Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Chennai Weather: নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি চেন্নাই! জলমগ্ন রজনীকান্তের বিলাসবহুল বাংলো


Sweta Chakrabory | 16:47 PM, Wed Oct 16, 2024

নিউজ ডেস্ক: সোমবার থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই এবং তার পার্শ্ববর্তী এলাকায়। বৃষ্টির (Chennai Weather) পরিমাণ আরও বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। এই দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তা-ই নয়, দুর্যোগের জেরে মঙ্গলবার বেশ কিছু বিমান বাতিলও করতে হয়েছে।

অন্যদিকে, দক্ষিণী মহাতারকা রজনীকান্তের (Rajinikanth) বাংলোও এই বানভাসি থেকে রক্ষা পায়নি। চেন্নাইয়ের একটি অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে রয়েছে রজনীকান্তের বাড়ি, বলা ভাল এই বিলাসবহুল বাংলো। এই শহরের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক হল তাঁর এই বাড়ি। এই এলাকাটি অত্যন্ত উচ্চ মানের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। অন্য আরও বিখ্যাত তারকা ও শিল্পপতিরাও এখানে থাকে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রজনীকান্তের বাড়ি থেকে জল বের করে দেওয়ার কাজ চলছে এখন। তাদের বাড়ির সমস্ত কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন এবং বন্যার কারণে বাড়িতে যাতে খুব একটা ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন। বাড়ির সুরক্ষার জন্য যারপরনাই চেষ্টা করছেন রজনীকান্ত। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত সেভাবে কিছু জানাননি যে জল নেমে গিয়েছে বা তাঁর বাড়ি বন্যার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত ইত্যাদি তথ্য। তবে শুধু রজনীকান্তই নন, এই বন্যার (Chennai Weather) কারণে সমস্যায় পড়েছে সকল এলাকাবাসী।

তীব্র বর্ষণে (Chennai Weather) শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। যার ফলে এই সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ রজনীকান্তের বাসভবনের চারপাশের জল নামানোর জন্য পাম্পের ব্যবস্থা করেছে। ক্ষয়ক্ষতি কমানোর জন্য পুরসভার কর্মীরা কাজকর্ম করছেন। তবে এই ঘটনা এবার প্রথম নয়। ২০২৩ সালে ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে বানভাসি হয়েছিল চেন্নাই। সেই সময়ও জল ঢুকেছিল থালাইভার বাসস্থানে।

upload
upload