Upper Primary Merit List: বুধে উচ্চপ্রাথমিকের প্যানেল প্রকাশ, ১৪ হাজারের ভাগ্য খুলতে পারে আজই
নিউজ ডেস্ক: বুধবার সন্ধ্যের মধ্যেই প্রকাশিত হবে আপার প্রাইমারির প্যানেল (Upper Primary Merit List)। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নির্দেশ মেনে ২৫ সেপ্টেম্বরই প্যানেল প্রকাশ করার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ফলে প্রায় এক দশক পর চাকরির সম্ভাবনা ১৪ হাজার চাকরিপ্রার্থীর।
তবে কাউন্সেলিং কবে হবে সেটা জানানো হয়নি কমিশনের তরফে। শধু এটুকু জানানো হয়েছে যে মেধাতালিকা প্রকাশ করার পর প্রথম ধাপের কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়াও নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। সেটা বাদ দিয়েই বাকি প্যানেল (Upper Primary Merit List) প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home থেকে দেখা যাবে মেধাতালিকা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই সোমবার ১৪,০৫২ পদে নিয়োগ-প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানিয়েছিল, হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার প্যানেল (Upper Primary Merit List) প্রকাশ করা হবে। তবে যে ৯৫ জন প্রার্থীর জাতিগত শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতায় ভুল আছে, তাঁদের নাম তালিকায় নাও থাকতে পারে।
ডিভিশন বেঞ্চের রায়ের চার সপ্তাহ বা ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্যানেল (Upper Primary Merit List) প্রকাশ, তার চার সপ্তাহ বা ২৩ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং সম্পন্ন করে সুপারিশপত্র প্রদান এবং তার চার সপ্তাহ বা ২১ নভেম্বরের মধ্যে নিয়োগ নিশ্চিত করতে বলেছিল হাইকোর্ট। যদিও প্যানেল প্রকাশের ৪ সপ্তাহের মধ্যে কীভাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের দাবি, শুধু প্যানেল (Upper Primary Merit List) প্রকাশ এবং কাউন্সেলিং করলে হবে না। পুজোর আগেই কাউন্সেলিং শুরু করতে হবে কমিশনকে। কিন্তু পুজোর মধ্যে তা শুরু করতে না পারলে কীভাবে ৪ সপ্তাহের মধ্যে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আর কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি পড়ে যাবে