Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

sheikh sahajahan

Sheikh Shahjahan: সরে গেল তৃণমূলের পতাকা! শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা

নিউজ ডেস্ক: সন্দেশখালিতে রাজ বাড়ছে বিজেপির। তৃণমূলের সাসপেন্ড নেতা শাহজাহান শেখের নামাঙ্কিত সন্দেশখালির মার্কেটের দখল নিল বিজেপি। তৃণমূলের পতাকা খুলে সেখানে উড়ল বিজেপির পতাকা। এদিন শাহজাহানের নামাঙ্কিত ওই মার্কেট থেকে তৃণমূলের পতাকা খুলে টাঙানো হল বিজেপির পতাকা। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই বছরেই তৈরি হয় সন্দেশখালির এই মার্কেট। স্থানীয়দের একাংশের দাবি, এই মার্কেটের জমিও জোর করে দখল করা হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিলেন, 'সন্দেশখালিতে আইনের শাসন সেই, সেখানে শাহজাহানের রাজ চলে।' শনিবার সকালে সেই সন্দেশখালিতেই তৃণমূলের পতাকা খুলে টাঙানো হল বিজেপির পতাকা। শুধু তাই নয়, নিজের জীবন দশাতেই সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান নিজের নামাঙ্কিত যে মার্কেট তৈরি করেছিলেন, তারও দখল নিল বিজেপি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় এসে উন্মত্ত গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন ইডি অফিসাররা। মারমুখী জনতার হাত থেকে দৌড়ে প্রাণ বাঁচিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওই ঘটনার পর সন্দেশখালিতে শাহজাহানের সাম্রাজ্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এরপর গত ২৮ তারিখ মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শাহজাহানকে। তারপর থেকে এখন সিবিআই হেফাজতেই রয়েছে শাহাজাহান। অন্যদিকে শনিবার সন্দেশখালির ঘটনায় শাহজাহানদের আত্মীয়দের তলব করা হয়। এদিন কলকাতায় নিজাম প্যালেসে গিয়ে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন শাহজাহানের ভাই আলমগীর।

Sweta Chakrabory | 17:55 PM, Sat Mar 16, 2024

Breaking Sheikh Shahjahan's Borther: CBI তলবে নিজামে হাজিরা আলমগীরের

নিউজ ডেস্ক: নিজাম প্যালেসে হাজির শেখ শাহাজাহানের ভাই শেখ আলমগীর। সিবিআই এর তলবে অবশেষে হাজিরা আলমগীরের। ইডির উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রায় ১৫ জনকে তলব করা হয়েছে। সেই ১৫ জনের তালিকাতেই রয়েছে শেখ শাহজাহানের ভাই আলমগীর।

৫জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনাএ তদন্তে আলমগীরকে তলব সিবিআই এর। ইতিমধ্যেই ইডি-র উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান সহ ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই।

Sweta Chakrabory | 11:47 AM, Sat Mar 16, 2024

Draupadi Murmu: রাষ্ট্রপতির কাছে অভিযোগ সন্দেশখালির নির্যাতিতাদের

নিউজ ডেস্ক: সন্দেশখালি আঁচ এবার রাইসিনায়। রাষ্ট্রপতির কাছে অভিযোগ সন্দেশখালির মহিলাদের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অভিযোগ জানালেন সন্দেশখালির নির্যাতিতারা। পাঁচ মহিলা-সহ শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের শিকার মোট ১১ জন শুক্রবার রাষ্ট্রপতির কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরলেন ৷ এই সংক্রান্ত একটি স্মারকলিপিও রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন সন্দেশখালির নির্যাতিতারা৷ এ প্রসঙ্গে সেন্টার ফর এসসি/এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডাঃ পার্থ বিশ্বাস বলেছেন , 'সন্দেশখালির ইস্যু নিয়ে ক্ষতিগ্রস্তরা আজ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি পুরো বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছেন। সমস্তটা শুনে দুঃখিত বোধ করেছেন।' উল্লেখ্য এর আগে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি বারাসাতে জনসভায় এসে সভার পর মঞ্চের পিছনে পাঁচ প্রতিনিধির সঙ্গে একান্তে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের উপর কীরকম অত্যাচার হত, কীভাবে জমি লুঠ করা হয়েছে, কেমন করে রাতে তৃণমূল নেতারা মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠাতেন, সমস্তই খোলাখুলি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলে দাবি সন্দেশখালির মহিলাদের। এরপর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধান্মন্ত্রীর পর এবার রাষ্ট্রপতির কাছেও অভিযোগ দায়ের করল সন্দেশখালির নির্যাতিতারা। তাদের বক্তব্য এখন সব অপরাধী ধরা পড়েনি। শেখ শাহাজাহান ধরা পড়লেও উপযুক্ত শাস্তি হয়নি তার। তার ন্যায়ের দাবি নিয়ে এদিন রাষ্ট্রপতির দরবারে হাজির হয় সন্দেশখালির মহিলারা।

Sweta Chakrabory | 15:47 PM, Fri Mar 15, 2024

Sheikh Shahjahan: সন্দেশখালির বাঘ এখন নেংটি ইঁদুর, কেমন কাটছে শেখ শাহাজাহানের সিবিআই হেফাজত?

নিউজ ডেস্ক: জামিন চেয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শেখ শাহজাহনের তরফে জামিনের আবেদন জানানো হয়। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ জরে দিয়েছেন বলে খবর।

উল্লেখ্য সিবিআই হেফাজতে এক রাত কাটিয়ে ফেলেছেন শেখ শাহজাহান । বুধবারই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় সিআইডি । আপাতত নিজাম প্যালেসে রাখা হয়েছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, রাতে একফোঁটাও ঘুম হয়নি তাঁর । জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্রেকফাস্টে ভাতের আবদার করেছিলেন তিনি । কিন্তু, সেই আবদার মেটায়নি সিবিআই । রুটি, সবজিতেই সারতে হয়েছে প্রাতঃরাশ ।

এদিকে, বুধবার হেফাজতে নেওয়ার পর থেকেই সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে শাহজাহানকে । কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে অসহযোগিতা করছেন 'সন্দেশখালির বাঘ'। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহাজাহান পুলিশ হেফাজতে বাঘের মত থাকলেও, সিবিআই হেফাজতের পর তাঁর অবস্থা নেংটি ইঁদুরের মত হয়ে গিয়েছে। নিজের এক্স পোস্টে ভিডিও পোস্ট করে এভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে শুভেন্দু লিখেছেন পুনঃ মুষিক ভবঃ, অর্থাৎ পুলিশ হেফাজতে সন্দেশখালির শেখ শাহজাহান বহাল তবিয়তে থাকলেও, সিবিআই হেফাজতে যাওয়ার পর অপরাধীর যেরকম আচরণ হওয়া উচিত সেরকমই হয়ে গিয়েছে।

এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য সন্দেশখালির মহিলারাই গোটা সন্দেশখালি জুড়ে শেখ শাহজাহান সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিজেপি তাঁদের সঙ্গ দিয়েছে। পাশাপাশি দিলীপের বক্তব্য সন্দেশখালির মহিলারা বিজেপি এবং প্রধানমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন।

Sweta Chakrabory | 14:09 PM, Thu Mar 07, 2024

Sheikh Sahajahan Arrested: ৫৫ দিনের লুকোচুরি শেষ,গ্রেফতার সন্দেশখালির 'বাঘ'


নিউজ ডেস্ক: অবশেষে ৫৫ দিন পর গ্রেফতার সন্দেশখালির 'বাঘ'। পুলিশের জালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি রাজ্য পুলিশের। বৃহস্পতিবারই তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। আপাতত তাঁকে রাখা হয়েছে বসিরহাট আদালতের লকআপে।বিঘার পর বিঘা জমি ও ভেড়ি দখল, নারী নির্যাতন-সহ তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। বুধবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহাজাহানকে ধরতে পারে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিস। তার পরেই সন্দেশখালি ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিসের জালে শেখ শাহজাহান।

প্রসঙ্গত, সন্দেশখালি কান্ডে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আদালত হাত-পা বেঁধে রেখেছে তাই গ্রেফতার করা যাচ্ছে না শেখ শাহাজাহান কে।' অভিষেকের এই কথার পরিপ্রেক্ষিতে গত সোমবার কলকাতা হাইকোর্ট জানায়, তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করতে কোনও বাধা নেই। কোনও স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘স্পষ্ট ভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি, যে গ্রেফতার করা যাবে না।’

এরপরেই সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন, সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান। আর ঠিক তাই হল। তার এই কথার ৩ দিনের মধ্যেই গ্রেফতার হল শেখ শাহাজাহান। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এর কয়েকদিন পরই সন্দেশখালিতে শাহজাহান, তাঁর ঘনিষ্ঠ শিবু, উত্তমদের বিরুদ্ধে সন্দেশখালিতে সন্ত্রাসের রাজ চালানোর অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধর, হুমকি, অত্যাচার, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী। পরবর্তীতে উত্তম, শিবু ও অজিত মাইতিকে গ্রেফতার করা হলেও শাহজাহান এতদিন অধরা ছিল। তবে শাহজাহান গ্রেফতার না হওয়ায় ক্ষোভের পারদ ক্রমশ বাড়তে থাকে। জন আন্দোলনে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির গ্রামের পর গ্রাম। বাধ্য হয়ে ১৪৪ ধারাও জারি করা হয়। অবশেষে বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হয় শাহাজাহান। যদিও গত ৫৫ দিন ধরে সন্দেশখালির বাঘ কোথায় লুকিয়ে ছিল তা এখনও অস্পষ্ট।

Sweta Chakrabory | 10:29 AM, Thu Feb 29, 2024

Sheikh Sahajahan: শাহজাহানের বিরুদ্ধে আবারও নতুন এফআইআর দায়ের! 

নিউজ ডেস্ক: আবারও সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের লোকেরা গৌর দাস নামে এক ব্যাক্তিকে ভয় দেখিয়ে ৮০ হাজার টাকা লুঠ করে নিয়েছে ৷ এমনকী তাঁর পৈতৃক ভিটে পর্যন্ত নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল বলেও অভিযোগ গৌর দাসের। সন্দেশখালি থানায় এফআইআরটি দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গৌর দাস নামের ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছে।

জানা গেছে বিধানসভা ভোটের পর থেকে টানা ১১ মাস এলাকার বাইরে ছিল গৌর দাস নামের ওই ব্যক্তি। এরপর নিজের এলাকায় ফিরতে চাইলে ১ লাখ টাকা দাবি করে শেখ শাহাজাহান,পরে অবশ্য ৮০ হাজার টাকায় রফা হয়। যদিও ৫৩ দিন পেরলেও এখনও অধরা শেখ শাহজাহান।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল, আদালতের নির্দেশের কারণেই শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না। শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাঁকে ধরতে পারেনি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে আদালতই।’’উল্লেখ্য, সোমবারই কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্য পুলিশ। তাতে কোনও বাধা নেই। আদালত তেমন কোনও স্থগিতাদেশ দেয়নি।

উল্লেখ্য সন্দেশখালিতে শাহজাহানের গ্রেফতারি চেয়ে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ। প্রায় প্রতি দিনই চলছে বিক্ষোভ। নতুন এফআইআর এবং আদালতের নির্দেশের পর এ বার শাহজাহানকে গ্রেফতার করা যায় কি না, সেটাই দেখার। যদিও এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন আগামি ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান। তাই এখন অপেক্ষা শুধু সময়ের।

Sweta Chakrabory | 17:57 PM, Tue Feb 27, 2024

High Court On Sheikh Sahajahan: হাইকোর্টের বিরুদ্ধে মিথ্যে দাবি! শাহজাহানকে গ্রেফতারে নেই কোনো বাঁধা-অভিষেকের দাবি উড়িয়ে জানালেন বিচারপতি

High Court On Sheikh Sahajahan: হাইকোর্টের বিরুদ্ধে মিথ্যে দাবি! শাহজাহানকে গ্রেফতারে নেই কোনো বাঁধা-অভিষেকের দাবি উড়িয়ে জানালেন বিচারপতি নিউজ ডেস্ক: আবারও প্রসঙ্গে সন্দেশখালি কাণ্ডের মূল মাথা শেখ শাহাজাহান। সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারবে রাজ্যের পুলিশ। কোনও স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। সোমবার এমন কথাই জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'শেখ শাহাজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা'। তবে সোমবার হাই কোর্টের তরফ থেকে অভিষেকের সেই দাবি উড়িয়ে জানিয়ে দেওয়া হল, শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই। পাশাপাশি সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, ৫২ দিন পেরলেও এখনও অধরা শেখ শাহজাহান। তাঁর গ্রেপ্তারির দাবিতে ফুঁসছে সন্দেশখালির মহিলা সহ সকলেই। বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলছে শাসকদলকে। দাবি করা হচ্ছে, তৃণমূলই আড়াল করছে শাহজাহানকে। এর উত্তরে নিজেদের পিঠ বাঁচাতে রবিবার পালটা জবাব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রবিবার হাই কোর্টকেই দায়ী করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন হাই কোর্টের নির্দেশের কারণেই নাকি রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারছে না শাহজাহানকে। এরই সঙ্গে দাবি করেছিলেন,তৃণমূল নয়, শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থাই। সোমবার অভিষেকের এই দাবিকে উড়িয়ে দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের রায় শুনে অভিষেকের সঙ্গে সুর মিলিয়ে সোমবার কুনাল ঘোষ বলেন, শেখ শাজাহান গ্রেপ্তার নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।

সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘স্পষ্ট ভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে, গ্রেফতার করা যাবে না।’’শাহজাহানকে মামলায় যুক্ত করে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে। আগামী ৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এরপর বিগত ৫ জানুয়ারি থেকে শাহজাহানের খোঁজ চলছে। ৫৩ দিন পেরিয়ে গেলেও তিনি আজও অধরা। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ঠিক হয়েছিল, ধাপে ধাপে জেলা তৃণমূলের নেতারা সন্দেশখালি গিয়ে সেখানকার মানুষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে আসবেন। ৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে সন্দেশখালিতে একটি বড় সমাবেশ করা হবে। সেই সভা থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সন্দেশখালির সাধারণ মানুষকেও ‘বার্তা’ দেওয়া হবে বলে স্থির হয়েছিল। কিন্তু রবিবারের পর সেই অবস্থান থেকে সরে এসেছেন তৃণমূল নেতৃত্ব। আপাতত ৩ মার্চ, রবিবার সেখানে ব্রিগেডের ‘প্রস্তুতি সমাবেশ’ করবে তৃণমূল।

Sweta Chakrabory | 15:11 PM, Mon Feb 26, 2024

Sheikh Sahajahan: বিপাকে সন্দেশখালির 'বাঘ'! সন্দেশখালি কাণ্ডে ৬জায়গায় তল্লাশি শুরু ইডির

নিউজ ডেস্ক: ফের বিপাকে সন্দেশখালির শাহজাহান শেখ। ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করে তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি শুরু করল ইডি। শুক্রবার সকাল থেকে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ৬জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। জানাগেছে জমি-ভেড়ির টাকা বিনিয়োগ বেনিয়ম ছিল কিনা, সীমান্ত পেরিয়ে মাছ পাচার হত কিনা, সব খতিয়ে দেখতে চায় ইডি। যেহেতু শাহজাহান এখন বেপাত্তা, তাই তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় আপাতত তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার সকালেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়ে ইডি-র একাধিক টিম। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি অফিসারদের ওপর আক্রমণের ঘটনার পর ৫০ দিন পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে নতুন করে তৎপর হল ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতা ও আশপাশের একাধিক জায়গায় শুরু হয়েছে ইডি-র তল্লাশি। সূত্রের খবর, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে খুন ও জমি দখলের অভিযোগ ছিল, তার ভিত্তিতেই একটি ইএসআইআর দায়ের করেছে ইডি। সেই মামলাতেই শুরু হয়েছে তল্লাশি।

শুক্রবার সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন। এছাড়াও বিরাটি-সহ উত্তর ২৪ পরগণার চার জায়গায় চলছে তল্লাশি। বিরাটিতে অরুণ সেনগুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। পাশাপাশি মধ্য হাওড়ার হালদারপাড়া লেনে পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। জানা যাচ্ছে, পার্থপ্রতিম নামে ওই ব্যক্তির মাছের ভেড়ির ব্যবসা রয়েছে। সেই ব্যবসার সঙ্গে শাহজাহান শেখের যোগ রয়েছে বলেই অনুমান আধিকারিকদের।


Sweta Chakrabory | 14:14 PM, Fri Feb 23, 2024

Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, জ্বলছে আগুন! সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত? কী ইঙ্গিত দিলেন সুকান্ত

নিউজ ডেস্ক: আবারও অগ্নিগর্ভ সন্দেশখালি। সন্দেশখালির উত্তাপ যেন কিছুতেই ঠাণ্ডা হচ্ছে না৷ বরং প্রতিনিয়ত বেড়ে চলেছে ঝামেলা৷ বৃহস্পতিবার অন্তত তারই প্রমান মিলেছে৷ নতুন করে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ৷ বৃহস্পতিবারের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন৷ গ্রামবাসীদের অভিযোগ ঝুপখালি এলাকার কয়েকশো বিঘা আদিবাসীদের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল শেখ সিরাজুদ্দিন৷ সেই অভিযোগে, নিজেদের জমি দখলমুক্ত করতে এদিন পথে নামেন গ্রামের মানুষ৷ সিরাজুদ্দিনের মাছের ভেড়ি লাগোয়া একটি ঘরে আগুন ধরিয়ে দেন সাধারণ মানুষ৷

অন্যদিকে, সন্দেশখালির এই আবহে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বারাসতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির দাবি, সভা শেষে সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করা হবে। তবে নির্যাতিতাদের সঙ্গে আদৌ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয় কিনা, সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, ৪৯ দিন পার হতে চলেছে। এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। সেই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর এই আবহেই সন্দেশখালিতে 'শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করে রাখা মাঠ ফিরিয়ে দেওয়া দিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অরবিন্দ মিশন ময়দানের ওই মাঠ দখল করে নিয়েছিল শেখ শাহজাহান। ফটকে তালা ঝোলানো থাকত, যাতে স্থানীয়রা ঢুকতেই না পারেন। এদিন সেই মাঠ স্থানীয়দের ফিরিয়ে দিতে উদ্যত হয় পুলিশ। প্রথমে তালা খোলা হয়। তারপর মাঠকে ঘিরে রাখা দেওয়ালে 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব' লেখাটিও ঢেকে দেওয়া হল চুনকামের প্রলেপে।

Sweta Chakrabory | 15:37 PM, Thu Feb 22, 2024
upload
upload