Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

video

Liaquat–Nehru Pact: বাংলার ইতিহাসে কালো অধ্যায় নেহেরু-লিয়াকত চুক্তি!

বাংলার ইতিহাসে কালো অধ্যায় নেহেরু-লিয়াকত চুক্তি!

Sweta Chakrabory | 17:33 PM, Thu Nov 14, 2024

Arijit Singh: লন্ডনে এড শিরনের সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠান অরিজিৎ সিংয়ের, ভাইরাল ভিডিও


নিউজ ডেস্ক: সঙ্গীতপ্রেমীদের কাছে এ যেন ডবল ধামাকা। লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরনের সঙ্গে যুগলবন্দিতে দেখা গেল অরিজিৎ সিং-কে (Arijit Singh)। গায়ক নিজেই শেয়ার করেছেন সেই অনুষ্ঠানের সব মুহূর্ত। যেখানে দুই গায়ক সুপারস্টারের জমজমাট পারফরমন্সের ঝলক দেখা গেল। ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হল সেটি।

অসুস্থতার পর এক মাস বিশ্রাম নিয়ে এবার মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং (Arijit Singh)। আগস্ট মাসের ২ তারিখে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাই গোটা মাসের সমস্ত কনসার্ট বাতিল করে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন গায়ক। সেই ঘোষণার পর রবিবার রাতে প্রথমবার কনসার্ট করলেন অরিজিৎ সিং। এদিন অরিজিৎ এড শিরনের (Ed Sheeran) সঙ্গে কনসার্টের নানা রঙিন মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতের অনুষ্ঠানে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” অরিজিৎ সিংয়ের শেয়ার করা এই পোস্টে মন উজার করে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।

এদিনের অনুষ্ঠানে দুজন গায়ক তাদের পারফর্মেন্সের মাধ্যমে কনসার্ট জমিয়ে দিয়েছিলেন। অরিজিত্‍ সিং (Arijit Singh) তার বিখ্যাত গানগুলি গেয়ে মাতিয়েছিলেন। তার গানগুলির মধ্যে ছিল 'হাওয়ায়েন','তেরা হোনে লগা' প্রভৃতি। দুই গায়কের এই মেলবন্ধন দর্শকেরা খুবই ভালোবেসেছেন। তাদের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ভক্তরা কেউ কেউ এটিকে 'আইকনিক মোমেন্ট' বলেও আখ্যা দিয়েছেন। ভক্তরা আরও আশ্চর্য হয়েছে এড শিরনের কন্ঠে 'তুম হি হো' গানটা শুনে। পপ গায়ক এড শিরনের এই গানটি দর্শকদের হতবাক করেছে।

প্রসঙ্গত, চলতি বছরেই এড শিরন এসেছিলেন ভারত সফরে। সেখানেই তাঁকে দিলজিৎ দোসাইয়ের সঙ্গে ডুয়েট পারফর্ম করতে দেখা যায়। আর এবার অরিজিৎ সিং-এর (Arijit Singh) সঙ্গে তিনি জুটি বাঁধতেই আবেগে ভাসলেন সকলে। জমজমাট সন্ধ্যার বেশ কিছু ঝলক দেখে সকলেই উঠছেন চমকে। আসলে এ জুটিকে একই সঙ্গে একই মঞ্চে পাওয়া মানে শ্রোতাদের কাছে স্বর্গীয় সুখ।

Sweta Chakrabory | 17:50 PM, Mon Sep 16, 2024

Kanchan Mullick: ''আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী'', ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের


নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick)। নিজের মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা। সোমবার দিনভর সমালোচনার পর রাত নামতেই ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়ত হয়েছিল তৃণমূল বিধায়ককে।

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর রবিবার হুগলির কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধরনা কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিকও (Kanchan Mullick)। সেখানেই কাঞ্চন মল্লিক আরজি করকাণ্ডের তীব্র নিন্দা করেন। তবে একইসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন। চোখ মুখ বেঁকিয়ে, কার্যত ঠেস মারার সুরে কাঞ্চনকে বলতে শোনা যায়, “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? এটা আমার প্রশ্ন।” কাঞ্চনের এই মন্তব্যের পরেই তা সংক্রমণের মত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে চিকিৎসক, রাজনীতিক কিংবা চলচ্চিত্র জগতের বন্ধুরা, তীব্র নিন্দায় সরব হন।

আর এর পরেই সোমবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেন কাঞ্চন (Kanchan Mullick)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, চিকিৎসকদের কর্মবিরতি একেবারেই ন্যায়সঙ্গত। তবে সম্প্রতি তাঁর এক বন্ধু মায়ের অসুস্থতার কারণে তাঁকে ফোন করেছিলেন। কাঞ্চন বলেন, ''চিকিৎসকদের ধর্মঘট চলছিল। দু’ তিনটি হাসপাতাল ঘুরেও বন্ধুর মাকে ভর্তি করানো যায়নি। চিকিৎসকদের আন্দোলন সঙ্গত কারণেই চলছিল। তবে কিছু পরে বন্ধু আমাকে ফোন করে জানায় তাঁর মা আর নেই। এটা সত্যি আমার কাছে খুব মর্মান্তিক। উনি আমারও মায়ের মতই। ডাক্তার সত্যি ভগবানস্বরূপ। জুনিয়র, সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চাইনি। এই আন্দোলন যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। সেই আন্দোলনকে কোনওভাবেই ছোট করতে চাই না। স্বপ্নেও আসে না সে কল্পনা। আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক। আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তারবাবুদের কাছে ক্ষমাপ্রার্থী। এই ঘটনার পর আমার পরিচিত বহু বন্ধু, সাংবাদিক, ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন। তাঁরা বলেছেন, আমিও মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। ক্ষমার থেকে বড় কিছু হয় না, সেই ক্ষমাই আমি ভিক্ষা চাইব।আমি আবার চাইব, যে চলে গেছে, সেই সন্তান-হারা পিতা-মাতা যেন সুবিচার পান। তাঁরা যেন দেখতে পান যে দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে। আমি আবারও ক্ষমা চাইছি, আন্দোলন ও আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস।''

Sweta Chakrabory | 14:23 PM, Tue Sep 03, 2024

Viral Video: কলকাতা বিমানবন্দরে হঠাৎ নাচ তরুণীর, নেট দুনিয়ায় বিতর্কের ঝড়

নিউজ ডেস্ক: নেট দুনিয়ায় এক-এক সময় এক-একটি বিষয় নিয়ে আলোচনা হয় এখন চর্চায় রয়েছে কলকাতা বিমানবন্দরে এক তরুণীর নাচের ভিডিও শাহরুখ খান ও দীপিকা পাদুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার লাভলী গানের তালে তালে কলকাতা বিমানবন্দরে কোমর দুলিয়েছেন সহেলী রুদ্র নামে এক তরুণী।সেই মুহূর্তের ভিডিও ভাইরাল (Viral Video) হল ইন্সটাগ্রামে। একইসঙ্গে নেট দুনিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে পাবলিক প্লেসে নাচানাচি করার যৌক্তিকতা নিয়ে

ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সরের ভিডিও ভাইরাল (Viral Video)

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে রিল সহেলি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি সাদা শার্ট এবং নীল জিন্সে পড়ে আছেন। কলকাতা বিমানবন্দরের লাউঞ্জেতাঁর এই নাচ যথেষ্ট ভাল কোনভাবেই অশ্লীল নয়। তবে হঠাৎ বিমানবন্দরের নেচে ওঠায় আশেপাশের সহযাত্রীরা অনেকেই তাঁর অঙ্গভঙ্গি দেখে হকচকিয়ে ওঠেন। সহেলির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করলে দেখা যাবে কলকাতা বিমানবন্দরে তিনি এই প্রথমবার নেচেছেন এমন নয়, এর আগেও যাত্রার আগে অনেকবার কলকাতা বিমানবন্দরে তার নৃত্যশৈলির ইন্সটাগ্রাম (Viral Video) রিল বানিয়েছেন। শুধু বিমানবন্দর নয় কলকাতা মেট্রোতেও তাঁর একাধিক রিলস রয়েছে। এছাড়াও কলকাতার জিপিও, ধর্মতলা ও পার্কস্ট্রিট চত্বরে পাবলিক প্লেসে নাচের রিলস বানিয়েছেন তিনি। সহেলির ইন্সটাগ্রাম  ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়।তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লক্ষের উপর ফলোয়ার সংখ্যা রয়েছে। ইউটিউব চ্যানেলেও ১০ লক্ষের উপর সাবস্ক্রাইবার রয়েছে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 

থামবেন না জানালেন সহেলি

তবে পাবলিক প্লেসে এ ধরনের (Viral Video)  নাচানাচি নেট দুনিয়ায় এখন অনেকেই অপছন্দ করছেন অনেকেই লিখেছেন ইনস্টাগ্রামের উচিত এই ধরনের রিল ব্যান করে দেওয়া। যেভাবে পাবলিক প্লেসে  সিগারেট খাওয়া বন্ধ করা হয়েছে একইভাবে রিলস বানানো বন্ধ করা হোক। আবার কেউ লিখেছেন, মেয়েটি নাচছে অথচ লজ্জা আমার লাগছে। এই ধরনের নেতিবাচক কমেন্টকে ফুৎকারে উড়িয়ে দিয়ে আগামী দিনে আরও এ ধরনের রিলস বানাবেন বলে জানিয়েছেন সহেলী রুদ্র

Pankaj Kumar Biswas | 17:56 PM, Fri Jun 14, 2024

Jatileshwar Mandol: প্রকাশ্য জনসভায় বিরোধীদের হাত কেটে নেওয়ার হুমকি! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু, তার আগেই হুংকার দিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করলেন বীরভূমের তৃণমূল নেতা। প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুমকি দেন ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডল। ভোট না দিলে, ভোটে বেইমানি করলে বা দলের নামে অপপ্রচার করলে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

২০১১ সাল থেকেই ভোটে হিংসার ছবি দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে বাংলা। ভোটের সঙ্গে হিংসার নাম অতোপ্রত ভাবে জড়িয়ে গিয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, বিধানসভা, লোকসভা কোনও ভোটেই বাদ যায়নি হিংসা। মনোনয়ন জমার দিন থেকেই হিংসার সাক্ষী থেকেছে বাংলা। এবারও তার অন্যথা হলনা।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডল বলেন,"আমাদের নেত্রীর দেওয়া ভাতা নেবে, সাইকেল নেবে, রেশনের চাল খাবে। আর আমাদের বদনাম করলে শুনব না। তা হলে হাত কেটে নেওয়া হবে! পঞ্চায়েত থেকে বিধানসভা, সব জায়গায় আমরা আছি। ওরা ঢোল পাততেই পারবে না।’’ এখানেই শেষ নয়। জটিলকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ওদের বলে দিতে হবে, ভোটের দিনে যেন বাড়ি থেকে না-বেরোয়। ভদ্র ভাবে শুনলে ভাল। না হলে ডাঙ (ডান্ডা) পেটা করে পেটাতে হবে। কেন্দ্রীয় বাহিনী ওদের বাপের বন্ধু নয়। ভোট পেরোলেই চলে যাবে। তখন কী হবে? এখনই ওদের হুমকি দিয়ে দিতে হবে। তাতে থানা-পুলিশ হলে আমরা দেখে নেব। কেস করতেই দেব না!’’ জটিল মণ্ডল ময়ূরেশ্বর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। ময়ূরেশ্বরে দলীয় কার্যালয়ের সামনেই এই বিতর্কিত মন্তব্য করেন জটিল মণ্ডল। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এ প্রসঙ্গে,তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের কাছে জটিলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি জেলা বিজেপির পক্ষ থেকেও ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও জটিলেশ্বর ওই ধরনের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

Sweta Chakrabory | 16:59 PM, Thu Feb 29, 2024
upload
upload