Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

Delhi's  Air Pollution: বিষাক্তপুরী রাজধানী! ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি, জারি একাধিক নিষেধাজ্ঞা

Sweta Chakrabory | 12:46 PM, Fri Nov 15, 2024

নিউজ ডেস্ক: শীত পড়তেই কুয়াশা নয়, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। বাতাসের গুণমান ‘ভয়াবহ’ রইল আজও। এই নিয়ে পরপর তিনদিন ‘ভয়াবহ’ মাত্রায় রয়েছে দিল্লির বাতাসের গুণমান। বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৯৮ -এ। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অতিশি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। পরবর্তী নির্দেশ না আসা অবধি অনলাইনেই পঠন পাঠন চলবে।

বর্তমানে বিশ্বের সবথেকে দূষিত শহর পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণগত মান ৭৭০। তারপরই রয়েছে দিল্লি। রাজধানীতে ক্ষতিকর পিএম ২.৫ মাত্রা অত্যন্ত বেশি। এই সূক্ষ ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসের পর্দা ফুটো করে দেয়। দিল্লির সবথেকে দূষিত জায়গাগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরপুরী। সেখানে বাতাসের গুণগত মান ৪৫৮। এরপরে রয়েছে বাওয়ানা, সেখানে বাতাসের গুণগত মান ৪৫৫। ওয়াজিরপুরেও বাতাসের গুণগত মান ৪৫৫ রয়েছে। দিল্লির রোহিনীতে বাতাসের গুণগত মান ৪৫২ রয়েছে। পঞ্জাবী বাগে বাতাসের গুণগত মান ৪৪৩।

গোটা দিল্লিই কার্যত ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। ব্যাপক সমস্যা হচ্ছে যান চলাচলে। বিমানও দেরিতে উড়ছে। দিল্লির রুটে অধিকাংশ ট্রেনই কমপক্ষে ২ ঘণ্টা দেরিতে চলছে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add