Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

vande bharat

Vande Bharat Metro: প্রকাশ্যে এল বন্দে ভারত মেট্রোর লুক, জুলাই থেকে ট্রায়াল রান

সামনে এল বন্দে ভারত মেট্রোর লুক

নিউজ ডেস্ক: বড় দূরত্বের পর এবার ছোট ছোট পা ফেলার পথে বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro)। পাঞ্জাবের (Punjab) কাপুরথলা রেলপথ ফ্যাক্টরি থেকে প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন বের হল। সামাজিক মাধ্যমে সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রেলের কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে আছেন সেখানে কালো রঙের গায়ে গেরুয়া রঙের সমান্তরাল রেখা দেওয়া অত্যাধুনিক ট্রেনের বগি হর্ণ বাজিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া কালো বন্দে ভারত মেট্রো (New Vande Bharat metro) যে কোন ভারতীয়র মন ভালো করে দিতে পারে।  নেটিজেনরা জানাচ্ছেন মুম্বাই (Mumbai) সাব-আরবান নেটওয়ার্কের এসি কোচের মতই দেখতে এই নয়া বন্দে ভারত

 জুলাই থেকে ট্রায়াল রান

রেলের তরফে জানানো হয়েছে আগামী জুলাই মাস থেকে বন্দে ভারত মেট্রোর(Vande Bharat metro) ট্রায়াল রা শুরু করার কথা ভাবা হচ্ছে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে তবে নির্দিষ্ট কোন দিন থেকে বন্দে ভারত মেট্রো ট্রায়াল শুরু হবে তা এখন স্থির করা হয়নি মেট্রো সূত্রে জানা গিয়েছে চলতি বছর নির্দিষ্ট রুটে বন্দে ভারত মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছেদুমাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হবে বর্তমান এসি মেট্রো (A.C. Metro) কোচের তুলনায় অনেকটাই আলাদা বন্দে ভারত মেট্রো এতে আরামদায়ক বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি এমন একাধিক ব্যবস্থা থাকবে যা বর্তমান মেট্রোতে নেই

দ্রুত গতিতে ছুটবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro)

রেল সূত্রে জানা গেছে একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে এই বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro)। খুব দ্রুত গতি তুলতে পারবে এই ট্রেন পাশাপাশি দ্রুত গতি কমিয়ে ফেলার ক্ষমতাও থাকবে এই মেট্রোতে।ফলে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত মেট্রো।এই নয়া মেট্রোতে সর্বনিম্ন ১২টি কোচ থাকবে তবে চাহিদা অনুযায়ী যে রুটে বেশি কোচের প্রয়োজন সেখানে দেওয়া হবে সর্বোচ্চ ১৬টিকোচ নিয়ে এগিয়ে যেতে পারবে বন্দে ভারত মেট্রো ট্রেন

(Vande Bharat metro)কোন রুটে চলবে নয়া মেট্রো

প্রথম কোন রুটে  চলবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro route) সেটি এখন আলোচনার পর্যায়ে রয়েছে এখন কোনও রুট চূড়ান্ত হয়নি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্দে ভারত মেট্রোর আবদার এসেছেকোথায় প্রথম দেওয়া হবে এবং ধাপে ধাপে আরও কোথায় কোথায় দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে আরও জানাগিয়েছে প্রথম ধাপে ৫০ টি ট্রেন তৈরি করা হবে ধীরে ধীরে ৪০০টি বন্দে ভারত মেট্রো চালু করার চিন্তা ভাবনা রয়েছে রেল দপ্তরের। বন্দে ভারত মেট্রো ১০০ কিলোমিটার থেকে আড়াইশো কিলোমিটারের মধ্যে ভ্রমণ করতে সক্ষম হবে

Pankaj Kumar Biswas | 12:08 PM, Thu May 02, 2024

Vande bharat:সফট টার্গেট বন্দে ভারত! চিন্তায় রেল

 নিউজ ডেস্ক: বাংলায় বন্দে ভারত (Vande Bharat) কি এখন দুষ্কৃতিদের সফট টার্গেট! প্রশ্ন উঠল নববর্ষের দিনেও। পশ্চিমবঙ্গে দুষ্কৃতিদের ছোড়া পাথরে ফের ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের কাচ। পাথরের আঘাতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে গিয়েছে বলে রেল দফতর সূত্রের খবর। বারবার একই ধরনের ঘটনা ঘটায় বন্দে ভারত এক্সপ্রেসের সুরক্ষা নিয়ে পুনরায় প্রশ্ন উঠতে শুরু করেছে ।
জানা গেছে হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়িগামী (New Jalpaiguri) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মালদা (Malda) স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে সামসি স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় ট্রেনের সি ৮ কোচ লক্ষ্য করে পাথর ছোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। কেন বারবার আক্রমণের মুখে পড়ছে তবে বন্দে ভারত প্রশ্ন যাত্রীদের। তারা সুরক্ষার অভাব বোধ করছেন।
এদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশনে যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনের বন্দে ভারত এক্সপ্রেস আসার পর মালদহের আরপিএফ (RPF) কর্মীরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁরা রেল যাত্রীদের সঙ্গেও কথা বলেন। এর আগে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছিল। এবারও সেই আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বন্দে ভারতের এক যাত্রী এদিন বলেন, “আগে এই ধরনের পাথর ছোড়ার ঘটনা শুনেছিলাম। এবার নিজের চোখে দেখলাম। বিষয়টি বন্ধ করা উচিত। না হলে এত টাকা খরচ করে এই ট্রেনে ঝুঁকি নিয়ে যাওয়ার কোন মানেই হয় না। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”

Sweta Chakrabory | 21:16 PM, Mon Apr 15, 2024

PM Narendra Modi: নতুন ১০টি বন্দে ভারতের উদ্বোধন মোদীর , সুখবর জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার বড় চমক ভারতীয় রেলে। মঙ্গলবার ১০টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০টি নতুন বন্দে ভারতের মধ্যে একটি বন্দে ভারত ট্রেন পেল বাংলা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেন গুজরাটের আহমেদাবাদ থেকে। জানা গিয়েছে, বাংলার নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে নয়া বন্দে ভারত। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে।

সূত্র মারফত জানা গেছে, এদিন আমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডঃ এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেরাদুন, কালাবুর্গি-স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী, খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)-এর মধ্যে ট্রেনগুলির যাত্রা সূচনা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য রাঁচিগামী নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গও। আসানসোল থেকে এই ট্রেনটি হাতিয়া পর্যন্ত চলবে।

রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়াও কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনের উদ্বোধন করেন মোদী। বর্তমানে এখন দেশে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলে। ব্রডগেজ লাইনে দেশের ২৪টি রাজ্যের মোট ২৫৬টি জেলাকে জুড়েছে এই ট্রেন।

উল্লেখ্য এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীকে সুখবর জানিয়ে মোদী লিখেছেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনেরও যাত্রাশুরু হবে।’ তারপর আহমেদাবাদ থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন মোদী।

Sweta Chakrabory | 12:49 PM, Tue Mar 12, 2024
upload
upload