Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Sheikh Sahajahan: শাহজাহানের বিরুদ্ধে আবারও নতুন এফআইআর দায়ের! 

Sweta Chakrabory | 17:57 PM, Tue Feb 27, 2024

নিউজ ডেস্ক: আবারও সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের লোকেরা গৌর দাস নামে এক ব্যাক্তিকে ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা লুঠ করে নিয়েছে ৷ এমনকী তাঁর পৈতৃক ভিটে পর্যন্ত নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল বলেও অভিযোগ গৌর দাসের। সন্দেশখালি থানায় এফআইআরটি দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গৌর দাস নামের ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছে।

জানা গেছে বিধানসভা ভোটের পর থেকে টানা ১১ মাস এলাকার বাইরে ছিল গৌর দাস নামের ওই ব্যক্তি। এরপর নিজের এলাকায় ফিরতে চাইলে ১ লাখ টাকা দাবি করে শেখ শাহাজাহান,পরে অবশ্য ৮০ হাজার টাকায় রফা হয়। যদিও ৫৩ দিন পেরলেও এখনও অধরা শেখ শাহজাহান।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল, আদালতের নির্দেশের কারণেই শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না। শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাঁকে ধরতে পারেনি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে আদালতই।’’উল্লেখ্য, সোমবারই কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ। তাতে কোনও বাধা নেই। আদালত তেমন কোনও স্থগিতাদেশ দেয়নি।

উল্লেখ্য সন্দেশখালিতে শাহজাহানের গ্রেফতারি চেয়ে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ। প্রায় প্রতি দিনই চলছে বিক্ষোভ। নতুন এফআইআর এবং আদালতের নির্দেশের পর এ বার শাহজাহানকে গ্রেফতার করা যায় কি না, সেটাই দেখার। যদিও এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন আগামি ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান। তাই এখন অপেক্ষা শুধু সময়ের।

upload
upload