Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Actor Rudranil Ghosh: ছন্দপতন! অভিনেতা নেতা রুদ্রনীল ঘোষ কি দল ছাড়ছেন?

Sweta Chakrabory | 10:59 AM, Tue Mar 26, 2024

নিউজ ডেস্ক: দোলের দিন ছন্দপতন। দলের দিন একসঙ্গে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সূত্রের খবর, সোমবার দুপুরে আচমকা ৬০ এর বেশি whatsApp গ্রুপ থেকে বেরিয়ে যান বিজেপি নেতা- অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর এরপরেই রুদ্রনীল এর দল ছাড়ার জল্পনা তীব্র হয়। চর্চা শুরু হয় অভিনেতার লোকসভায় টিকিট পাওয়া নিয়ে।

লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় সব আসনেই বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হলেও রুদ্রনীল ঘোষের নাম কোথাও নেই। এখনও পর্যন্ত বাংলার ৩৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যে ৪টি আসনে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হতে বাকি আছে সেগুলি হল- ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম। এর আগে কৃষ্ণনগর, বারাসাত, যাদবপুরের মতো লোকসভা আসনে প্রার্থী হিসেবে রুদ্রনীলের নাম উঠে এসেছিল। সূত্র থেকে জানা যায়, লোকসভায় টিকিট না পাওয়ায় তার গলায় একটু অন্য সুর শোনা গেছে।

তিনি বলেছেন যে, "আমি দলের জন্য দলের নির্দেশ অনুযায়ী কাজ করেছি । কঠিন আসন ভবানীপুরেও লড়েছি । আশা তো একটা ছিলই কি লোকসভায় টিকিট পাব । এমন আশা কেন থাকবে না বলুন তো । কিন্তু দল যা ভালো ভেবেছে, সেটাই করেছে। "তিনি আরো বলেছেন, "টিকিট পাব বলে আশা ছিল না, এটা বললে মিথ্যা বলা হবে। আমি তো সারাদিন কবিতা লিখিনা। মাঠে-ঘাটে গিয়ে দলের কাজ করি।"

যদিও কী কারণে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন বিজেপি নেতা। বিজেপি নেতা জানিয়েছেন, তাঁকে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছিল। যে যেমন পেরেছিল তাঁকে অ্যাড করেছিল। তাতে প্রচুর ভিডিয়ো থাকায় দেখতে দেখতে এক সময় ফোন ভরে যাচ্ছিল। তাই দোলের দিন বাড়িতে থাকার সুযোগ তিনি অবাঞ্ছিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। তবে এখনও তিনি দলের ১০ থেকে ১২ টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন বলেই জানিয়েছেন।

upload
upload