Thursday, November 14, 2024

Logo
Loading...
upload upload upload

Ma Durga Idol: পেন্সিলের শিষ দিয়ে ২ ইঞ্চির মা দুর্গা! অভিনব ভাবনা শিল্পী দেবতোষ দাসের


Sweta Chakrabory | 12:52 PM, Thu Oct 10, 2024

নিউজ ডেস্ক: আজ মহাসপ্তমী। আকাশে বাতাসে পুজোর আমেজ। আর এরই মধ্যে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা (smallest Ma Durga Idol) তৈরি করে সবার মন জয় করে নিয়েছে, গঙ্গাসাগরের দেবতোষ দাস। পেন্সিলের শিষ দিয়ে মাত্র দুই ইঞ্চির প্রতিমা (Ma Durga Idol) তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী। চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুন হাতে উমার সপরিবারের নিদারুণ প্রতিমা তৈরি করেছে দেবতোষ।

প্রতিবছরই অভিনব ভাবনার মাধ্যমে প্রতিমা (Ma Durga Idol) তৈরি করে দেবতোষ। কিন্তু দেবতোষের প্রতিমা তৈরি করা পেশা নয় নেশা। নেশার টানে প্রতিবছর মৃন্ময়ী রূপ ফুটিয়ে তোলেন তিনি। এক চিলতে ঘরে ছোট পরিবার নিয়ে বাস করেন দেবতোষ। পেশায় একজন ক্যামেরাম্যান তিনি। গঙ্গাসাগরে (Gangasagar) সমুদ্র সৈকতের পর্যটকদের ছবি তুলেই জীবিকা নির্বাহ করেন তিনি। আর নিজের কাজের ফাঁকে এমন শিল্প কর্মেই নিজের শিল্পী সত্ত্বা জাগিয়ে তোলেন।

ইতিমধ্যেই দেবতোষের প্রতিমা (Ma Durga Idol) দেখতে ভিড় জমিয়েছে দেবতোষ এর বাড়িতে এলাকাবাসীরা। কখনও প্লাস্টিকের বোতল, কখনও আবার নারকেলে ছোবড়া দিয়ে প্রতিমা তৈরি করেছেন তিনি। তবে এবছর একটি অন্য রকম প্রতিমা তৈরি করেছেন তিনি।

এই বিষয় দেবতোষ দাস বলেন, 'ছোটবেলা থেকে বিভিন্ন রকম সামগ্রিক যে প্রতিমা তৈরি করা আমার নেশা। কোন সময় প্লাস্টিকের বোতল এবং নারকেল ছোবড়া দিয়ে প্রতিমা তৈরি করেছি আমি। স্থানীয় একটি ক্লাবে আমাদের প্রতিমা প্রদর্শন করি। প্রতি বছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজনকে আনন্দিত এবং মুখরিত করে। এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়েছি, পেন্সিলের মোচ দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা (smallest Ma Durga Idol) তৈরি করেছি। এই প্রতিমার জন্য আমার সময় লেগেছে চার দিন। প্রতিমা তৈরি করা আমার নেশা। ইতিমধ্যে আমার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ বেশ জমায় আমাদের বাড়িতে।' দেবতোষের এই প্রতিভাকে বাহবা দিচ্ছে এলাকার মানুষেরা।

upload
upload