ত্রীরা চুরি করে নিচ্ছে। বদলে এই ভাবে পশুর খাবার দেওয়া হচ্ছে মানুষকে। যদিও তৃণমূলের দাবি রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। গ্রাহকদের অভিযোগ সঠিক হয় তবে প্রশাসন ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমান। যে রেশন নিয়ে রাজ্যে এত শোরগোল এবার সেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে শোরগোল গোটা এলাকায়।

Editor | 15:47 PM, Thu Feb 15, 2024

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থার, এবার জালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী

নিউজ ডেস্ক: ফের গ্রেফতারি হল রেশন বন্টন দুর্নীতি মামলায়। কিছুদিন আগেই রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন শঙ্কর আঢ্যরই ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। রাতভোর জিজ্ঞাসাবাদের পর তাকে সরকারিভাবে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলাকালীন প্রচুর পরিমাণে হাওয়ালা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর।

গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় রেশন দুর্নীতি বন্টন মামলায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউ আলিপুরের একটি বহুতল ও সল্টলেকের আইবি ব্লক সহ মোট ৬টি জায়গায় মঙ্গলবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকের আইবি ব্লকেরই একটি বাড়ি রয়েছে বিশ্বজিৎ দাস নামে ওই ব্যবসায়ীর। প্রসঙ্গত এর আগে রেশন দুর্নীতি বন্টন মামলার তদন্তে নেমে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। শঙ্কর আঢ্য এবং তার পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করার সময়ই উঠে আসে বিশ্বজিতের নাম। এরপরই মঙ্গলবার সেই সূত্র ধরে কলকাতার ৬টি জায়গায় তল্লাশি চালায় তারা।

ইডির সূত্রে খবর মঙ্গলবারে তাদের অভিযান শুধু রেশন দুর্নীতি মামলার জন্য ছিল না। ওই মামলার পাশাপাশি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত দুর্নীতি তদন্তেও অভিযান চালায় তারা। কবে কোথায় কীভাবে কোন টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে সেই বিশয়ে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চালাচ্ছে ইডি। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় প্রায় ২০ হাজার কোটি টাকার নয়ছয়ের অভিযোগ রয়েছে। শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ বিশ্বজিতের নাম পাওয়ার পর তদন্তে নেমে চোখ কপালে উঠে যায় ইডির। জানা গিয়েছে, একদিকে যেমন বিশ্বজিতের মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে অন্য দিকে রয়েছে আমদানি-রফতানির ব্যবসাও। পাশপাশি সোনার ব্যবসাও রয়েছে ওই ব্যক্তির। তবে মঙ্গলবারের অভিযানে কৈখালিতে এই মামলায় গ্রেফতার ব্যবসায়ী বাকিবুরের ঘনিষ্ঠ অন্য এক ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্ল্যাটেও তল্লাশি চালান হয় বলে খবর। জীবনকৃষ্ণ সাহার মতো হানিসের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে একই কায়দায় ফোন ছুঁড়ে ফেলার। অন্যদিকে আজই বিশ্বজিতকে কোর্টে তোলা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Editor | 17:37 PM, Wed Feb 14, 2024

West Bengal Ration Scam: মোবাইল ছুঁড়েও রক্ষে নেই! রেশন দুর্নীতি মামলায় কলকাতার ৬টি জায়গায় তল্লাশি

নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় কলকাতার ৬টি জায়গায় তল্লাশি। সল্টলেক, বাগুইআটি, মেট্রোপলিটন সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি। সল্টলেকে বিশ্বজিত দাসের বাড়িতে তল্লাশি চলাকালীন পুলিশের সঙ্গে কথাকাটি হয় কেন্দ্রীয় বাহিনীর। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার সকাল ৭টা থেকে অভিযান শুরু করে ইডি। পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি সহ নিউ-আলিপুরের বিভিন্ন জায়গায় মঙ্গলবার তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি সূত্রের খবর, রেশন মামলার তদন্তে যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছিল, সেই টাকা কোথায় এবং কী ভাবে বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই তল্লাশি অভিযান চলছে।

ইডি সুত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পাশাপাশি রেশন দুর্নীতি তদন্তে ফের একবার কৈখালীতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশিতে যান ইডি আধিকারিকেরা। তবে এবার বাকিবুরের ফ্ল্যাটে নয়, বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা। ইডি হানা দিতেই তথ্য লোপাটের চেষ্টায় মোবাইল ছুড়ে ফেলেন ওই ব্যবসায়ী। পরে সেই মোবাইল খুঁজে আনলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলছে এই অভিযান। সূত্রের খবর, এরই সঙ্গে নিউ আলিপুরের ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতেও পৌঁছে গেছে ইডির দল। অন্যদিকে বাগুইআটির একটি আবাসনেও চলছে ইডির হানা।

প্রসঙ্গত, এই দুর্নীতির সঙ্গে জড়িত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। জ্যোতিপ্রিয়ের সূত্র ধরেই এই মামলায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের নাম পায় ইডি। তাঁকেও গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী তথা চাল-গমের মিল মালিক বাকিবুর রহমান এবং বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকেও। যদিও রেশনকাণ্ডে তৃণমূলের আরেক প্রভাবশালী নেতা, সন্দেশখালির শাহজাহান শেখ এখনও অধরা

 

Editor | 10:30 AM, Tue Feb 13, 2024

Ration Scam in West Bengal: চড়া দামে রেশন সামগ্রী বিক্রি ,খাদ্য দুর্নীতি প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপির

নিউজ ডেস্ক: দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে রেশনের সামগ্রী পাচ্ছেন না মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর ও কাটাবাড়ী গ্রামের বাসিন্দারা ।অভিযোগ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছেন ডিলার।পরিবর্তে ধরিয়েছেন স্লিপ। কিন্তু মেলেনি সামগ্রী। সামগ্রী নিতে গেলেই নানা অজুহাত দিচ্ছে ডিলার। উপভোক্তাদের অভিযোগ তাদের ন্যায্য সামগ্রী অন্যত্র পাচার করে চড়া দামে বিক্রি করে দিচ্ছেন ডিলার।
এই অভিযোগেই এদিন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলের কাছেও অভিযোগ করেন এলাকাবাসী । লিখিত অভিযোগ দায়ের করে ব্লক দপ্তরের কাছে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নড়ে-চড়ে বসে প্রশাসন। বিডিওর নির্দেশে ডিলারের খোঁজে তার বাড়িতে যান খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ামক।কিন্তু ডিলার শ্যামানন্দ সিনহার খোঁজ পাননি। তাকে ফোন করা হলেও তিনি বারবার বিভিন্ন লোকেশন বলছেন বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এদিকে এই প্রসঙ্গকে ভিত্তি করেই খাদ্য দুর্নীতি প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
প্রসঙ্গত মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিনহা।জানা যায় বিষ্ণুপুর ও কাটাবাড়ী গ্রামের বাসিন্দারা তার কাছ থেকে রেশন সামগ্রী নেন। উপভোক্তাদের অভিযোগ দীর্ঘ দুই মাস ধরে তারা রেশন সামগ্রী পাননি। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়ে দিয়েছেন ডিলার। এই মাস নিয়ে তিন মাস হতে চলল। কিন্তু বারবার গেলেও বিভিন্ন অজুহাত দিচ্ছেন ওই ডিলার। আর উপভোক্তাদের প্রাপ্য সামগ্রী পাচার করে বিক্রি করে দিচ্ছেন চড়া দামে। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিভাগীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মন্ত্রী রথীন ঘোষকে। গ্রেফতার হয়েছে মধ্যস্থতাকারী ব্যবসায়ী বাকিবুর রহমান ও শংকর আঢ্যকে। এছাড়াও নজরে রয়েছে এই দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তি। এই মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পলাতক। রেশন দুর্নীতি মামলা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত ভোট আসন্ন দেখেই সরকারের তরফে পুনরায় দুয়ারে রেশন শুরু হয়েছ বলে অভিযোগ জনতার। তারই মাঝে এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

Editor | 13:07 PM, Sat Feb 03, 2024
upload
upload