Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

heavy rainfall

Chennai Weather: নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি চেন্নাই! জলমগ্ন রজনীকান্তের বিলাসবহুল বাংলো


নিউজ ডেস্ক: সোমবার থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই এবং তার পার্শ্ববর্তী এলাকায়। বৃষ্টির (Chennai Weather) পরিমাণ আরও বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। এই দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তা-ই নয়, দুর্যোগের জেরে মঙ্গলবার বেশ কিছু বিমান বাতিলও করতে হয়েছে।

অন্যদিকে, দক্ষিণী মহাতারকা রজনীকান্তের (Rajinikanth) বাংলোও এই বানভাসি থেকে রক্ষা পায়নি। চেন্নাইয়ের একটি অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে রয়েছে রজনীকান্তের বাড়ি, বলা ভাল এই বিলাসবহুল বাংলো। এই শহরের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক হল তাঁর এই বাড়ি। এই এলাকাটি অত্যন্ত উচ্চ মানের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। অন্য আরও বিখ্যাত তারকা ও শিল্পপতিরাও এখানে থাকে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রজনীকান্তের বাড়ি থেকে জল বের করে দেওয়ার কাজ চলছে এখন। তাদের বাড়ির সমস্ত কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন এবং বন্যার কারণে বাড়িতে যাতে খুব একটা ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন। বাড়ির সুরক্ষার জন্য যারপরনাই চেষ্টা করছেন রজনীকান্ত। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত সেভাবে কিছু জানাননি যে জল নেমে গিয়েছে বা তাঁর বাড়ি বন্যার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত ইত্যাদি তথ্য। তবে শুধু রজনীকান্তই নন, এই বন্যার (Chennai Weather) কারণে সমস্যায় পড়েছে সকল এলাকাবাসী।

তীব্র বর্ষণে (Chennai Weather) শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। যার ফলে এই সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ রজনীকান্তের বাসভবনের চারপাশের জল নামানোর জন্য পাম্পের ব্যবস্থা করেছে। ক্ষয়ক্ষতি কমানোর জন্য পুরসভার কর্মীরা কাজকর্ম করছেন। তবে এই ঘটনা এবার প্রথম নয়। ২০২৩ সালে ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে বানভাসি হয়েছিল চেন্নাই। সেই সময়ও জল ঢুকেছিল থালাইভার বাসস্থানে।

Sweta Chakrabory | 16:47 PM, Wed Oct 16, 2024
Darjeeling: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং! বন্ধ রাস্তা, ধসে মৃত্যু ১

নিউজ ডেস্ক: লাগাতার বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে উত্তরবঙ্গে। জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এ দিকে বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। গত কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ গরমে তেতেছিল দার্জিলিং (Darjeeling)। সেপ্টেম্বর মাসে তাপমাত্রা ছিল ৪০ ছুঁইছুঁই। কার্যত গরমে নাজেহাল অবস্থা হওয়ার জোগাড় ছিল পাহাড়বাসীদের। আর এবার বৃষ্টি হতেই ধসের জেরে জীবন বিপর্যস্ত সাধারণ মানুষের।

জানা যাচ্ছে ধসের জেরে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তাঁর নাম রঘুবীর রাই (৭৮)। বাড়ি দার্জিলিং (Darjeeling) থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে। জানা যাচ্ছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ধস নামে। মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বৃষ্টি হয়েছে ১৭৫.৪ মিলিমিটার। বৃহস্পতিবার সারাদিন দার্জিলিঙে (Darjeeling)ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন সেখানকার এলাকাবাসীরা। যদিও জানা গিয়েছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে কোনও পর্যটক আটকে নেই। আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা।

অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং (Darjeeling) থেকে রক গার্ডেন যাওয়ার রাস্তাতে ধস নামে। ফলে রক গার্ডেন যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সুখিয়াতে লেপচাজগতের কাছেও রাস্তায় ধস নেমেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রক গার্ডেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। কিছুদিন আগেই রক গার্ডেনকে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল জিটিএ। তারপরই এই ধসের ঘটনা ঘটল। একাধিক জায়গায় ধসের জেরে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। সকাল থেকেই প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ধসের পাশাপাশি দুশ্চিন্তা বাড়িয়ে তিস্তা নদীতে জলের পরিমাণ আরও বেড়েছে। সব মিলিয়ে গতকালের পর থেকে পাহাড়ি এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।

Sweta Chakrabory | 16:22 PM, Thu Oct 03, 2024

Darjeeling Landslide: ফুঁসছে তিস্তা, লাগাতার বৃষ্টিতে দার্জিলিঙে ধস! বিপদ বাড়ছে ১০ নম্বর জাতীয় সড়কে


নিউজ ডেস্ক: লাগাতার বৃষ্টিতে ফের বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে। কালিম্পং তো বটেই, ধস (Darjeeling Landslide) নেমেছে দার্জিলিংয়ের সিংমারি সহ একাধিক জায়গায়। এই বর্ষার মরশুমে মোট ন'বার ধস নামল দার্জিলিং পাহাড়ে। এরই মধ্যে টানা ভারী বৃষ্টি হওয়ায় জল বাড়ছে তিস্তায়। তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা। ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক জায়গায় বিদুৎ নেই।

আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড়-সহ সমতলে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল সিকিম আবহাওয়া দফতর। তার মধ্যেই তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু করে দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক-সহ পাহাড়ি রাস্তাগুলিতে।

ধসের জন্য মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তাবাজার, সেবক, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে, তাতে এই রাস্তাটি বন্ধ (Darjeeling Landslide) হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং ছাড়াও ধস নেমেছে লোয়ার সিটংয়ের ডায়েরি গাঁওয়ে। এ ছাড়াও ধসের কবলে দুধিয়া, পানিঘাটা রোডও। তবে বেশ কিছু জায়গায় ধস সরানোর কাজ চলছে। রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচলও শুরু হয়েছে।

উল্লেখ্য, ধস এবং তিস্তার জলোচ্ছ্বাসের কারণে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ন'বার বন্ধ (Darjeeling Landslide) হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় ন'দিন পর গত মঙ্গলবার খুলেছিল ১০ নম্বর জাতীয় সড়ক। তার মধ্যেই আবার বাংলা-সিকিম 'লাইফলাইনে' ধস নামার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে আতঙ্কে পর্যটকরা।

Sweta Chakrabory | 18:07 PM, Fri Sep 27, 2024

West Bengal Weather: রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?


নিউজ ডেস্ক: রাত থেকেই শহর ও শহরতলিতে প্রবল বৃষ্টিপাত চলছে। সকাল থেকেই মুখভার করে আছে আকাশ। আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (West Bengal Weather) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এছাড়াও ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলায়। আসলে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামী ২ দিনের মধ্যে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার উত্তর দিকে বিস্তৃত হতে পারে। তারপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আর এই নিম্নচাপের ফলেই শহর জুড়ে একটানা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (West Bengal Weather) হতে পারে। আজ, ২৬ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে ঝড়ও।

অন্যদিকে উত্তরবঙ্গের পাশাপাশি আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়াও মঙ্গল ও বুধবার অনেকগুলি জেলায় চলবে টানা বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তে চলবেই, তবে তা বাড়তেও পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের দুটি একটি জায়গায়।

তবে মঙ্গলবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত কয়েক পশলা হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্কতা (West Bengal Weather) রয়েছে। বুধবার থেকে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এরপর শনি ও রবিবার আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

অন্যদিকে এই একটানা বৃষ্টির জন্য বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে গ্রামের মাটির বাড়ির বাসিন্দাদের। নিচু সড়কে অস্থায়ীভাবে জল জমতে পারে। এই বর্ষাতেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক। তাই প্রচণ্ড বৃষ্টির সময় বাইরে যাওয়ার সময় সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ট্র্যাফিক অ্যাডভাইজরি নজরে রাখের পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

Sweta Chakrabory | 10:30 AM, Tue Aug 27, 2024

Mumbai Rain: বানভাসি মুম্বই, ময়দানে নামানো হল এনডিআরএফ, আগামী দু-দিন ভয়ঙ্কর বৃষ্টির অনুমান

নিউজ ডেস্ক: দিল্লির পর এবার বানভাসি অবস্থা মুম্বইয়ের। ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি (Mumbai Rain) হয়েছে বাণিজ্য নগরীতে জলমগ্ন গোটা শহর যানবাহন, ঘরবাড়ি ডুবেছে জলের তলায়। থমকে গিয়েছে ট্রেন বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ।ব্যাহত হয় ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা।

বানভাসি মুম্বই (Mumbai Rain)

বৃষ্টি বিধ্বস্ত মুম্বইয়ের বহু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান জল জমেছে বাণিজ্য নগরীতে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন মুম্বইবাসী। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি মুম্বইয়ের লাইফ লাইন বলে পরিচিত লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছে। ট্রেনের লাইন বৃষ্টির জেরে (Mumbai Rain) ডুবে গিয়েছে জলের তলায়।ওয়ারলি, বানতারা ভবন, কুরলা ইস্ট কিং সার্কেল, দাদর, বিদ্যা বিহার স্টেশনের ট্র্যাক জলের নিচে প্রতিদিন ৩০ লক্ষের কাছাকাছি মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন মুম্বইয়ে। কিন্তু ট্রেনের ট্র্যাক জলের তলায় চলে যাওয়ায় ঝুঁকি নিয়ে রেল যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফত 

ময়দানে এনডিআরএফ

মৌসম ভবন জানিয়েছে, রাত একটা থেকে সকাল সাতটা পর্যন্ত ৬ ঘন্টায় ৩০০ মিলিমিটার (Mumbai Rain) বৃষ্টি হয়েছে মুম্বইয়ে পালঘর এবং ঠাণে এলাকায় বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি হয়েছে ২৪ ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বীর সাভরকর মার্গ এবং এমসি এমসিআর এলাকায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের পর সকালবেলায় পরিস্থিতি সামলানোর জন্য ময়দানে নামেন বিএমসির কর্মীরা। নর্দমা মুখ পরিষ্কার করা হ। কিছু কিছু জায়গায় পাম্প ব্যবহার করে জল সরানোর চেষ্টা হচ্ছে। মুম্বই পুলিশও যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে যাতে জনজীবন স্বাভাবিক রাখা যায়। বিএমসির তরফে জানানো হয়েছে, ঘন্টা দুয়েকের জন্য (Mumbai Weather) বৃষ্টিপাত বন্ধ হলে জল নামানো সম্ভব হত কিন্তু নিয়মিত বৃষ্টি হওয়ায় কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারছেন না আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবারও দিনভর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বই জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে চট করে জলমগ্ন মুম্বইয়ের চিত্র বদলে যাবে, তা এখনই আশা করা যাচ্ছে না। উল্লেখ্য শিন্দে শিবিরের বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক কুরলা স্টেশনের কাছে আটকে রয়েছেন। এদিন ছত্রপতি শিবাজি বিমানবন্দরের উড়ান পরিষেবাও বহুক্ষণ খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতা কমে যাওয়ায়র ফলে বাধিত ছিল। ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঠাণের কাছে এনডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে।

 

 

Pankaj Kumar Biswas | 13:47 PM, Mon Jul 08, 2024
upload
upload