Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

PM Narendra Modi: নতুন ১০টি বন্দে ভারতের উদ্বোধন মোদীর , সুখবর জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

Sweta Chakrabory | 12:49 PM, Tue Mar 12, 2024

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার বড় চমক ভারতীয় রেলে। মঙ্গলবার ১০টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০টি নতুন বন্দে ভারতের মধ্যে একটি বন্দে ভারত ট্রেন পেল বাংলা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেন গুজরাটের আহমেদাবাদ থেকে। জানা গিয়েছে, বাংলার নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে নয়া বন্দে ভারত। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে।

সূত্র মারফত জানা গেছে, এদিন আমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডঃ এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেরাদুন, কালাবুর্গি-স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী, খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)-এর মধ্যে ট্রেনগুলির যাত্রা সূচনা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য রাঁচিগামী নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গও। আসানসোল থেকে এই ট্রেনটি হাতিয়া পর্যন্ত চলবে।

রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়াও কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনের উদ্বোধন করেন মোদী। বর্তমানে এখন দেশে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলে। ব্রডগেজ লাইনে দেশের ২৪টি রাজ্যের মোট ২৫৬টি জেলাকে জুড়েছে এই ট্রেন।

উল্লেখ্য এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীকে সুখবর জানিয়ে মোদী লিখেছেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনেরও যাত্রাশুরু হবে।’ তারপর আহমেদাবাদ থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন মোদী।

upload
upload