Wednesday, November 13, 2024

Logo
Loading...
upload upload upload

Swastika Mukherjee: ''ছবির প্রচারও করব, আন্দোলনেও থাকব..'' কটাক্ষের পাল্টা জবাব স্বস্তিকার


Sweta Chakrabory | 13:12 PM, Thu Sep 12, 2024

নিউজ ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির পোস্টার শেয়ার করে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন যখন, তখন তাঁর ছবির প্রচারকে যেন মেনে নিতে পারেনি অনেক নেটিজেনরা। তবে সোশ্যাল মিডিয়ার কটাক্ষের মুখে অবশেষে ছবির প্রচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে স্বস্তিকা বলছেন, ''আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয়, আরও দশটা মানুষের সংসারও চলে। তারা আমার ওপরেও নির্ভরশীল! আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সকলকে যেমন কাজ সামলে এই আন্দোলনে সাড়া দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই। আমার কাজের প্রতি আমার দায় আছে, দায়িত্ব আছে। আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ। আমি কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির, আবার আন্দোলনেও থাকবো। দু’টোই করবো এবং বেশ করবো। আমি পুজোয় আছি, উৎসবে নেই। আমি নেই, এ আমার একান্তই ব্যক্তিগত স্টান্স! আপনাদের তো বলিনি যে, থাকবেন কী থাকবেন না। আপনাদের ইচ্ছে হলে থাকবেন, না হলে থাকবেন না। ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না।''
আসলে আর জি কর কাণ্ডের পর থেকে মনখারাপের কালো মেঘ ঘনিয়েছে শহরজুড়ে। এমন আবহে চলতি বছর দুর্গোৎসব কেমন হবে? সেই নিয়ে দ্বিমত আমজনতার মধ্যে। কেউ বলছেন দুর্গাপুজো বয়কট করতে, আবার কেউ ভাবছেন, দুস্থ মানুষদের পেটের কথা। সারা বছর যাঁরা এই একটি উৎসবের দিকেই চেয়ে থাকেন। যাঁদের অর্থনীতিও নির্ভর করে মা উমার আগমনের উপর। সেই আবহেই সোশাল পাড়ায় সিনেশিল্পীদের সিনেমা বয়কটের ডাক তুলেছেন একাংশ। পেশা এবং প্রতিবাদ গুলিয়ে ফেলাটা কি কাম্য? শিল্পীদেরও সংসার চলে তাঁদের কাজের উপর নির্ভর করেই। সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বলেছিলেন উৎসবে তিনি ফিরছেন না। তবে হইচই শুরু হয় তাঁর পুজো রিলিজ 'টেক্কা'র পোস্টার শেয়ার করার পর থেকেই। নিন্দুকরা 'দুমুখো' বলে কটাক্ষ করা শুরু করেন। এবার সেই প্রেক্ষিতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

upload
upload