Sweta Chakra... | 13:57 PM, Tue Oct 08, 2024
RG Kar Hearing Breaking: আরজি কর মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে
Sweta Chakra... | 11:04 AM, Mon Sep 09, 2024
RG Kar BREAKING: সিল বন্ধ খামে আরজি কর কাণ্ডের তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই
Sweta Chakra... | 11:39 AM, Thu Aug 22, 2024
Buddhadeb Bhattacharjee: সকালে প্রাতঃরাশ সেরেই অসুস্থ, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল ৮০
Sweta Chakra... | 11:47 AM, Thu Aug 08, 2024
Astra Mark 1: বিমান বাহিনীর অস্ত্র ভান্ডারে এবার দেশীয় দুরপাল্লার মিসাইল
Pankaj Kumar... | 16:58 PM, Wed Aug 07, 2024
RSS বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি আরএসএসের
Pankaj Kumar... | 16:41 PM, Wed Aug 07, 2024
Paris Olympics 2024: প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছ ইতিহাস গড়লেন মানিকা বাত্রা, জাগালেন পদকের আশা
Pankaj Kumar... | 12:50 PM, Tue Jul 30, 2024
Amarnath Yatra: অমরনাথ যাত্রায় হামলার ছক, এবার খলিস্তানীদের ময়দানে নামাচ্ছে পাকিস্তান
Pankaj Kumar... | 18:35 PM, Sat Jul 27, 2024
Terrorist Attack: জঙ্গিদের ছবি প্রকাশ্যে এল, মাথার দাম পাঁচ লাখ টাকা
Pankaj Kumar... | 18:32 PM, Sat Jul 27, 2024
Meerut Police: নির্ভয়ার স্মৃতি ফিরল মেরঠে, গ্রেফতার হাসিন, শাহরুখ, একরামউদ্দিন এবং মহসিন
Pankaj Kumar... | 15:46 PM, Sat Jul 27, 2024
BJP Protest: “অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের”, ফিরহাদের বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিধানসভা
Pankaj Kumar... | 15:23 PM, Sat Jul 27, 2024
Swastika Mukherjee: প্রতিবাদে থেকেও বারংবার কটাক্ষের শিকার! ক্ষোভ উগরে স্বস্তিকা কী বললেন ট্রোলারদের?
নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে যে শিল্পীরা সামনের সারিতে পথে নেমেছেন তাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পথে নামা থেকে, স্লোগানে গলা মেলানো হোক বা আন্দোলনকারী, ধর্নায় থাকা চিকিৎসকেদের সাহায্যের জন্য প্রাণপাত, সবেতেই দেখা গিয়েছে তাঁকে। আর এই আবহেই নারী নিরাপত্তা নিয়ে ফের সরব হলেন তিনি।
আসলে দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। মুক্তি পেয়েছে ছবির টিজারও। সেখানেই দেখা গেছে, কলকাতার একটি নামী স্কুল থেকে এক শিশুকে অপহরণ করে পালিয়েছে দেবের চরিত্র ইকলাখ। দেবের গলায় শোনা যায়, 'এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভাবো কোনওদিনও? আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখও মনে থাকে? এবার থাকবে।' গোটা ঝলক জুড়েই যেন এক চোর পুলিশের খেলা। দেব বনাম রুক্মিণী। স্বস্তিকাকে এক মায়ের চরিত্রে দেখা যাবে। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে এটা চ্যালেঞ্জের যে মায়ের চরিত্রই আমি কতটা আলাদা করে করতে পারি।'
আসলে আরজি কর আবহে এখন টলিউডেও নারী নিরাপত্তার কথা উঠে আসছে বারবার। তবে অনেক সময়েই দেখা যায় যে কোনও মহিলা কারও বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলে অনেকেই প্রশ্ন করেন অভিযোগ করতে এত দেরি হল কেন? এই বিষয়ে স্বস্তিকার মত জিজ্ঞেস করা হলে তাঁর সপাট জবাব, ''এটা একটা ভুল প্রশ্ন। এটা একটা অন্যায় প্রশ্ন, যে তোমার সঙ্গে যখন অস্বস্তিকর ঘটনা ঘটেছিল তখন কেন বলনি! আমার মনে হয় না এটা একজন মহিলার থেকে বেশি ভাল কেউ বুঝবে যে হঠাৎ করে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে সেটাকে কাটিয়ে উঠতেই কতটা সময় লাগে। আমার ভিতর থেকে যখন সেই শক্তিটা আসবে যে এটা নিয়ে প্রকাশ্যে আমি কথা বলব এবং আরও পঞ্চাশটা লোক জানতে পারবে, তখনই আমি বলব। আমরা অবশ্যই একত্রিত হয়ে উইমেন্স ফোরাম অফ স্ক্রিন রাইটার্স প্লাস প্লাস সংগঠন করেছি। এটাকে আরও কীভাবে পরিষ্কারভাবে আমাদের কাজের জায়গায় বাস্তবায়িত করা যায় সেই নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটার পাশাপাশি, আমরা এটা নিয়েও কাজ করছি।''
অন্যদিকে, উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার সেই ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যাঁরা পথে নেমেছেন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা কিন্তু ট্রোল করেন না। বরং যাঁদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই তাঁরাই মানুষকে টার্গেট করছেন। তবে ওঁরা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'
Swastika Mukherjee: ''ছবির প্রচারও করব, আন্দোলনেও থাকব..'' কটাক্ষের পাল্টা জবাব স্বস্তিকার
নিউজ ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পোস্টার শেয়ার করে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন যখন, তখন তাঁর ছবির প্রচারকে যেন মেনে নিতে পারেনি অনেক নেটিজেনরা। তবে সোশ্যাল মিডিয়ার কটাক্ষের মুখে অবশেষে ছবির প্রচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে স্বস্তিকা বলছেন, ''আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয়, আরও দশটা মানুষের সংসারও চলে। তারা আমার ওপরেও নির্ভরশীল! আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সকলকে যেমন কাজ সামলে এই আন্দোলনে সাড়া দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই। আমার কাজের প্রতি আমার দায় আছে, দায়িত্ব আছে। আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ। আমি কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির, আবার আন্দোলনেও থাকবো। দু’টোই করবো এবং বেশ করবো। আমি পুজোয় আছি, উৎসবে নেই। আমি নেই, এ আমার একান্তই ব্যক্তিগত স্টান্স! আপনাদের তো বলিনি যে, থাকবেন কী থাকবেন না। আপনাদের ইচ্ছে হলে থাকবেন, না হলে থাকবেন না। ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না।''
আসলে আর জি কর কাণ্ডের পর থেকে মনখারাপের কালো মেঘ ঘনিয়েছে শহরজুড়ে। এমন আবহে চলতি বছর দুর্গোৎসব কেমন হবে? সেই নিয়ে দ্বিমত আমজনতার মধ্যে। কেউ বলছেন দুর্গাপুজো বয়কট করতে, আবার কেউ ভাবছেন, দুস্থ মানুষদের পেটের কথা। সারা বছর যাঁরা এই একটি উৎসবের দিকেই চেয়ে থাকেন। যাঁদের অর্থনীতিও নির্ভর করে মা উমার আগমনের উপর। সেই আবহেই সোশাল পাড়ায় সিনেশিল্পীদের সিনেমা বয়কটের ডাক তুলেছেন একাংশ। পেশা এবং প্রতিবাদ গুলিয়ে ফেলাটা কি কাম্য? শিল্পীদেরও সংসার চলে তাঁদের কাজের উপর নির্ভর করেই। সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বলেছিলেন উৎসবে তিনি ফিরছেন না। তবে হইচই শুরু হয় তাঁর পুজো রিলিজ 'টেক্কা'র পোস্টার শেয়ার করার পর থেকেই। নিন্দুকরা 'দুমুখো' বলে কটাক্ষ করা শুরু করেন। এবার সেই প্রেক্ষিতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।