Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, জ্বলছে আগুন! সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত? কী ইঙ্গিত দিলেন সুকান্ত

Sweta Chakrabory | 15:37 PM, Thu Feb 22, 2024

নিউজ ডেস্ক: আবারও অগ্নিগর্ভ সন্দেশখালি। সন্দেশখালির উত্তাপ যেন কিছুতেই ঠাণ্ডা হচ্ছে না৷ বরং প্রতিনিয়ত বেড়ে চলেছে ঝামেলা৷ বৃহস্পতিবার অন্তত তারই প্রমান মিলেছে৷ নতুন করে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ৷ বৃহস্পতিবারের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন৷ গ্রামবাসীদের অভিযোগ ঝুপখালি এলাকার কয়েকশো বিঘা আদিবাসীদের জমি দখল করে মাছের ভেড়ি করেছিল শেখ সিরাজুদ্দিন৷ সেই অভিযোগে, নিজেদের জমি দখলমুক্ত করতে এদিন পথে নামেন গ্রামের মানুষ৷ সিরাজুদ্দিনের মাছের ভেড়ি লাগোয়া একটি ঘরে আগুন ধরিয়ে দেন সাধারণ মানুষ৷

অন্যদিকে, সন্দেশখালির এই আবহে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, বারাসতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতির দাবি, সভা শেষে সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করা হবে। তবে নির্যাতিতাদের সঙ্গে আদৌ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয় কিনা, সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, ৪৯ দিন পার হতে চলেছে। এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। সেই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আর এই আবহেই সন্দেশখালিতে 'শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করে রাখা মাঠ ফিরিয়ে দেওয়া দিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অরবিন্দ মিশন ময়দানের ওই মাঠ দখল করে নিয়েছিল শেখ শাহজাহান। ফটকে তালা ঝোলানো থাকত, যাতে স্থানীয়রা ঢুকতেই না পারেন। এদিন সেই মাঠ স্থানীয়দের ফিরিয়ে দিতে উদ্যত হয় পুলিশ। প্রথমে তালা খোলা হয়। তারপর মাঠকে ঘিরে রাখা দেওয়ালে 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব' লেখাটিও ঢেকে দেওয়া হল চুনকামের প্রলেপে।

upload
upload