Sunday, December 22, 2024

Logo
Loading...
upload upload upload

Sunita Williams: পাঁচ মাস ধরে মহাকাশে আটকে সুনিতা উইলিয়ামস!  মহাকাশে বসে কী কী খাচ্ছেন তাঁরা!

Sweta Chakrabory | 12:15 PM, Sat Nov 23, 2024

নিউজ ডেস্ক: পাঁচ মাস ধরে মহাকাশে আটকে সুনিতা উইলিয়ামস। পৃথিবীতে ফিরতে হয়ে যেতে পারে পরের বছর। কয়েকদিন আগে, নাসার এই মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের স্বাস্থ্যের অবনতি প্রসঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল। বিশেষ করে, সুনিতা ও তাঁর সহকর্মী মহাকাশচারী বাচ উইলমোরের কিছু ছবি উদ্বিগ্ন করে তুলেছিল চিকিৎসকদের। জল্পনা উঠেছিল, ক্রমাগত ওজন কমছে সুনিতার। যদিও, পরে উইলিয়ামস জানান, তাঁর চেহারার পরিবর্তন নিয়ে উদ্বেগের কিছু নেই। ভালোই আছেন। নাসার মেডিকেল টিমও নিশ্চিত করছে যে তাঁরা সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ক্যালোরি পাচ্ছেন।

তবে মহাকাশে পৃথিবীর মতো দৈনন্দিন খাবারের যোগান নেই। এমন সময়ে কী খেয়ে কাটাচ্ছেন সুনিতারা? কোন খাবারে পুষ্টি পাচ্ছেন? সম্প্রতি এ তথ্যই সামনে এসেছে। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পিৎজা, রোস্ট চিকেন এবং চিংড়ি ককটেল উপভোগ করছেন। তবে অন্য আরেকটি সূত্র আবার উল্লেখ করেছে যে নভোচারীদের স্বাস্থ্যকর খাদ্যের যোগান সীমিত। স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করার জন্য খুব বেশি তাজা খাবার অবশিষ্ট নেই।

তবে, নাসা নিশ্চিত করেছে যে প্রতিদিন প্রত্যেক মহাকাশচারীর জন্য ৩.৮ পাউন্ড খাবার পাওয়া যায়। এছাড়াও, অপ্রত্যাশিতভাবে মিশনের দিন বাড়ানোর প্রয়োজন হলে অতিরিক্ত খাদ্য সরবরাহও রয়েছে।

upload
upload