Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Weather Update: মুষলধারে বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৬ জেলায়! বিরাট পরিবর্তন উত্তরবঙ্গে


Sweta Chakrabory | 10:58 AM, Wed Sep 18, 2024

নিউজ ডেস্ক: আপাতত বাংলার আকাশ থেকে নিম্নচাপ (Weather Update) কেটে গিয়েছে। যদিও বৃষ্টির হাত থেকে কিন্তু এখনই রেহাই পাবেন না রাজ্যবাসী। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার থেকে ধীরে ধীরে মেঘমুক্ত আকাশ দেখা দেবে দক্ষিণবঙ্গে,তাপমাত্রাও বাড়বে তাল মিলিয়ে৷ এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের একবার উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দাপট বাড়বে৷ তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবফাওয়া দফতর। তবে শুধু বুধবারই নয়, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার তাপমাত্রা বাড়তে (Weather Update) পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে বুধবার থেকে আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং ঝাড়গ্রাম এই ৬ জেলায়।

অন্যদিকে, নিম্নচাপের বৃষ্টিতে (Weather Update) ভাসছে দুই মেদিনীপুর, বীরভূম, হুগলির একাংশ। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকায় প্লাবন আশঙ্কা। তাই জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় ভাসছে ঘাটাল শহরও। নৌকা অথবা ডিঙিই একমাত্র ভরসা ঘাটালবাসীর। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কেঠিয়া ও মনসুকায় ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে একাধিক রাজ্য সড়ক, জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি।

upload
upload