Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

WB Chatra Samaj: নবান্ন অভিযানের ধাঁচে ফের বড় কর্মসূচির ইঙ্গিত ছাত্র সমাজের! শীঘ্রই জানানো হবে তারিখ


Sweta Chakrabory | 15:29 PM, Fri Sep 13, 2024

নিউজ ডেস্ক: নবান্নের পর এবার আরেক অভিযানের ডাক ছাত্র সমাজের (WB Chatra Samaj)। আগামী কাল জানানো হবে তারিখ। এই অভিযানের দাবি সিপির (kolkata CP) পদত্যাগ। দাবি না মানলে অভিযান শেষে টানা অনশন হবে বলে জানিয়েছে ছাত্র সমাজ। এর আগে আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে গত ২৭ অগাস্ট নবান্ন অভিযানে নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই অভিযানকে ঘিরে সেদিন রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ওই কর্মসূচিতে মানুষের স্বতস্ফূর্ত সাড়া দেখে ফের আবারও ওই একই ধরনের অভিযানে নামতে চলেছে ছাত্র সমাজ। জানা যাচ্ছে, ছাত্র সমাজের দ্বিতীয় অভিযানে দক্ষিণবঙ্গের পাশাপাশি শামিল হতে পারেন উত্তরবঙ্গের মানুষও।
এ প্রসঙ্গে নবান্ন অভিযানে ছাত্র সমাজের (WB Chatra Samaj)অন্যতম মুখ শুভঙ্কর হালদার জানান, আরজি করের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। তারই অঙ্গ হিসেবে অগাস্টের মতো সেপ্টেম্বর মাসেও অভিযানে হবে। পুজোর পরে আরও বড় আকারে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, "পরিকল্পনা চলছে। পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা জানতে পারবেন।
উল্লেখ্য, নবান্ন অভিযানের পর ছাত্র সমাজের (WB Chatra Samaj)অন্যতম মুখ সায়ন লাহিড়ি-সহ একাধিক জনকে পুলিশ গ্রেফতার করে। যদিও প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিমকোর্ট সায়নের জামিন মঞ্জুর করে। এ ব্যাপারে শুভঙ্কর বলেন, "আমরা যে সেদিন কোনও অন্যায় করিনি সেটা তো আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে গেছে। ফলে মানুষের স্বতস্ফূর্ত সমর্থনের সাহায্যে সেপ্টেম্বরেও আমরা একই ধরনের অভিযান করব।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে সদ্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (kolkata CP) পদত্যাগের দাবিতে সরব হয়েছেন অনেকেই। জুনিয়ার ডাক্তাররা লালবাজার অভিযান করে এই দাবি জানিয়ে এসেছেন খোদ কলকাতার নগরপালকে। আর এবার সেই একই দাবি নিয়ে আবারও অভিযানে নামতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ (WB Chatra Samaj)।
তবে উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে থেকেই ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে কলকাতার পুলিশ কমিশনারের পদে আপাতত নতুন কোনও মুখ আনছেন না, তা সে সময় স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এখন দেখার আসন্ন ছাত্র সমাজের নয়া অভিযানে রাজ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

upload
upload