Kanchan Mullick: ''আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী'', ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের
নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick)। নিজের মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা। সোমবার দিনভর সমালোচনার পর রাত নামতেই ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়ত হয়েছিল তৃণমূল বিধায়ককে।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর রবিবার হুগলির কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধরনা কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিকও (Kanchan Mullick)। সেখানেই কাঞ্চন মল্লিক আরজি করকাণ্ডের তীব্র নিন্দা করেন। তবে একইসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন। চোখ মুখ বেঁকিয়ে, কার্যত ঠেস মারার সুরে কাঞ্চনকে বলতে শোনা যায়, “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? এটা আমার প্রশ্ন।” কাঞ্চনের এই মন্তব্যের পরেই তা সংক্রমণের মত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে চিকিৎসক, রাজনীতিক কিংবা চলচ্চিত্র জগতের বন্ধুরা, তীব্র নিন্দায় সরব হন।
আর এর পরেই সোমবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেন কাঞ্চন (Kanchan Mullick)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, চিকিৎসকদের কর্মবিরতি একেবারেই ন্যায়সঙ্গত। তবে সম্প্রতি তাঁর এক বন্ধু মায়ের অসুস্থতার কারণে তাঁকে ফোন করেছিলেন। কাঞ্চন বলেন, ''চিকিৎসকদের ধর্মঘট চলছিল। দু’ তিনটি হাসপাতাল ঘুরেও বন্ধুর মাকে ভর্তি করানো যায়নি। চিকিৎসকদের আন্দোলন সঙ্গত কারণেই চলছিল। তবে কিছু পরে বন্ধু আমাকে ফোন করে জানায় তাঁর মা আর নেই। এটা সত্যি আমার কাছে খুব মর্মান্তিক। উনি আমারও মায়ের মতই। ডাক্তার সত্যি ভগবানস্বরূপ। জুনিয়র, সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চাইনি। এই আন্দোলন যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। সেই আন্দোলনকে কোনওভাবেই ছোট করতে চাই না। স্বপ্নেও আসে না সে কল্পনা। আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক। আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তারবাবুদের কাছে ক্ষমাপ্রার্থী। এই ঘটনার পর আমার পরিচিত বহু বন্ধু, সাংবাদিক, ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন। তাঁরা বলেছেন, আমিও মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। ক্ষমার থেকে বড় কিছু হয় না, সেই ক্ষমাই আমি ভিক্ষা চাইব।আমি আবার চাইব, যে চলে গেছে, সেই সন্তান-হারা পিতা-মাতা যেন সুবিচার পান। তাঁরা যেন দেখতে পান যে দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে। আমি আবারও ক্ষমা চাইছি, আন্দোলন ও আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস।''
Jatileshwar Mandol: প্রকাশ্য জনসভায় বিরোধীদের হাত কেটে নেওয়ার হুমকি! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর
Viral Video: কলকাতা বিমানবন্দরে হঠাৎ নাচ তরুণীর, নেট দুনিয়ায় বিতর্কের ঝড়
Kanchan Mullick: ''আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী'', ২৪ ঘণ্টার মধ্যে সুর বদল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের
Arijit Singh: লন্ডনে এড শিরনের সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠান অরিজিৎ সিংয়ের, ভাইরাল ভিডিও
Liaquat–Nehru Pact: বাংলার ইতিহাসে কালো অধ্যায় নেহেরু-লিয়াকত চুক্তি!