Ration Scam in West Bengal: চড়া দামে রেশন সামগ্রী বিক্রি ,খাদ্য দুর্নীতি প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপির
নিউজ ডেস্ক: দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে রেশনের সামগ্রী পাচ্ছেন না মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর ও কাটাবাড়ী গ্রামের বাসিন্দারা ।অভিযোগ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছেন ডিলার।পরিবর্তে ধরিয়েছেন স্লিপ। কিন্তু মেলেনি সামগ্রী। সামগ্রী নিতে গেলেই নানা অজুহাত দিচ্ছে ডিলার। উপভোক্তাদের অভিযোগ তাদের ন্যায্য সামগ্রী অন্যত্র পাচার করে চড়া দামে বিক্রি করে দিচ্ছেন ডিলার।
এই অভিযোগেই এদিন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলের কাছেও অভিযোগ করেন এলাকাবাসী । লিখিত অভিযোগ দায়ের করে ব্লক দপ্তরের কাছে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নড়ে-চড়ে বসে প্রশাসন। বিডিওর নির্দেশে ডিলারের খোঁজে তার বাড়িতে যান খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ামক।কিন্তু ডিলার শ্যামানন্দ সিনহার খোঁজ পাননি। তাকে ফোন করা হলেও তিনি বারবার বিভিন্ন লোকেশন বলছেন বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এদিকে এই প্রসঙ্গকে ভিত্তি করেই খাদ্য দুর্নীতি প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
প্রসঙ্গত মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিনহা।জানা যায় বিষ্ণুপুর ও কাটাবাড়ী গ্রামের বাসিন্দারা তার কাছ থেকে রেশন সামগ্রী নেন। উপভোক্তাদের অভিযোগ দীর্ঘ দুই মাস ধরে তারা রেশন সামগ্রী পাননি। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়ে দিয়েছেন ডিলার। এই মাস নিয়ে তিন মাস হতে চলল। কিন্তু বারবার গেলেও বিভিন্ন অজুহাত দিচ্ছেন ওই ডিলার। আর উপভোক্তাদের প্রাপ্য সামগ্রী পাচার করে বিক্রি করে দিচ্ছেন চড়া দামে। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিভাগীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মন্ত্রী রথীন ঘোষকে। গ্রেফতার হয়েছে মধ্যস্থতাকারী ব্যবসায়ী বাকিবুর রহমান ও শংকর আঢ্যকে। এছাড়াও নজরে রয়েছে এই দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তি। এই মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পলাতক। রেশন দুর্নীতি মামলা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত ভোট আসন্ন দেখেই সরকারের তরফে পুনরায় দুয়ারে রেশন শুরু হয়েছ বলে অভিযোগ জনতার। তারই মাঝে এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
Trending Tag