Sunday, November 10, 2024

Logo
Loading...
upload upload upload

cgo complex

RG Kar Protest: সিজিও কমপ্লেক্স অভিযান শুরু জুনিয়র চিকিৎসকদের, বাইপাসে বিশাল মশাল মিছিল নাগরিক সমাজের

নিউজ ডেস্ক: স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল (RG Kar Protest) করে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনা তুললেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তাঁরা অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরইমধ্যে শুক্রবারের মিছিল থেকে বারাবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআইয়ের উপরেও।

প্রসঙ্গত, টানা ৪২ দিন কর্ম বিরতিতে অনড় থাকার পর অবশেষে রাজ্য সরকার এবং নবান্নের মুখ্য সচিবের সঙ্গে একাধিকবার বৈঠকের পর কাজে ফেরার ব্যাপারে সহমত প্রদান করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিশেষ করে তাদের যে মূল দাবি ছিল হাসপাতালে তাদের সুরক্ষা ও থ্রেট কালচার বন্ধ হওয়া এই দুই দাবি নিয়ে শুরু হয়েছিল টানা পড়েন অবশেষে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসে জুনিয়র চিকিৎসা করা। তারপরেই গত বৃহস্পতিবার নবান্নের মুখ্য সচিবের তরফ থেকে স্বাস্থ্য সচিবের উদ্দেশ্য একটি চিঠি পাঠানো হয় যেখানে এই চিকিৎসকদের সুরক্ষা প্রসঙ্গে ১০ টি দফা উল্লেখ করা হয়। আর সেই নির্দেশ নামা জারির পরেই এই জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান-বিক্ষোভের (RG Kar Protest) পাশাপাশি আংশিক কর্ম বিরতিতে যোগদান করার কোথাও জানিয়েছেন। তবে এখনই থামছে না বিচারের দাবিতে তাদের আন্দোলন। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে যে যার নিজ নিজ কলেজে জারি থাকবে এই নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন।

অন্যদিকে একইসঙ্গে ‘আর জি করের বিচার চাই’ এই দাবিকে সামনে রেখে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত শুরু হতে চলেছে মশাল মিছিল (RG Kar Protest)। নাগরিক সমাজের ডাকে এই মিছিল ৪২ কিলোমিটার পথ অতিক্রম করে রাত ১২টা নাগাদ গৌঁছাবে শ্যামবাজারে। ইতিমধ্যে বহু মানুষ এই মিছিলে অংশ নেওয়ার জন্য জড়ো হতে শুরু করেছেন। কারুক হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা ‘তিলোত্তমা একটি আন্দোলনের নাম’। আবার কারুর মুখে স্লোগান ‘উই ডিমান্ড জাস্টিস’।

জানা গিয়েছে, মশাল মিছিলে (RG Kar Protest) যোগ দিতে চলেছেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক শিল্পী, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষরা । এই মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ থেকে যাবে। উদ্যোক্তারা আরজি কর হাসপাতালে মশাল নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সেখানে এখন মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আছে। তাই রাতে শ্যামবাজারে এসে শেষ হবে মিছিল।এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, তিলোত্তমার জন্য একসাথে, এক পথে।

Sweta Chakrabory | 18:33 PM, Fri Sep 20, 2024
RG Kar Protest: সিজিও কমপ্লেক্স অভিযান শুরু জুনিয়র চিকিৎসকদের, বাইপাসে বিশাল মশাল মিছিল নাগরিক সমাজের

নিউজ ডেস্ক: স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল (RG Kar Protest) করে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনা তুললেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তাঁরা অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরইমধ্যে শুক্রবারের মিছিল থেকে বারাবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআইয়ের উপরেও।

প্রসঙ্গত, টানা ৪২ দিন কর্ম বিরতিতে অনড় থাকার পর অবশেষে রাজ্য সরকার এবং নবান্নের মুখ্য সচিবের সঙ্গে একাধিকবার বৈঠকের পর কাজে ফেরার ব্যাপারে সহমত প্রদান করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিশেষ করে তাদের যে মূল দাবি ছিল হাসপাতালে তাদের সুরক্ষা ও থ্রেট কালচার বন্ধ হওয়া এই দুই দাবি নিয়ে শুরু হয়েছিল টানা পড়েন অবশেষে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসে জুনিয়র চিকিৎসা করা। তারপরেই গত বৃহস্পতিবার নবান্নের মুখ্য সচিবের তরফ থেকে স্বাস্থ্য সচিবের উদ্দেশ্য একটি চিঠি পাঠানো হয় যেখানে এই চিকিৎসকদের সুরক্ষা প্রসঙ্গে ১০ টি দফা উল্লেখ করা হয়। আর সেই নির্দেশ নামা জারির পরেই এই জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান-বিক্ষোভের (RG Kar Protest) পাশাপাশি আংশিক কর্ম বিরতিতে যোগদান করার কোথাও জানিয়েছেন। তবে এখনই থামছে না বিচারের দাবিতে তাদের আন্দোলন। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে যে যার নিজ নিজ কলেজে জারি থাকবে এই নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন।

অন্যদিকে একইসঙ্গে ‘আর জি করের বিচার চাই’ এই দাবিকে সামনে রেখে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত শুরু হতে চলেছে মশাল মিছিল (RG Kar Protest)। নাগরিক সমাজের ডাকে এই মিছিল ৪২ কিলোমিটার পথ অতিক্রম করে রাত ১২টা নাগাদ গৌঁছাবে শ্যামবাজারে। ইতিমধ্যে বহু মানুষ এই মিছিলে অংশ নেওয়ার জন্য জড়ো হতে শুরু করেছেন। কারুক হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা ‘তিলোত্তমা একটি আন্দোলনের নাম’। আবার কারুর মুখে স্লোগান ‘উই ডিমান্ড জাস্টিস’।

জানা গিয়েছে, মশাল মিছিলে (RG Kar Protest) যোগ দিতে চলেছেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক শিল্পী, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষরা । এই মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ থেকে যাবে। উদ্যোক্তারা আরজি কর হাসপাতালে মশাল নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সেখানে এখন মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আছে। তাই রাতে শ্যামবাজারে এসে শেষ হবে মিছিল।এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, তিলোত্তমার জন্য একসাথে, এক পথে।

Sweta Chakrabory | 18:15 PM, Fri Sep 20, 2024

Minakshi Mukherjee: সিবিআই দফতরে ডাক পড়ল মীনাক্ষি মুখোপাধ্যায়ের! আরজি কর কাণ্ডের কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ?


নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee)৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আজ, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে যাবেন ডিওয়াইএফআই নেত্রী। এর আগেও একবার সিবিআই ডেকেছিল তাঁকে, তবে রাজনৈতিক কর্মসূচির কারণে হাজিরা দেননি তিনি। তবে দ্বিতীয়বার তলবের পরে আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও-তে সিবিআই দফতরে যাবেন মীনাক্ষী।

সিবিআই সূত্রের খবর, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ১৪ অগাস্ট প্রতিবাদ জমায়েত চলাকালীন আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। মূলত সেই নিয়ে কথা বলার জন্যই ডাকা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee)। তাঁর বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

তিলোত্তমার ঘটনা যেদিন ঘটেছিল তার পরপরই অর্থাৎ ১৪ই অগস্ট প্রথম ‘রাত দখলের’ কর্মসূচি ছিল। শহরের তথা রাজ্যের নানা জায়গায় গভীর রাতে চলে মিছিল, জমায়েত। আরজি করের সামনেও ছিল বহু প্রতিবাদীর ভিড়। সেইদিন ওই সময় মীনাক্ষীর (Minakshi Mukherjee) নেত্রীত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল। বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তাঁরা। আচমকা সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেদিন হামলা চালিয়েছিল? যেহেতু সেদিন ভাঙচুরের সময় তিনি সেখানে ছিলেন, সেই কারণে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।

আরজি কর কাণ্ডের পর থেকেই ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। বুধবার নবান্নের বৈঠকে হতাশ হয় জুনিয়ার ডাক্তাররা। কয়েক ঘন্টা ধরে চলা বৈঠক শেষে মিনিটসে সই না করেই বেরিয়ে আসেন আন্দোলনকারীরা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমে জট কাটানোর বারংবার প্রচেষ্টা চললেও এখনও পর্যন্ত তা ফলপ্রসূ হল না। তাই তাঁদের কর্মবিরতি এখনই উঠছে না। তাঁদের পঞ্চম দাবি কার্যকর করা না হলে এই কর্মবিরতি চলবে।

Sweta Chakrabory | 13:10 PM, Thu Sep 19, 2024

Rituparna Sengupta: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজির টলি অভিনেত্রী ঋতুপর্ণা


নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন অভিনেত্রী। যদিও ঋতুপর্ণা সিজিওতে (CGO Complex) পৌঁছনোর আগেই সেখানে পৌঁছন তাঁর হিসাবরক্ষক। ইডি সূত্রে খবর, বেশকিছু হিসাব সংক্রান্ত কাগজপত্র নিয়ে দফতরে পৌঁছছেন তিনি। এদিকে এদিন অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীরাও। যদিও জিজ্ঞাসাবাদ যেখানে করা হবে সেখানে আপাতত আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি বলেই ইডি সূত্রে খবর।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি ইডি। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি।

এ প্রসঙ্গে ঋতুপর্ণার (Rituparna Sengupta) হিসাবরক্ষক জানিয়েছিলেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব চেয়েছিল ইডি, তা তিনি, অর্থাৎ হিসাবরক্ষকই দেখাশোনা করেন। তাই হিসাব বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে তিনি এসেছেন। অভিনেত্রীও পরে সিজিওতে (CGO Complex) আসবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন হিসাবরক্ষক। সেই মতো কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী এসে পৌঁছন সিজিওতে।

যদিও গত ৫ জুন সকালে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু অভিনেত্রী (Rituparna Sengupta) সেদিন বিদেশে ছিলেন। তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন, তাঁর পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই মতো এবার হাজিরা দিলেন অভিনেত্রী। তবে উল্লেখ্য, রেশন দুর্নীতির আগে ২০১৯ সালে রোজভ্যালি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময়ও ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী।

Sweta Chakrabory | 16:11 PM, Wed Jun 19, 2024
upload
upload