Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

heavy rain forecast

Weather Update: অবশেষে কাটল ভারী বৃষ্টির পূর্বাভাস! বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা কয়েক জেলায়


নিউজ ডেস্ক: অবশেষে রাজ্যের ওপর থেকে কাটল কালো মেঘের চাদর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগঢ়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির (Weather Update) খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমতেই এবার ক্রমশ বাড়বে তাপমাত্রা। ফের স্বাভাবিক বা তার উপরে উঠবে পারদ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।

দক্ষিণবঙ্গে শুক্রবার কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির (Weather Update) সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলায়। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় পরিষ্কার আকাশ। ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে কয়েক জায়গায় দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তবে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন বানভাসি পরিস্থিতি । বর্ধমান, হাওড়া এবং হুগলির মানুষরা । টানা বৃষ্টিতে (Weather Update) একেবারে জলের তলায় ফসল সহ চাষের জমি। লাগাতার বৃষ্টিতে ধান জমিগুলি একেবারে ডুবে গিয়েছে। পাশাপাশি বেগুন, পটল, টমেটো সহ একাধিক ফসল জলে ডুবে যাওয়ার ফলে পচন শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার সকালে মাইথন থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । জানা গিয়েছে আরও জল ছাড়া হতে পারে । ডিভিসি থেকে আরও বেশি জল ছাড়লে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে ।

Sweta Chakrabory | 10:54 AM, Thu Sep 19, 2024

Weather Update: মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৬ জেলায়! বিরাট পরিবর্তন উত্তরবঙ্গে


নিউজ ডেস্ক: আপাতত বাংলার আকাশ থেকে নিম্নচাপ (Weather Update) কেটে গিয়েছে। যদিও বৃষ্টির হাত থেকে কিন্তু এখনই রেহাই পাবেন না রাজ্যবাসী। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার থেকে ধীরে ধীরে মেঘমুক্ত আকাশ দেখা দেবে দক্ষিণবঙ্গে,তাপমাত্রাও বাড়বে তাল মিলিয়ে৷ এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের একবার উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দাপট বাড়বে৷ তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবফাওয়া দফতর। তবে শুধু বুধবারই নয়, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার তাপমাত্রা বাড়তে (Weather Update) পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে বুধবার থেকে আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং ঝাড়গ্রাম এই ৬ জেলায়।

অন্যদিকে, নিম্নচাপের বৃষ্টিতে (Weather Update) ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা। তাই জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহরও। নৌকা অথবা ডিঙিই একমাত্র ভরসা ঘাটালবাসীর। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি।

Sweta Chakrabory | 10:58 AM, Wed Sep 18, 2024

Weather Update: খামখেয়ালী আবহাওয়া! কখনও রোদ কখনও বৃষ্টি, বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া?


নিউজ ডেস্ক: টানা বৃষ্টির পর অবশেষে আজ, মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন রোদের দেখা মিলেছে। তবে নিম্নচাপের ঘনঘটা (Weather Update) এখনও পুরোপুরি ভাবে কাটেনি। কারন মাঝে মধ্যেই রোদ সরে গিয়ে আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে আসছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহ থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে কমবে বৃষ্টি। যদিও উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে। শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে এখন একটি সাধারণ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এ কদিন মেঘলা আকাশ ও বৃষ্টির (Weather Update) কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। তবে এবার ফের স্বাভাবিক বা তার ওপরে উঠবে পারদ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। আবহাওয়ার উন্নতি হওয়ায় মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে আর কোনও নিষেধাজ্ঞা নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের মত কলকাতাতেও আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির (Weather Update) সম্ভাবনা কম থাকবে। তবে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

প্রসঙ্গত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অবস্থান করেছিল তার জেরেই প্রবল বৃষ্টিতে (Weather Update) ভিজেছিলো গোটা বাংলা। কাল রাতেও হালকা বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে চলে গেছে। এর ফলে ঝাড়খণ্ডে ১৬ সেপ্টেম্বর থেকে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যার জেরে একটি লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Sweta Chakrabory | 10:56 AM, Tue Sep 17, 2024

Weather Update: আপাতত বৃষ্টি চলবে রাজ্যে জুড়ে, আবহাওয়ার উন্নতি কবে? জানুন


নিউজ ডেস্ক: শরতে যেন অকাল শ্রাবণ রাজ্যজুড়ে। শুক্রবার থেকে এক নাগাড়ে ভারী বৃষ্টি চলছে বাংলায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শুরুতে সোমবারেও আকাশের বৃষ্টিভেজা (Weather Update) মুখ দেখে ঘুম ভাঙল শহরের। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। আজ, সোমবার সকালের পর শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে ঝাড়খণ্ড ও লাগোয়া পশ্চিমের কিছু জেলার উপর অবস্থান করছে এই নিম্নচাপ।

নিম্নচাপের (Weather Update) জেরে উত্তরবঙ্গে আজ, সোমবার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।

সূত্রে খবর আজ সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্টি হওয়া অতি গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। নদিয়া, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির পরিমাণ বাড়ার বাড়বে কলকাতাতেও। স্বাভাবিকভাবেই বৃষ্টির জেরে একধাক্কায় তাপমাত্রা বেশখানিকটা কমে গেছে। আজ কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশেপাশে।

অন্যদিকে সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৬৪ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল, যদিও আবহাওয়া দফতর গত কয়েকদিন ধরে বারবার সতর্ক করেছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল (Weather Update) থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। তারপর থেকেই গত দু’দিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।

Sweta Chakrabory | 10:57 AM, Mon Sep 16, 2024

Weather Update: ঘনিয়ে আসছে আরও দুর্যোগ! কলকাতা থেকে জেলায় চলবে বৃষ্টি


নিউজ ডেস্ক: শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় টানা বৃষ্টি চলছে। উইকএন্ডে একধাক্কায় পারদ নেমে গিয়েছে বেশ খানিকটা। নেই সেই গুমোট ভাব। আলিপুর জানিয়েছে, আজ, রবিবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। এই পরিস্থিতিতে ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে বলে জানালো হাওয়া অফিস। এছাড়াও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় হড়পা বানের সম্ভাবনাও রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির (Weather Update) পূর্বাভাস রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং পুরুলিয়ায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার। এই ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে।

অন্যদিকে গভীর নিম্নচাপ (Weather Update) ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। সবথেকে ক্ষতিগ্রস্ত নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বেশ কিছু বাড়ি ও দোকানের চাল উড়ে গিয়েছে।

মনে করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে একটু ফর্সা হতে পারে আকাশ। বাংলাদেশের উপর থাকা নিম্নচাপ (Weather Update) সরতে পারে ঝাড়খণ্ডের দিকে। তবে তাতেও খুব যে একটা স্বস্তি, তা নয়। কারণ, পুজো পর্যন্ত এমন বৃষ্টি চলবে।

Sweta Chakrabory | 10:39 AM, Sun Sep 15, 2024

Weather Update: ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গেও


নিউজ ডেস্ক: বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে এই নিম্নচাপে (Weather Update) পরিণত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে শুক্রবার-শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা-সহ ৬ জেলায়। একই কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।
নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। শুক্রবারের পর শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়। রবিবারও কয়েক জেলায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে।
অন্যদিকে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা (Weather Update) বেশি থাকবে আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার। শুক্রবার ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উল্লেখ্য, এই নিম্নচাপের প্রভাবে উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং সমুদ্র উত্তাল হবে। ফলে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Sweta Chakrabory | 10:51 AM, Fri Sep 13, 2024

Weather Update: দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা


নিউজ ডেস্ক: বৃহস্পতিবারও মেঘলা আকাশ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে জানান হয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজ্যেজুড়ে। অর্থাৎ সপ্তান্তের বৃষ্টির দাপটে বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় বড় পরিবর্তন হবেনা।
উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Weather Update) এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে। বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
পাশাপাশি কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ (Weather Update) এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, বৃহস্পতিবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে, নতুন করে নিম্নচাপের (Weather Update) আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। এর প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হবে রাজ্যজুড়ে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ রাজ্যের পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এবং ওড়িশা রাজ্যে। আজ ভারী বৃষ্টি হবে উত্তরাখন্ড রাজস্থান ছত্রিশগড় ঝাড়খন্ড অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, কেরল, অন্ধ্রপ্রদেশ, এবং কর্ণাটক রাজ্যে।

Sweta Chakrabory | 11:10 AM, Thu Sep 12, 2024
upload
upload