Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

resign

New CP Manoj Verma: কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ ভার্মা, এডিজি এসটিএফ করা হল বিনীত গোয়েলকে


নিউজ ডেস্ক: অবশেষে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে বিনীত কুমারকে সরিয়ে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হল মনোজ বর্মাকে (New CP Manoj Verma)। এছাড়াও কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের আরও বেশ কয়েকটি পদে বদল আনা হয়েছে। জ্ঞানবন্ত সিংকে এডিজিএ আইবি করা হয়েছে। পাশাপাশি জাভেদ শামিমকে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) পদে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyal) তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার কথা গতকালই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কমিশনারের নাম ঘোষণা ছিল কার্যত সময়ের অপেক্ষা। অবশেষে জানা গেল কলকাতা পুলিশের নতুন কমিশনারের নাম। আর আগের পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি করা হল।

১৯৬৮ সালে মনোজের জন্ম। সেপ্টেম্বরই তাঁর জন্মমাস। ৩০ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। রাজস্থানের সওয়াই মাধোপুরে মনোজের জন্ম। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা (New CP Manoj Verma)। এর আগে তিনি রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন। এছাড়া কলকাতা পুলিশের ডিসি ডিডি(স্পেশাল), ডিসি(ট্রাফিক)-এর দায়িত্বেও ছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারও ছিলেন মনোজ। মাওবাদী কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। দার্জিলিঙের আইজি পদে দীর্ঘ সময় ছিলেন তিনি। ২০১৯ সালে ব্যারাকপুর শিল্পাঞ্চল যখন তপ্ত সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে সেখান পুলিশ কমিশনারের দায়িত্ব দেন মনোজ ভার্মাকে।

২০১৭ সালে রাজ্য সরকারের পুলিশ পদক পেয়েছিলেন মনোজ। পরে ২০১৯ সালে পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর পুলিশ পদক। ওই বছর স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা তাঁকে (New CP Manoj Verma) ওই পদক দেন। ভাটপাড়ায় শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন বলেই মনোজকে ওই পদক দেওয়া হয়েছিল। ওয়াকিবহাল মহলের কথায়, সে সময় তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। এবার শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন তিনি। কিছুক্ষণ আগেই এই বিষয়ে বিজ্ঞাপিত জারি করা হয় নবান্ন থেকে।

Sweta Chakrabory | 17:43 PM, Tue Sep 17, 2024

CP Kolkata: বিকেল ৪টের পর বিনীত গোয়েলকে বদলি করা হচ্ছে! কে হবেন নতুন পুলিশ কমিশনার?


নিউজ ডেস্ক: গতকাল রাতে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, পদত্যাগ করবেন বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ, মঙ্গলবারই বিকেল ৪টেয় পদত্য়াগ করবেন বিনীত গোয়েল। তবে নতুন সিপি (CP Kolkata) কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সামনে আসছে একাধিক আইপিএস অফিসারের নাম। বিনীত গোয়েলের পদত্যাগের পর আজই নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে নতুন সিপি (CP Kolkata) হিসেবে প্রথমেই সামনে আসছে নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পান্ডের। এছাড়াও জল্পনা রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইবি জাভেদ শামিম। তবে অজয় রানাডের নামও চর্চায় রয়েছে। নবান্নের শীর্ষ সূত্রে খবর, এ ব্যাপারে অনেক দিন ধরেই এই নাম গুলি নিয়ে প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। কেন না, আরজি করের ঘটনা না ঘটলেও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর কথা চলছিল। তা ছাড়া এ বছর ৩১ ডিসেম্বর পুলিশ কমিশনার পদে বিনীতের তিন বছরের মেয়াদও শেষ হয়ে যেত।

প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর থেকেই কলকাতার পুলিশ কমিশনার (CP Kolkata) পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণের জন্য জোরালো দাবি উঠতে শুরু করেছিল। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যেমন এই দাবি নিয়ে লালবাজার অভিযান করেছিলেন, তেমনই রাজনৈতিক দাবিও ছিল। এই চাপের কাছে নতি স্বীকার না করার যথাসম্ভব চেষ্টা করেছিল নবান্ন। কিন্তু শেষমেশ অচলাবস্থা কাটাতে বিনীত গোয়েলকে সরানোর দাবি মেনে নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন, “কিছু মিল, কিছু অমিল। কিছু সদর্থক আলোচনা। কিছু জিনিস মানা হয়েছে। অনেক কিছু নিয়েই আলোচনা হয়নি। তবে বিনীত গোয়েলকে (CP Kolkata) সরানোর দাবি মেনে নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদাধিকারীদেরও বদল হবে।”

Sweta Chakrabory | 15:38 PM, Tue Sep 17, 2024

WB Chatra Samaj: নবান্ন অভিযানের ধাঁচে ফের বড় কর্মসূচির ইঙ্গিত ছাত্র সমাজের! শীঘ্রই জানানো হবে তারিখ


নিউজ ডেস্ক: নবান্নের পর এবার আরেক অভিযানের ডাক ছাত্র সমাজের (WB Chatra Samaj)। আগামী কাল জানানো হবে তারিখ। এই অভিযানের দাবি সিপির (kolkata CP) পদত্যাগ। দাবি না মানলে অভিযান শেষে টানা অনশন হবে বলে জানিয়েছে ছাত্র সমাজ। এর আগে আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে গত ২৭ অগাস্ট নবান্ন অভিযানে নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই অভিযানকে ঘিরে সেদিন রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ওই কর্মসূচিতে মানুষের স্বতস্ফূর্ত সাড়া দেখে ফের আবারও ওই একই ধরনের অভিযানে নামতে চলেছে ছাত্র সমাজ। জানা যাচ্ছে, ছাত্র সমাজের দ্বিতীয় অভিযানে দক্ষিণবঙ্গের পাশাপাশি শামিল হতে পারেন উত্তরবঙ্গের মানুষও।
এ প্রসঙ্গে নবান্ন অভিযানে ছাত্র সমাজের (WB Chatra Samaj)অন্যতম মুখ শুভঙ্কর হালদার জানান, আরজি করের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। তারই অঙ্গ হিসেবে অগাস্টের মতো সেপ্টেম্বর মাসেও অভিযানে হবে। পুজোর পরে আরও বড় আকারে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, "পরিকল্পনা চলছে। পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা জানতে পারবেন।
উল্লেখ্য, নবান্ন অভিযানের পর ছাত্র সমাজের (WB Chatra Samaj)অন্যতম মুখ সায়ন লাহিড়ি-সহ একাধিক জনকে পুলিশ গ্রেফতার করে। যদিও প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিমকোর্ট সায়নের জামিন মঞ্জুর করে। এ ব্যাপারে শুভঙ্কর বলেন, "আমরা যে সেদিন কোনও অন্যায় করিনি সেটা তো আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে গেছে। ফলে মানুষের স্বতস্ফূর্ত সমর্থনের সাহায্যে সেপ্টেম্বরেও আমরা একই ধরনের অভিযান করব।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে সদ্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (kolkata CP) পদত্যাগের দাবিতে সরব হয়েছেন অনেকেই। জুনিয়ার ডাক্তাররা লালবাজার অভিযান করে এই দাবি জানিয়ে এসেছেন খোদ কলকাতার নগরপালকে। আর এবার সেই একই দাবি নিয়ে আবারও অভিযানে নামতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ (WB Chatra Samaj)।
তবে উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে থেকেই ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে কলকাতার পুলিশ কমিশনারের পদে আপাতত নতুন কোনও মুখ আনছেন না, তা সে সময় স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এখন দেখার আসন্ন ছাত্র সমাজের নয়া অভিযানে রাজ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

Sweta Chakrabory | 15:29 PM, Fri Sep 13, 2024

RG Kar Incident: নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ফাঁসি হয়েছিল ৭ বছর পর! কবে হবে তিলোত্তমার খুনের বিচার?

নিউজ ডেস্ক: নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের (Nirbhaya Case) কথা মনে আছে? কলকাতায় সম্প্রতি আরজি করে এক মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার পর ফের উঠে আসছে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের কথা। নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ১২ বছর পর কলকাতায় আরজি করে (RG Kar Incident) এই তরুণী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় সরব হয়েছেন সবাই। সবার একটাই প্রশ্ন, দোষীদের শাস্তি হবে কবে?

২০১২ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লির মুনির্কাতে ওই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। বিক্ষোভ, মিছিল, দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিল সবাই। সেদিন রাতে নির্ভয়া ও তাঁর বন্ধু সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন। প্রথমে অটো ধরে মুনির্কা বাসস্ট্যান্ডে আসেন। রাত তখন সাড়ে ৯টা। তাঁদের সামনে একটি বাস এসে দাঁড়ায়। এক নাবালক মুখ বাড়িয়ে জানতে চায়, তাঁরা কোথায় যাবেন। দ্বারকার কথা বলতেই সে জানায়, ওইপথেই বাস যাবে। বাসে উঠেন নির্ভয়া ও তাঁর বন্ধু। বাসে তখন চালক-সহ ৬ জন। নির্ভয়ার কাছ থেকে ২ জনের ভাড়া হিসেবে ২০ টাকা নেয় কন্ডাক্টর। তখনও কিছু সন্দেহ হয়নি তাঁদের। কিন্তু, বাস অন্য রুট ধরতেই নির্ভয়ার বন্ধু চমকে ওঠেন। রুট বদলানোর কারণ জানতে চান। ততক্ষণে নিজেদের আসল মূর্তি ধারণ করেছে ওই ৬ জন। বাসের দরজা বন্ধ করে দেয়। নির্ভয়ার বন্ধুকে মারধর করা হয়। তারপর শুরু হয় সেই নৃশংসতা। নির্ভয়াকে গণধর্ষণের পাশাপাশি তাঁর যৌনাঙ্গে রড ঢোকানো হয়। ৬ জনের মধ্যে সবচেয়ে নৃশংস ছিল এক নাবালক। নৃশংস অত্যাচারের পর নির্ভয়া ও তাঁর বন্ধুকে রাস্তার ধারে ফেলে রেখে পালায় তারা। এরপর পুলিশ খবর পেয়ে হাসপাতালে ভর্তি করে নির্ভয়াকে। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। এরপর দোষীদের চিহ্নিত করতে ও তাদের সাজা পাওয়াতে কেটে গেছিল অনেকগুলো বছর। বহু ঘাতপ্রতিঘাত পেরিয়ে অবশেষে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের প্রায় ৭ বছর ৪ মাস পর ২০২০ সালের ২০ মার্চ মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে ফাঁসি দেওয়া হয়। তার আগে এক অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যা করে। আর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে ৩ বছর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় জুভেনাইল জাস্টিস বোর্ড।

নির্ভয়া গণধর্ষণকাণ্ডের (Nirbhaya Case) মতো এবারেও কলকাতায় আরজি করে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় সরব হয়েছেন সবাই। ‘রাত দখল’ করেছেন মহিলারা। নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ তুলছেন অনেকে। নির্ভয়াকাণ্ডের মতো আরজি করের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবি উঠছে। কিন্তু এই দোষীদের কি আদৌ সাজা হবে? কবে আসবে সেই দিন? অপেক্ষায় গোটা দেশ।  যদিও ইতিমধ্যেই এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে নারকীয় এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যেতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে এজেন্সি। আরজি করের (RG Kar Incident) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জেরা করে চলেছে সিবিআই।

Sweta Chakrabory | 17:14 PM, Sun Aug 18, 2024

CM resignation: আরজি কর-কাণ্ডের ঘটনায় এবার তোপ দাগলেন নির্ভয়ার মা

নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ডে (R G Kar Incident) বিচার চেয়ে প্রতিবাদে গোটা দেশ। এরই মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ (CM resignation) দাবি করলেন ২০১২ সালে দিল্লি গণধর্ষণ মামলার নির্যাতিতা নির্ভয়ার মা।  শনিবার এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, “পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।”

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষীর ফাঁসির দাবিতে রাজপথে নামেন বাংলার মুখ্যমন্ত্রী। অপরাধীর ফাঁসি চাই স্লোগান তুলে সিবিআই তদন্তের ডেডলাইন বেঁধে দেন। আর এই ঘটনার পরেই নির্ভয়া কাণ্ডে নির্যাতিতার মা আশা দেবী বলেন, ‘‘‌একজন মহিলা হিসেবে তাঁর কড়া পদক্ষেপ করা উচিত ছিল অপরাধীদের বিরুদ্ধে। কারণ তিনিই ওই রাজ্যের প্রধান। তাই এমন পরিস্থিতি সামলাতে না পারার জন্য তাঁর পদত্যাগ (CM resignation) করা উচিত। মুখ্যমন্ত্রী ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার বদলে নিজে প্রতিবাদে নেমে জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছেন।’‌’

এদিন তিনি নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘‘কলকাতার হাসপাতালেই মেয়েরা সুরক্ষিত নন। দেশে তাঁদের নিরাপত্তা কতটা, তা এখান থেকেই বোঝা যায়।” তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য সরকার ধর্ষকদের জন্য কঠোর সাজার বন্দোবস্ত না করা পর্যন্ত এই ধরনের বর্বরতা চলতেই থাকবে। প্রসঙ্গত, এই ঘটনায় (R G Kar Incident) অভিযুক্ত সঞ্জয় রায়কে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় অভিযুক্তকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হয়।
উল্লেখ্য, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় (R G Kar Incident) উত্তপ্ত রাজ্য৷ ইতিমধ্যেই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে রাজ্যের সর্বত্র অবস্থান, বিক্ষোভে নেমেছে বিজেপি৷ শিলিগুড়ি, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির সংগঠন৷ এই বিক্ষোভে সামিল হয় বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা৷

Sweta Chakrabory | 13:42 PM, Sun Aug 18, 2024

Abhijit Gangopadhyay: অভিজিৎ গাঙ্গুলী বিজেপিতে যোগ দেওয়ায় অকাল হোলি ও মিষ্টি বিতরণ বিজেপি কর্মীদের

সল্টলেকের দলীয় দপ্তরে সদ্য অবসর প্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করা খুশিতে মেতে উঠল বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবেড়িয়া বাজারের শিবমন্দির এলাকায় অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়ে অকাল হোলি ও মিষ্টি বিতরণ করে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিলীপ হালদারের নেতৃত্বে বিজেপির কর্মী সর্মথকরা।

যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের বিষয়ে তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, “ এখন  বোঝা যাচ্ছে ওনার রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল তা বোঝা যাচ্ছে। এতদিন উনি মানুষের বিচার করেছেন এবার মানুষ ওনার বিচার করবে। বিচারব্যবস্থার উপ মানুষের ভরসা উঠে গেল। উনি বিচারকের আসনে বসে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। ভাল হয়েছে উনি ময়দানে এসেছেন। এবার খেলা হবে”।

Editor | 17:05 PM, Thu Mar 07, 2024

Abhijit Gangopadhyay: ময়দানে নেমেই পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ময়দানে নেমেই তৃণমূলকে চাঁছাছোলা আক্রমণ করলেন সদ্য প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার জনগণকে তাঁর পরামর্শ “না বলতে শিখুন। শিরদাঁড়া আপনার কাছেই আছে। খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই”।

মাত্র কয়েক ঘণ্টা হয়েছে তিনি বিচারকের আসন ছেড়েছেন। তাঁর পরেই তাঁর বিরুদ্ধে ধেয়ে আসছে শাসক দলের তরফে একের পর এক আক্রমণ। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র যে তিনি নন প্রথম দিনেই বুঝিয়ে দিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিচারব্যবস্থার এক অংশের কলঙ্ক বলে পাল্টা আক্রমণ করলেন। ২৬ অবধি এই দল থাকবে নাকি? তৃণমূলের অবস্থা ২০০৯ সালের সিপিএমের মত। এই ধরণের নিখাদ রাজনৈতিক মন্তব্য করে তিনি বুঝিয়ে দিলেন তিনি কোমর বেঁধেই ময়দানে নেমেছেন।

তবে কেন তিনি বিজেপিতেই যোগদান করবেন এবিষয়ে তিনি পরিষ্কার ভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেনব। তিনি বলেছেন, “সিপিএম করব না কারণ আমি ভগবানে বিশ্বাসী। ঈশ্বর বিশ্বাস ত্যাগ করতে পারব না। কংগ্রেস করব না ঠিক করেছি কারণ ওখানে পরিবারবাদ আছে। তাই বিজেপি সবচেয়ে ভালো বিকল্প মনে হয়েছে রাজনীতির ময়দানে আসার জন্য।

বিজেপিতে যোগ দিচ্ছেন জানালেন। তবে কোন আসন থেকে লড়বেন সে বিষয়ে খোলসা করে কিছু বলেননি তিনি। ৭ মার্চ বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে তাঁর আনুষ্ঠানিক যোগদান। তমলুক আসন থেকে লড়তে পারেন এই জল্পনা রবিবার থেকেই রয়েছে। তবে সেই জল্পনায় সিলমোহর কিংবা জলাঞ্জলি হবে দলের বাকি আসনে প্রার্থী ঘোষণার পরেই। তবে ওয়াকিবহাল মহলের মত কলকাতা হাইকোর্টের বিচারপতি যখন আসন ত্যাগ করে ময়দানে নেমেছেন তখন সব বুঝে শুনেই ময়দানে নেমেছেন।

Editor | 15:32 PM, Tue Mar 05, 2024
Justice Abhijit Gangopadhyay Resigns: পদত্যাগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

পদত্যাগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। জিপিও মার্ফত তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতির চেম্বারে গিয়েও তাঁকেও পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এদিনই ছিল তাঁর বিচারক হিসেবে কর্মজীবনের শেষ দিন। রবিবার বিচারকের কাজ থেকে সরে আসার ঘোষণা করেছিলেন অভিজিৎ বাবু। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “বৃহত্তর প্রেক্ষিতে আসতে চাই। তাই বিচারকের আসন ছেড়ে দিতে হবে। শাসক দল আমাকে তাঁদের মুখোমুখি হতে আহ্বান করেছিল। তাই আসছি”। প্রসঙ্গত অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে নামতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। তমলুক আসন থেকে লড়তে পারেন এমন সম্ভাবনা কথা ঘোরা ফেরা করছে রাজনৈতিক মহলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করতেই শাসক দলের তরফে তাঁকে আক্রমণ করা শুরু হয়। যদিও সেই সব কথায় আপাতত কান দিতে নারাজ সদ্য প্রাক্তন দুঁদে বিচারক অভিজিৎ বাবু।

শিক্ষা দুর্নীতি মামলায় একের পর এক নজিরবিহীন রায় ও মন্তব্য করেছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে সময় বেঁধে দিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ থেকে শুরু করে প্যানেল বাতিলের নির্দেশ নজিরবিহীন সিদ্ধান্ত ছিল। এছাড়াও তাঁর একের পর মন্তব্য সংবাদ শিরোনামে এসেছে।

বড় সড় অঘটন না ঘটল তিনি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এমনই ইঙ্গিত এসেছে রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই এবিষয়ে মন্তব্য করবেন বলে জানিয়েছেন। এখন দেখার মাস্টার দার মুর্তির সামনে এসে তিনি কী বলেন?   

Editor | 12:05 PM, Tue Mar 05, 2024
upload
upload