Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থার, এবার জালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী
নিউজ ডেস্ক: ফের গ্রেফতারি হল রেশন বন্টন দুর্নীতি মামলায়। কিছুদিন আগেই রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন শঙ্কর আঢ্যরই ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। রাতভোর জিজ্ঞাসাবাদের পর তাকে সরকারিভাবে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলাকালীন প্রচুর পরিমাণে হাওয়ালা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর।
গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় রেশন দুর্নীতি বন্টন মামলায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউ আলিপুরের একটি বহুতল ও সল্টলেকের আইবি ব্লক সহ মোট ৬টি জায়গায় মঙ্গলবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকের আইবি ব্লকেরই একটি বাড়ি রয়েছে বিশ্বজিৎ দাস নামে ওই ব্যবসায়ীর। প্রসঙ্গত এর আগে রেশন দুর্নীতি বন্টন মামলার তদন্তে নেমে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। শঙ্কর আঢ্য এবং তার পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করার সময়ই উঠে আসে বিশ্বজিতের নাম। এরপরই মঙ্গলবার সেই সূত্র ধরে কলকাতার ৬টি জায়গায় তল্লাশি চালায় তারা।
ইডির সূত্রে খবর মঙ্গলবারে তাদের অভিযান শুধু রেশন দুর্নীতি মামলার জন্য ছিল না। ওই মামলার পাশাপাশি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত দুর্নীতি তদন্তেও অভিযান চালায় তারা। কবে কোথায় কীভাবে কোন টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে সেই বিশয়ে আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চালাচ্ছে ইডি। প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় প্রায় ২০ হাজার কোটি টাকার নয়ছয়ের অভিযোগ রয়েছে। শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ বিশ্বজিতের নাম পাওয়ার পর তদন্তে নেমে চোখ কপালে উঠে যায় ইডির। জানা গিয়েছে, একদিকে যেমন বিশ্বজিতের মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে অন্য দিকে রয়েছে আমদানি-রফতানির ব্যবসাও। পাশপাশি সোনার ব্যবসাও রয়েছে ওই ব্যক্তির। তবে মঙ্গলবারের অভিযানে কৈখালিতে এই মামলায় গ্রেফতার ব্যবসায়ী বাকিবুরের ঘনিষ্ঠ অন্য এক ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্ল্যাটেও তল্লাশি চালান হয় বলে খবর। জীবনকৃষ্ণ সাহার মতো হানিসের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে একই কায়দায় ফোন ছুঁড়ে ফেলার। অন্যদিকে আজই বিশ্বজিতকে কোর্টে তোলা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
Trending Tag